15-06-2021, 10:25 AM
প্রথম ঝটকাটা কেটে যেতেই যে যার দিকে পা বাড়িয়েছি। আমাদের নামিয়ে দেয়া হয়েছিল অপরাধের স্বর্গরাজ্য কলম্বিয়ায়। কোনরকমে সপ্তাহখানেক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর পর ক্লান্তিতে যখন শরীর নুয়ে পড়ছে তখনই জেনের সাথে দেখা। কিশোরী ভৃত্যকে নিয়ে বাজার থেকে মাখন আর বীন কিনতে এসেছিল জেন। স্বর্ণকেশী ছিপছিপে তরুণীটিকে দেখেই পছন্দ হয়েছিল আমার। মেয়েটিরো হয়ত তেমনই অনূভুতি হয়েছিল। আমার ছেঁড়া ফাটা কাপড় আর ধূলিমলিন মুখ দেখেই অবস্থা আন্দাজ করে নিয়েছিল সে। মালটানা ঘোড়ার গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিয়েছে, আশ্রয় দিয়েছে।
দিন চারেক পর যখন আমি বেশ সুস্থ, তখন জেনের বাবা মিস্টার স্টিফানো আমার সাথে দেখা করলেন। আমার কাহিনী শুনে বেশ ব্যথিত হলেন তিনি। দুঃখ প্রকাশ করে তার সাথে কাজ করারো প্রস্তাব করলেন।
তখন সব দিক দিয়েই আমার যে অবস্থা তাতে নিজের গালে নিজে জুতা মারার মত কাজ করতেও আমি এক পায়ে খাড়া ছিলাম। তার উপর মি স্টিফানোর কথা অনুযায়ী থাকা খাওয়া তার বাসায়, তার পরেও যে পরিমাণ বেতন দেয়া হবে তাতে দেশে আমার পরিবার রাজার হালে থাকতে পারবে।
পরের দিন থেকেই কাজ শুরু করে দিলাম। কাজটা যে আসলে কি তা বুঝতে আমার সপ্তাখানেক লেগে গেল। পাহাড়ী সরু রাস্তা দিয়ে কোথা কোথা থেকে ফলের বাক্সের ভেতর করে ড্রাগ নিয়ে আসা হয় স্টিফানোর র*্যাঞ্চে।
এমনিতে এরকম কাজে রাজি হওয়ার কোন সম্ভাবনা না থাকলেও এরকম পরিস্থিতিতে এসব কাজো যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মত।
নিগ্রো কুলীদের মধ্যে একমাত্র শিক্ষিত বলে আমাকে দেয়া হল ড্রাগ চালানের হিসাব রাখার কাজ। সপ্তাহে দুদিন শেষরাতে আর দুদিন ভর দুপুরে চালান আসত। বাকি দিন গুলোতে অন্তরঙ্গ সময় কাটত জেনের সান্নিধ্যে।
বাদামী চামড়ার এশিয়ান পুরুষ নাকি ইউরোপীয় মেয়েদের পছন্দের তালিকায় অনেক নিচে। তবে জেন কিন্তু প্রথম থেকেই আমার প্রতি দুর্বলতা প্রকাশ করেছে।
দিন চারেক পর যখন আমি বেশ সুস্থ, তখন জেনের বাবা মিস্টার স্টিফানো আমার সাথে দেখা করলেন। আমার কাহিনী শুনে বেশ ব্যথিত হলেন তিনি। দুঃখ প্রকাশ করে তার সাথে কাজ করারো প্রস্তাব করলেন।
তখন সব দিক দিয়েই আমার যে অবস্থা তাতে নিজের গালে নিজে জুতা মারার মত কাজ করতেও আমি এক পায়ে খাড়া ছিলাম। তার উপর মি স্টিফানোর কথা অনুযায়ী থাকা খাওয়া তার বাসায়, তার পরেও যে পরিমাণ বেতন দেয়া হবে তাতে দেশে আমার পরিবার রাজার হালে থাকতে পারবে।
পরের দিন থেকেই কাজ শুরু করে দিলাম। কাজটা যে আসলে কি তা বুঝতে আমার সপ্তাখানেক লেগে গেল। পাহাড়ী সরু রাস্তা দিয়ে কোথা কোথা থেকে ফলের বাক্সের ভেতর করে ড্রাগ নিয়ে আসা হয় স্টিফানোর র*্যাঞ্চে।
এমনিতে এরকম কাজে রাজি হওয়ার কোন সম্ভাবনা না থাকলেও এরকম পরিস্থিতিতে এসব কাজো যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মত।
নিগ্রো কুলীদের মধ্যে একমাত্র শিক্ষিত বলে আমাকে দেয়া হল ড্রাগ চালানের হিসাব রাখার কাজ। সপ্তাহে দুদিন শেষরাতে আর দুদিন ভর দুপুরে চালান আসত। বাকি দিন গুলোতে অন্তরঙ্গ সময় কাটত জেনের সান্নিধ্যে।
বাদামী চামড়ার এশিয়ান পুরুষ নাকি ইউরোপীয় মেয়েদের পছন্দের তালিকায় অনেক নিচে। তবে জেন কিন্তু প্রথম থেকেই আমার প্রতি দুর্বলতা প্রকাশ করেছে।