17-06-2021, 06:10 AM
পর্ব ৫।
____________
মাছ নিয়ে ঢুকল তখন সে দেখে যে বাবু স্নান সেরে সবে বারান্দায় এসে বসেছেন, বোতলটা তখনো খোলেননি। লালু তড়িঘড়ি স্যালাড কেটে, মাছ ভেজে, জলের বোতল সব সাজিয়ে দিয়ে টেবিলে নিজে নিশিকান্তের পায়ের কাছে পোষা কুকুরের মত বসে থাকে। নিশিকান্ত যেদিন খারাপ মুডে মদ খেত সেদিন তার কোনও তালজ্ঞ্যান থাকতো না, এক লিটারের একটা ওল্ড মঙ্কের বোতল যে কীভাবে দুঘণ্টার মধ্য উড়ে যেতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করাও মুশকিল। মাছ ভাজা যেমনকার তেমনই পরে ছিল শুধু অল্প কিছু স্যালাড হয়তো খেয়েছিলেন। তবে মদ তার কাজ আরম্ভ করে দিয়েছিলো আর কিছুক্ষণের মধ্যই নিশিকান্ত প্রায় বেহুস হয়ে পরে। লালু তাঁর অভ্যস্ত হাতে বাবু কে তুলে ঘরে নিয়ে যাবার সময় শুনতে পায় সেই পুরনো কথাগুলো , বহুবছর পরে । বেহুস নিশিকান্ত বিড়বিড় করে বলে যাচ্ছিলো তাঁর জড়ানো স্বরে '' ইট মারলে পাটকেল, পাটকেল মারলে দানা '' । একটা আতঙ্কের স্রোত লালুর শিরদাঁড়া দিয়ে নেমে গেছিলো, বহু বছর পরে মালিকের মুখে এই কথাগুলে শুনে। তাঁর আশঙ্কা হচ্ছিলো যে আবার হয়তো তাঁর মালিকের জীবনে একটা ঝড় আসতে চলেছে, ভয়ংকর একটা ঝড় !
লালু এইরকম বহু রাত তার মালিকের সঙ্গে কাটিয়েছে তাই সে জানতো এর পর কি করতে হবে। পরেরদিন সকালে ঘুম থেকে উঠেই নিশিকান্ত বুঝতে পারে যে কাল রাতে ওই ভাবে মদ খাওয়াটা তার ঠিক হয়নি, তার মাথাটা যেন যন্ত্রনায় ফেটে যাচ্ছিলো। লালু বলে হাঁক দিতেই লালু হাতে লেবু জলের একটা গ্লাস নিয়ে হাজির হয়। লেবু জলের ক্ষমতা অসীম হ্যাংওভার কাটানোর জন্য সেটা নিশিকান্ত তার অতীত অভিজ্ঞতাতেই ভালো করে জানতো। সবে আরেকটু ঘুমোবার তাল খুজছিল তখনই নিশিকান্তের মোবাইলটা যেন তার বিশ্রামের ব্যাঘাত ঘটানোর জন্যই যেন কর্কশ শব্দে বেজে উঠে, নিশিকান্ত বিরক্ত হয়েই এবার ফোনটা কাটতে যায় তবে স্ক্রিনে সহায় সাহেবের নম্বর দেখে আর কাটে না, কিন্তু ফোনটা ধরেও না। ফোনটা বেজে বেজে শেষে কেটে যায়, এরপরে আরও বার তিনেক ফোন আসে কিন্তু একই অবস্থা হয়।
নিশিকান্ত সবে ফোনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ঘুমের দেশে তলিয়ে যাচ্ছিলো, তখনই তার কোয়াটারের সামনে একটা গাড়ী থামার আওয়াজ পায় আর সে কিছু বোঝার আগেই তার বেডরুমে দুজন ঢুকে আসে। তাদের একজন যে সহায় সাহেব হবে সেটা বোঝার মত বুদ্ধি আর অভিজ্ঞতা নিশিকান্ত তার তিপান্ন বছরের জীবনে পেয়েই গেছিলো ,তবে সহায় সাহেবের সঙ্গে যে ঢুকল তাকে দেখে নিশিকান্তের নেশা একটু হলেও কেটে গেল। কালকে বোঝা যায়নি বা বিপর্যস্ত মানসিক অবস্থায় নিশিকান্ত দেখেনি, আজকে শালিনী শর্মাকে দেখে নিশিকান্ত বুঝলো যে মেয়েটার মধ্য একটা যৌবনের জোয়ার আছে আর সেই জোয়ারে নিশিকান্তের মত বুড়ো সহজেই ভেসে যাবে। শালিনীর পোশাক দেখলে কেউই বলবে না সে একটা আই.