Thread Rating:
  • 22 Vote(s) - 2.32 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মিষ্টি মূহুর্ত ( ছোট ছোট কিছু মুহুর্ত) ছোট গল্প।
#29
বিয়ে 

লেখক:- বিচিত্রবীর্য 

সকাল 9:30 । মহারানী সবে ঘুম থেকে উঠেছেন। উঠে হাত পা এদিক ওদিক ছুঁড়ে আলস্য কাটানোর চেষ্টা করছেন। কিছুক্ষণ পর সে তার প্রেমিক কে ফোন করলো। সুচিত্রা :- হ্যালো 

প্রেমিক :- হ্যাঁ বেবি বলো 

সুচিত্রা :- good morning 

প্রেমিক :- good morning কিছু খেয়েছো 

( তখনই সুচিত্রার মা ঘরে এলেন। তাকে ফোনে কথা বলতে দেখে ) সুচিত্রার মা :- জানিস আকাশের বিয়ে ঠিক হয়ে গেছে। কাল রাতে কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেছে। তুই তো পার্টি করে দেরিতে ফিরলি । তোকে বলবো তারও উপায় ছিল না। 

( কথাটা শুনে সুচিত্রার মুখ রাগে দুঃখে ভয়ে রক্তশূন্য হয়ে গেল। ) ওদিকে প্রেমিক :- হ্যালো বেবি কিছু হয়েছে ? হ্যালো ! 

সুচিত্রা :- তোর বেবি গেছে গাধার গাঁড়ে । ( বলে ফোনটা খাটে ছুঁড়ে দিয়ে দৌড়লো আকাশের বাড়ি। সুচিত্রার এই ভাবে দৌড়ে যেতে দেখে তার মা আঁচল দিয়ে হাঁসি সংবরণ করলেন। ) 

( বাড়ি ঢুকতেই দেখে আকাশ অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল । দুর্ভাগ্যবশত সে জুতোর ফিতে বাঁধছিল। সুচিত্রার ওই রাগী মুখ দেখে সে ভয় পেয়ে গেল। সুচিত্রা ওর দিকে এগিয়ে আসতেই আকাশ পিছন দিকে যেতে শুরু করলো কিন্তু পারলো না। জুতোর ফিতেয় পা বেঁধে সোফার উপর পড়ে গেল। সুচিত্রা এগিয়ে এসে আকাশের পেটের উপর বসে তার গলা টিপে ধরলো । ) সুচিত্রা :-- খুব শখ না ! বিয়ে করার ! আজ সব শখ মিটেয়ে দেবো । 

আকাশ :-- মা বাঁচাও এ আমায় মেরে ফেলবে ! মা বাঁচাও ! 

( তখনই আকাশের মায়ের প্রবেশ । ) আকাশের মা :-- এই ছাড় ছাড়। কি করছিস টা কি ? মেরে ফেলবি নাকি ? সামনে আমার সোনার টুকরো ছেলেটার বিয়ে । 

( আকাশের পেট থেকে নেমে তার গলা থেকে হাত সরিয়ে) সুচিত্রা :-- আমি মানি না এই বিয়ে ! 

আকাশের মা :-- তুই কে রে মানা না মানার ? ( পাশের টেবিলে রাখা কতগুলো নেমন্তন্নের কার্ডের মধ্যে থেকে একটা সুচিত্রার হাতে দিয়ে ) দেখ দেখ কি সুন্দর মেয়েটা। যেমন তার নাম তেমনি তার রূপ। 

( কার্ডটটা হাতে নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছা হচ্ছিল সুচিত্রার। কিন্তু সেটা করলে আকাশের মা কে অপমান করা হয়। তাই সে কার্ড খুলে নামটা দেখলো। কে এমন সুন্দরী মহিলা আছে দেখার খুব ইচ্ছা হলো। নামটা দেখতেই গাল কান লাল হয়ে গেল লজ্জায়। কার্ড ফেলে দিয়ে সে দৌড়ে পালালো। ) 

আকাশের মা :-- বোকা মেয়ে একটা । 

আকাশ :-- ওর সাথে আমার বিয়ে ঠিক করলে। ওতো আমায় মেরে ফেলবে 

আকাশের মা :- আর না করলে যে ও মারা যাবে ! 

                       পাত্র ও পাত্রী --- সুচিত্রা weds আকাশ
       আপনাদের সবাইকে নেমন্তন্ন করা হলো । আসবেন কিন্তু।
               
                                              সমাপ্ত 
[Image: 20220401-214720.png]
Like Reply


Messages In This Thread
RE: মিষ্টি মূহুর্ত - by Bichitro - 17-06-2021, 09:05 AM



Users browsing this thread: 3 Guest(s)