14-06-2021, 08:57 PM
(14-06-2021, 08:31 PM)dada_of_india Wrote: অসাধরন একটা লেখা আবার ফিরে পেতে চলেছি ! ......... অপেখ্যার প্রহরে !
আগের ফোরামে আমার যে সব বন্ধুরা ছিলেন, তাঁদের সাপোর্ট, ভালোবাসার জোরেই ওই সাইটে বেশ কিছু লেখা লিখেছিলাম, আর গুণগত মান সেরকম না হলেও সবাই ভালোবাসাও দিয়েছিলেন অফুরন। এই ফোরামে জয়েন করেও ঠিক সাহস পাচ্ছিলাম না লেখা পোস্ট করার, কিন্তু দেখলাম ভুলটা একদম অমূলক ছিল। সবাই অল্প কদিনে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দিয়েছেন আমায়, তাই ভাবছি অনেকদিন তো দূরে সরে ছিলাম আবার না হয় লিখি নতুন কিছু ! মিকি মাউস শেষ হলে আসছে নতুন থ্রিলার । সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন ।
ধৃতরাষ্ট্র - দা বস !