বির অফিসার। শালিনীর পরনে ছিল একটা হাল্কা নিল রঙের টাইট ফিটিং জিন্স আর একটা সাদা টীশার্ট, টিশার্টের ভেতর থেকেই শালিনীর উন্নত যৌবনের উপস্থিতি স্পষ্টই বোঝা যাচ্ছিলো। নিশিকান্ত বিছানায় শোয়া অবস্থাতেই একবার জিন্সের উপর থেকেই শালিনীর পাছার ওপর চোখ বুলিয়েই তার অভিজ্ঞ চোখে বুঝতে পারে যে এই মেয়ে বিছানায় যে কোন বড় মরদকেও ঘামিয়ে ছাড়বে।
বিছানার দৃশ্য কল্পনা করতেই নিশিকান্তের খোকাবাবু জেগে উঠে আর নিশিকান্ত একটু অস্বস্তিতে পরে যায় কারন তার পায়ের কাছেই সহায় সাহেব আর শালিনী দাড়িয়ে ছিল, নিশিকান্ত এইবার সহায় সাহেব কে উদ্দস্য করে বলে '' সার আপনারা একটু বসুন, আমি এখনি রেডি হয়ে আসছি''
বলেই এইবার ''লালু'' ''লালু'' করে হাঁকাতে থাকে।
লালু দৌড়ে এলে তাকে নির্দেশ দেয় সহায় সাহেব আর শালিনীকে বাইরের রুমে বসাতে।
নিশিকান্ত রুম থেকে বের হওয়ার সময় একবার শালিনী তার দিকে তাকালো, সেই দৃষ্টি্তে যেন নিশিকান্তের অস্বস্তির কারন স্পষ্ট ধরা পরে গেছিলো। তবে শালিনীর দৃষ্টিতে একটা নিঃশব্দ উপেক্ষা আর অহংকার ছিল যা নিশিকান্তের খোকাবাবু কে আবার ঘুম পারিয়ে দিল! নিশিকান্ত তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে গিয়ে দেখে যে খুব একটা সিরিয়াস কোনও কিছুর আলোচনা হচ্ছে সহায় সাহেব আর শালিনীর মধ্য। তার উপস্থিতিও যেন সেই আলোচনার গম্ভীরতা কমাতে ব্যর্থ হলো, লালুর দিয়ে যাওয়া চা কাপেই পড়েছিলো আর ঠাণ্ডা হচ্ছিলো। নিশিকান্ত সোফাতে বসে একমনে তাদের আলোচনা শুনতে থাকে, একটু শুনেই সে বুঝে যায় যে আলোচনাটা সেই রহস্যময় কেস নিয়েই হচ্ছে। সহায় সাহেব এতক্ষণে নিশিকান্তকে খেয়াল করেন আর বলে উঠেন '' তুমি কি এখনও বাচ্চাই থেকে গেলে নাকি নিশি?ফোন ধরছিলে না কেন ?''
নিশিকান্ত প্রথমে ভাবে যে জবাব দেবে না তবে মত পালটিয়ে সে এইবার ক্ষোভের সঙ্গে বলে উঠে ''কি হবে সার ফোন ধরে আমি তো অকর্মণ্য ,আর আমাকে আপনাদের কি দরকারে লাগবে?''
সহায় সাহেব এইবার বিরক্তির সুরে বলে '' আমি তোমাকে ফোন করেছিলাম যাতে তুমি শালিনীর সঙ্গে থেকে তাকে সাহায্য করো এই কেসটাতে ,তা না করে উল্টে তুমি রাগ করে বসে আছো!''
