17-06-2021, 01:55 AM
(08-05-2021, 12:05 PM)Baban Wrote: কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে....
কখনও আমরা প্রকৃত ভালোবাসা চিনতে ভুল করি, আবার চিনেও সেই ভালোবাসার মূল্য দিইনা. মিথ্যে সুখের পেছনে ছুটি. পূজারিণীর জীবনেও এমনিই একটা সময় এসেছিলো কিন্তু খেলাঘর ভেঙে গেলেও যে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ আজও তার অপেক্ষায় এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড়ো প্রাপ্তি. আর খেলাঘর নয়, এবারে সংসার.....❤
কিছু সমাপ্তি চরিত্রদের হাতেই ছেড়ে দেওয়া উচিত... পাঠক নাহয় পুরোটা নাই বা জানলাম.
অসাধারণ লেখা. এমন লেখা আরও আসুক.
সত্যিই তো কি আশায় বাঁধছি খেলাঘর! আসলে আমরা সবাই ব্যস্ত রোজনামচায় মরীচিকার পিছু নিতে, পূজারিণী হয়তো একসময় বুঝতে পেরেছে। এটুকু আশা রাখা যেতেই পারে যে সকল পথিকবর জীবন-মরুতে হারিয়ে গিয়েছে তারা সকলেই দিশে ফিরে পাক। ঠিকই বলেছেন কিছু সমাপ্তি শুধু চরিত্রদের জন্যই রাখা থাকুক।
লেখাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশী হলাম, চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো কিছু উপস্থাপন করবার।