17-06-2021, 08:24 PM
অসম্ভব কিছু ভালো স্ক্যান চটির সংগ্রহ। যা পড়ে মনে প্রাণে আহ্লাদিত হলাম। এ যেন সেই আগের দিনগুলোতে ফিরে যাওয়ার মতো। সাম্প্রতিক দিনে এমন সংগ্রহেও তালা বন্ধের ব্যবস্থা হয়েছে। সেই লকডাউন মুক্ত করার কারিগর আপনিই। অশেষ কৃতজ্ঞতা জানাই। এমন সংগ্রহশালার কোলাজ পেতে আরো বেশি করে মুখিয়ে আছি।