নিশিকান্ত এই কথা শুনে ফট করে বলে বসে ''আমার পক্ষে কারুর চামচা হয়ে কাজ করা পোষাবে না''।
সহায় সাহেব নিশিকান্তকে অনেকদিন ধরেই চিনতো তাই তিনি ভালো করেই জানতেন যে নিশিকান্তের মেজাজ একবার বিগড়ে গেলে তা ঠিক করা খুবই মুশকিল ব্যাপার, সহায় সাহেব এইবার কিছু বলতে যাওয়ার আগেই এতক্ষণ ধরে চুপ করে বসে থাকা শালিনী শর্মা বলে উঠেন ''আপনি কি আমাকে ভয় পাচ্ছেন নাকি নিশিকান্ত বাবু? নাহলে তো আপনার উচিত ছিল একসঙ্গে কাজ করে প্রমান করে দেওয়া যে কে বেশী বুদ্ধিমান অফিসার আপনি না একটা মহিলা? অবশ্য আপনাকে সবাই এই জেলা পুলিসের রাজা হিসাবেই জানে, যে কেস নাকি আপনি ধরেন সেটার শলভ হওয়া জাস্ট সময়ের অপেক্ষা। তাহলে আমার মত একটা মহিলাকে আপনার এত ভয়, হেরে যাবার ভয় নয়তো?'' বলে শালিনী শর্মা উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে যাচ্ছিলো । সোফায় বসে থাকা নিশিকান্ত ততক্ষণে উত্তেজনার চোটে উঠে দাঁড়িয়েছে আর গম্ভীর গলায় বলে উঠে '' দাঁড়ান আপনার জবাব নিয়ে তারপরে যাবেন। ঠিক আছে আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আমি প্রমান করে দেবো যে আমিই রাজা আর মহিলারা যে শুধু মাত্র রাজার রানী হয়েই থাকার যোগ্য, আর ওনারা যে সেটাই উপভোগ করেন আমি সেটাও অচিরেই প্রমান করবো''।
শালিনী ভাবতেও পারেনি যে ডি এস পি সহায় সাহেবের সামনে তার কোনও জুনিয়ার অফিসার এত স্পষ্ট ভাষায় তাকে ইঙ্গিতপূর্ণ ভাষায় এই কথা বলে দেবে ।
শালিনী বেশ ভালোই বোঝে যে নিশিকান্তের অহংএ লেগেছে তার কথাগুলো তাই নিশিকান্ত এতটা খেপে গেল। তবে তাদের দুজনের এই কথার লড়াইয়ে সহায় সাহেব বাইরে থেকেই মজা নিচ্ছিলো একদম নিশ্চিত ভাবে,কারন নিশিকান্তর সম্মানে লেগেছে আর সম্মানে যখন লেগেছে নিশিকান্ত তখন পাগলের মতই কাজ করবে যাতে তার সম্মান না হারায়। শালিনী শর্মা আর সহায় সাহেব যখন গাড়ীতে উঠছিলেন তখন শালিনীর টাইট জিন্স পড়া পাছাটা দেখে নিশিকান্ত দাঁতে দাঁত চেপে নিজের মনেই বলে ''শালী তোর গাঁড় যদি না মারতে পারি তো আমি বাপের ব্যাটাই নয় '' ।
সেদিন বিকেলেই নিশিকান্ত আবার কাজে জয়েন করে, থানাতে গিয়ে সে দেখে এই কদিনেই থানার খোলনলচে সব পাল্টে গেছিলো, গুদাম ঘরটাকে একটা নতুন রুমে পাল্টে দেওয়া হয়েছে আর সেই রুমের বাসিন্দা এখন নিশিকান্ত ঘোষ আর তাঁর সাজানো গোছানো অফিসের বস এখন শালিনী শর্মা। নিশিকান্ত থানাতে ঢুকেই সোজা তার ফাইলগুলো নিয়ে শালিনী শর্মার ঘরে ঢুকতে গেলে, দরজার বাইরে দাড়িয়ে থাকা একটা অচেনা মহিলা সেন্ট্রি তাকে আটকায় আর তেতো গলায় বলে উঠে '' যতক্ষণ না ভেতর থেকে অর্ডার আসছে আপনি ঢুকতে পারবেন না, এটা শর্মা সাহেবের অর্ডার''।
তাকে ঢুকতে না দেওয়াতে যতটা না অবাক হয়েছিলো নিশিকান্ত তার থেকেও বেশী অবাক হয় ''শর্মা সাহেব'' শুনে।
তবে নিশিকান্ত ভালো করেই নিজেকে চিনতো আর তাই সে জানতো যদি একবার তার গনগনে রাগ তার বুদ্ধির ওপরে নিজের ছায়া ফেলে দেয় তাহলে সে হয়তো কোনদিনও শালিনীকে হারাতে পারবে না , তাই সে চুপ করে বসে নিজের রুমে অপেক্ষা করতে থাকলো যে কখন তার ''শর্মা সাহেবের'' কেবিন থেকে ডাক আসবে। প্রায় ঘণ্টা খানেক অপেক্ষা করার পড়ে ''শর্মা সাহাব'' ডাকেন নিশিকান্তকে।
মাথার ভেতর ফুটতে থাকা রাগটাকে নিয়েই নিশিকান্ত শালিনী শর্মার অফিসে ঢোকে,শালিনী শর্মা তখন অত্যান্ত মনোযোগ দিয়ে একটা ফাইল পরছিলো। তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি খেলে বেরাছিল, ঘামে বোঝা মুখটাতে যেন একটা শান্তির আলো ছিল। নিজের থানাতে, নিজের সাজানো কেবিনে একজন মহিলা পায়ের ওপর পা তুলে বসে , তারই কেস ফাইল স্টাডি করছিল। এটা সহ্য করা নিশিকান্ত ঘোষের মত অফিসারের জন্য কতটা কঠিন, যারা তাঁকে চেনে তাঁর বেশ বুঝতে পারতো। কিন্তু নিশিকান্ত বেশ জানে মিজের পুলিশি জীবনের অভিজ্ঞতা দিয়ে '' যে টেকে, সেই জেতে '' । নিশিকান্ত রুমে ঢুকে চুপচাপ শালিনীর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল । শালিনী এইবার একটু গলা খাঁকারি দিয়ে বলে '' নিশিকান্ত বাবু আপনি আমার সঙ্গে কাজ করবেন বলে যখন ঠিকই করে নিয়েছেন তাহলে আজ থেকে আমার কথা মতোই চলতেও হবে, আপনি সেটার জন্যও মানসিক ভাবে প্রস্তুত তো?''
