15-06-2021, 10:21 AM
গহীনের পথে by wapriddle
Collected from Xossip web archive
১।।
আধ শুকনো পাতাগুলো গোল অগ্নিকুন্ডে চড়চড় শব্দে পুড়ছে। তেজপাতার মত অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে ইউক্যালিপটাসের লম্বা পাতাগুলো পুড়তে পুড়তে। মোহনীয় গন্ধটা অনেকটা জেনের কামার্ত গোপনাঙ্গের গন্ধের মত।
মাথা থেকে ময়লা হ্যাটটা খুলে রুক্ষ চুলগুলো ঘাড়ের উপর এলিয়ে দিলাম। রাইফেলটা কাঁধে ফেলে ক্ষয়ে যাওয়া হাতল ধরে জেনের কথা ভাবছিলাম।
নিজের দেশে রাজার হালে থাকলেও বাঙালির স্বভাব হল বিদেশ বিভূঁইয়ে গিয়ে থালা বাসন মাজা। দেশে এসব কাজের কথা শুনলেও যারা নাক সিঁটকায়, তারাও সাদা চামড়ার দেশে এসব অড জব অনায়াসে করছে।
আমিও তেমনি এক দেশত্যাগী প্রবাসী। পড়ালেখা খারাপ করিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ভাল চাকরির লোভে বেশ কিছু টাকা খরচ করে দেশ ছেড়েছি। যথারীতি আদম ব্যবসায়ীর পাল্লায় পড়ে ভাল চাকরীর আশা বালের দুরাশায় পরিণত হয়েছে। বিমান থেকে এমন এক জায়গায় নামিয়ে দেয়া হয়েছে - যা পেরু, বলিভিয়া নাকি ইকুয়েডরে তা বুঝতেই আমাদের ঘন্টাখানেক লেগেছে। প্রতারিত হবার ব্যাপারটা বুঝতে পারার পর সঙ্গীদের অনেকেই ইমিগ্রেশনে বসে হাউমাউ করে কাঁদছিল।
Collected from Xossip web archive
১।।
আধ শুকনো পাতাগুলো গোল অগ্নিকুন্ডে চড়চড় শব্দে পুড়ছে। তেজপাতার মত অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে ইউক্যালিপটাসের লম্বা পাতাগুলো পুড়তে পুড়তে। মোহনীয় গন্ধটা অনেকটা জেনের কামার্ত গোপনাঙ্গের গন্ধের মত।
মাথা থেকে ময়লা হ্যাটটা খুলে রুক্ষ চুলগুলো ঘাড়ের উপর এলিয়ে দিলাম। রাইফেলটা কাঁধে ফেলে ক্ষয়ে যাওয়া হাতল ধরে জেনের কথা ভাবছিলাম।
নিজের দেশে রাজার হালে থাকলেও বাঙালির স্বভাব হল বিদেশ বিভূঁইয়ে গিয়ে থালা বাসন মাজা। দেশে এসব কাজের কথা শুনলেও যারা নাক সিঁটকায়, তারাও সাদা চামড়ার দেশে এসব অড জব অনায়াসে করছে।
আমিও তেমনি এক দেশত্যাগী প্রবাসী। পড়ালেখা খারাপ করিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ভাল চাকরির লোভে বেশ কিছু টাকা খরচ করে দেশ ছেড়েছি। যথারীতি আদম ব্যবসায়ীর পাল্লায় পড়ে ভাল চাকরীর আশা বালের দুরাশায় পরিণত হয়েছে। বিমান থেকে এমন এক জায়গায় নামিয়ে দেয়া হয়েছে - যা পেরু, বলিভিয়া নাকি ইকুয়েডরে তা বুঝতেই আমাদের ঘন্টাখানেক লেগেছে। প্রতারিত হবার ব্যাপারটা বুঝতে পারার পর সঙ্গীদের অনেকেই ইমিগ্রেশনে বসে হাউমাউ করে কাঁদছিল।