Thread Rating:
  • 22 Vote(s) - 2.32 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মিষ্টি মূহুর্ত ( ছোট ছোট কিছু মুহুর্ত) ছোট গল্প।
#57
বাসর রাত 
লেখক :-- বিচিত্রবীর্য

যে মেয়েটা সারাজীবন তাকে শুধু মেরেছে কাঁমড়িয়েছে তার সাথেই বিয়েটা হতে হলো !!! মাকে বলেছিল কথাটা । কথাটা শুনেই মায়ের কঠিন জবাব ছিল আকাশের মা :- যে মেয়েটা তোকে সারাজীবন আগলে রাখলো তাকে বিয়ে করতে দোষ কোথায় ? 

আকাশ মনে মনে বলেছিল --- আগলে রেখেছে না ছাই শুধু মেরেছে আর কাঁমড়িয়েছে । 

বিয়ে হলো ধুমধাম করে। সবাই খেয়ে দেয়ে উপহার দিয়ে আশীর্বাদ করে গেল। পাশাপাশি বাড়ি তাই বিদায় লগ্নে কান্নাকাটির কোন বালাই নেই। হেঁটে হেঁটেই আকাশ সুচিত্রা কে নিয়ে চলে এলো নিজের বাড়ি। 

ফুলসজ্জার জন্য ঢুকিয়ে দেওয়া হলো আকাশকে নিজের ঘরে যেখানে অপেক্ষা করছিল তার নববধূ। 

( ঘরে ঢুকতেই ) সুচিত্রা :--- তোর ফোন দে। আর দাঁড়িয়ে থাক ওখানে খাটে উঠবিনা। 

আকাশ:-- আমার ফোন নিয়ে কি করবি তুই ? 

সুচিত্রা:-- খবরদার আর তুই তোকারি করবি না। আমি তোর বউ আর এমনিতেও তোর থেকে তিন বছরের বড়ো । এখন চুপচাপ ফোন দে ! 

( আকাশ ভয়তে ফোনটা দিয়ে দিল। ) আকাশ:-- তুমি আমাকে তুই বলছো তার বেলা 

সুচিত্রা:--- আমি বলতেই পারি । আমার ইচ্ছা। ( কিছুক্ষণ পর ) হারামজাদা তুই পাসওয়ার্ড চেঞ্জ করেছিস । ( বলে ফোনটা এগিয়ে দিল আকাশের কাছে ) পাসওয়ার্ড চেঞ্জ কর আর নতুন পাসওয়ার্ড দে সুচিত্রা নামে। আর যদি কখনো পাসওয়ার্ড বদলেছিস তাহলে খুন করে ফেলবো। 

( আকাশ খাটে উঠতে যাচ্ছিল ) সুচিত্রা :--- না ওখানেই দাঁড়িয়ে থাক এটা পাসওয়ার্ড বদলানোর শাস্তি । 

( আকাশ ফোনটা নিয়ে চুপচাপ পাসওয়ার্ড বদলে দিল । ) আকাশ:-- ফোন নিয়ে কি করবি তুই ? 

সুচিত্রা :-- তোর অতো জেনে কি হবে { বলে ফোনে কল লিস্টে যতো গুলো মেয়ে ( চার পাঁচটার বেশি ছিল না) ছিল বেছে বেছে কয়েকজনকে ব্লক করে দিল } 

( এবার আকাশের হাতে ফোনটা দিয়ে খাট থেকে নেমে বললো) সুচিত্রা :-- বস খাটে ( নিজের শৃঙ্গার দেখাতে দেখাতে বললো ) কেমন লাগছে বললি না তো ? 

( আকাশ খাটে বসে কিছুক্ষণ সুচিত্রা লাল শাড়ীর শৃঙ্গার দেখে চোখ ধাঁধিয়ে গেল ) আকাশ:-- তোমাকে আর কি দেখবো তেইশ বছর ধরে তোমাকেই দেখে আসছি । 

সুচিত্রা :-- তবে রে ( আকাশের গালে ঠাসসস করে একটা চড় বসিয়ে দিল । আকাশ চড় খেয়ে খাটে শুয়ে পড়লো । সুচিত্রা আকাশের শরীরের উপর উঠে গেল । )

আকাশ :-- বিয়ের দিনেও মারবে ! ( গালে হাত বোলাতে বোলাতে) 
 
 সুচিত্রা :-- বেশ করবো মারবো। শুধু তেইশ বছর কেন ! সারাজীবন আমাকেই দেখবি আর কাউকে দেখলে তখনই মারবো 

আকাশ:-- আমি দেখলেই দোষ আর তুমি যে তোমার বন্ধুদের সাথে কথা বলো তখন ? 

সুচিত্রা:-- আমি কথা বলি ওদের সাথে কারন ওরা আমার বন্ধু । 

আকাশ:--- আমিও তো আমার বান্ধবীদের সাথে কথা বলতাম। তখন তুমি মারতে কেন ? 

সুচিত্রা:-- তোর সাথে যে কোন মেয়েকে দেখলে কষ্ট হয় ! ! 

আকাশ:--- তোমার সাথে কোন ছেলেকে দেখলে বুঝি আমার কষ্ট হয়না। ( বলতে বলতে চোখ ঝাপসা হয়ে গেল আকাশের ) 

( সুচিত্রা একটু মজা নেওয়ার জন্য ) সুচিত্রা:--বেশ করবো বলবো । 

আকাশ:--- না তুমি বলবে না ! 

সুচিত্রা:--- তবে রে আমাকে আদেশ করছিস ? দেখ তোর কি করি ! বলে ( আকাশের ঠোঁটে ঠোঁট গুঁজে দিল। ) 
                   
                                               সমাপ্ত
[Image: 20220401-214720.png]
[+] 4 users Like Bichitro's post
Like Reply


Messages In This Thread
RE: মিষ্টি মূহুর্ত - by Bichitro - 18-06-2021, 12:19 PM



Users browsing this thread: 6 Guest(s)