নিশিকান্ত জানতোই যে শালিনী নানা ভাবে তাকে উত্যক্ত করতে চেষ্টা করবে যাতে সে রেগে গিয়ে নিজের উপর থেকে নিয়ন্ত্রন হারায় আর কেসটা থেকে নিজেকে সরিয়ে নেয়। সে ভালো করেই জানতো যে তাকে যেমন ভাবেই হোক এইবার টিকে থাকতেই হবে না হলে তার মানসম্মান সবই শেষ হয়ে যাবে শালিনীর কাছে, তাই নিশিকান্ত শালিনীর প্রশ্নের জবাবে কঠিন মুখেই বললো '' আমি পুরুষমানুষ আর সত্যিকারের পুরুষমানুষরা কক্ষনো পালায় না, আর যদি আপনার সন্দেহ থাকে তবে একদিন না একদিন আমি ঠিকই আপনাকে প্রমান করে দেবো যে আমি পুরুষ আর ঠিক কতটা দমদার পুরুষ ''
বলে নিশিকান্ত শালিনীর অপমানে লাল হয়ে যাওয়া মুখটা দেখে উঠতেই যাচ্ছিলো কিন্তু শালিনী শর্মা তার গুরুগম্ভীর গলাতে বলে '' কোথায় যাচ্ছেন ? আপনি কি এইখানে কেস ডিসকাস করতে এসেছেন না আপনার পুরুষত্বের কাহিনি বলতে এসেছেন?'' মনের হাসি চেপে নিশিকান্ত বেশ বোঝে যে তাঁর ইঙ্গিতপূর্ণ কথাটা শালিনী শর্মার ভালো করেই বোধগম্য হয়েছে আর এইবার এতক্ষণ ধরিয়ে বসিয়ে রাখার রাগের জ্বালাটা যেন নিশিকান্তের একটু হলেও মেটে। তবে নিশিকান্ত পুরনো শিকারিম তাই সে শিকারের নিয়ম বেশ জানতো। ধৈর্য যার আছে সেই দিনের শেষে শিকারি, আর বাকিরা হয়ে যায় শিকার।
শালিনির রাগ দেখে নিশিকান্ত নিজের মনেই একটা আত্মপ্রসাদের হাসি হেসে তার হাতের ফাইলটা শালিনী শর্মার সামনে খুলে ধরে। চারটে রহস্যময় মৃত্যুরই সব ডিটেলস নিশিকান্ত তার ফাইলে তুলে রেখেছিলো, শালিনী যতই নিশিকান্তকে অপছন্দ করুক তবে মনে মনে এটা অন্তত স্বীকার করে নিয়েছিলো যে নিশিকান্তের কাজের হাত খুব পরিষ্কার আর গোছানো। শালিনী একমনে নিশিকান্তের রিপোর্টগুলো পড়ে যাচ্ছিলো আর নিশিকান্ত তার উল্টো দিকের চেয়ারে বসে মনে মনে শালিনীর ঢোলা ছাই কালারের জামার ওপর থেকেই তার ফিগারের মাপ নেবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলো।
শালিনীর এই রুমে হাওয়া খুব একটা চলাচল এমনিতেই করে না তার ওপর শালিনীর ঘাম একটু বেশীই হয়, তাই শালিনীর সাদা জামার বগলটা অনেকটা ভিজে গেছিলো।
ফাইল পড়তে পড়তে তন্ময় হয়ে গেছিলো শালিনী তাই সে নিজের অবস্থার খেয়াল খুব একটা করেনি, ফাইলের পাতা ওলটাতে যতবারই শালিনী তার হাত তুলছিল নিশিকান্ত তার জামার ওপর থেকে ভেজা বগল দেখে নিজের মনেই জিভ চাটছিল। নিশিকান্ত এমনিতেই খুব কামুক পুরুষ তার ওপর এই কেসটার চক্করে নারীদেহের স্বাদ হতেও অনেকদিন বঞ্চিত, তারওপর শালিনীর মত একটা আগুনে মেয়ে! নিশিকান্তের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে উঠছিল। নিশিকান্ত নিজেই এবার নিজের ওপর সন্ধিহান হয়ে উঠছিলো যে সে শেষমেষ নিজেকে সামলাতে পারবে তো ?
ধৃতরাষ্ট্র - দা বস !