18-06-2021, 02:00 PM
(18-06-2021, 01:48 PM)Baban Wrote: সেটা যদি দেখাতেই হয় তবে আগে একটা সিচুয়েশন তৈরী করুন. যেমন স্ত্রী স্বামীর পুরোনো অ্যালবাম দেখছে... সেখানে আকাশের ছোটবেলার সব ছবি... তার মধ্যে কয়েকটা ওদের দুজনের. সেই সাদা জামাটা যেটা রেগে গিয়ে প্রায় ছিঁড়েই ফেলেছিলো গল্পের নায়িকা, সেই পায়ে ব্যান্ডেড... কারণ সাইকেল থেকে পড়ে আকাশের পায়ে লেগেছিলো.... এইসব মুহূর্ত... আর এসব সে একা ভাববে যখন আকাশ অফিসে. একা একা অতীতের স্মৃতি গুলো মনে পরবে ওর..... জানলার বাইরে তাকাবে.... সেই আম গাছটা.... সময়ের সাথে সেটা যেন একি রকম রয়েগেছে..
আপনি তো দেখছি এই আষাঢ় মাসে সত্যি সত্যি আমাকে প্রেম করিয়েই ছাড়বেন। একেই ববিতার চরিত্র তৈরি করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন যদি সুচিত্রার ও চরিত্র সৃষ্টি করি তাহলে তো আবার প্রেমে পড়বো নিজেরই সৃষ্টির।
তবে আমার একটা কথা আছে। আপনারা যেভাবে সুচিত্রা আর আকাশের খুনসুটি র কথা বারবার চাইছেন তখন বলি আমি ওদের নিয়ে একটা উপন্যাস লিখি যেখানে শুধু এইসব খুনসুটি টক ঝাল মিষ্টি সম্পর্ক প্রেম থাকবে।
সেক্স থাকবে না।
রাজি???