16-06-2021, 08:33 PM
(16-06-2021, 07:52 PM)Khiladi007 Wrote: আপনারা আমার উপর এখনো ভরসা করছেন দেখে আমার এক অদ্ভুদ অনুভূতি হচ্ছে। খুব ইচ্ছে করছে এই আস্থার প্রতিদান দিতে। কিন্তু শুধুমাত্র নিজের থ্রেড বলেই, এতদিন ধরে একটা অক্ষরও না লিখেও আগ্রহে এগিয়ে আসা একজনকে না দিয়ে নিজে লিখতে যাওয়াটাও অন্যায় মনে হচ্ছে।
আমাকে কিঞ্চিৎ ভাবার সময় দিন, যদি কলম - কল্পনা কাজ করে এবং সময় বের করতে পারি তাহলে জানাব।
আপনি সময় নিন। তবে শেষ করুন। পাশে আছি।
লাইক রেপু দিই নি। ভেবেছিলাম আপনি আর লিখবেন না। এখন দিলাম লাইক রেপু রেটিং। লেখা পাবো এই আশায়।