14-06-2021, 08:35 PM
উদয়পুরে এক রাত।
সন 1995, আমি তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। আমার “পরী” তখন আমার জীবনে আসেনি। আমার একা একা ঘুরে বেড়াতে বেশি ভালো লাগে, তাই সেই বছর পুজোর ছুটিতে বাবা মাকে বলে রাজস্থান বেড়াতে বেড়িয়ে পরি। দিল্লী আর জয়পুরে পুজো কাটিয়ে, দশমীর রাতে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ইন্ডিয়ান এয়ারলাইন্সের গভীর রাতের ফ্লাইট, দিল্লী থেকে হপিং ফ্লাইট আসতে দেরি করার জন্য, উদয়পুরের ফ্লাইট আরও দেরি হয়ে যায়। যখন প্লেন উদয়পুর পৌঁছায় তখন ঘড়িতে বাজে রাত এগারোটা। শরতের ঋতু, হাওয়ায় বেশ মিষ্টি ঠাণ্ডা আমেজ, ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য প্রকৃত সময়। প্লেনে বেশ কয়েকজন নব বিবাহিত দম্পতি দেখলাম, পাশা পাশি বসে একে ওপরে সাথে প্রেমের খেলা খেলে চলেছে। উদয়পুরের এয়ারপোর্ট, শহর থেকে বেশ দুরে, যাতায়াতের জন্য একমাত্র সাধন ট্যাক্সি। তাই একটা ট্যাক্সি নিয়ে বেড়িয়ে পড়লাম। ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভায়া মদ কোথায় পাওয়া যাবে? ড্রাইভার শহরে ঢুকে আমাকে একটা দোকানে নিয়ে গেল আর আমি এক বোতল হুইস্কি কিনে নিলাম। রাতে ডিনারের পরে একা বসে একটু মদ্যপান করা যাবে। বেশ কয়েকটা হোটেল ঘুরে, উদয়পুর ফোরটের ঠিক পেছনে একটা বড় হোটেলে জায়গা পেলাম। একা এক ছেলেকে দেখে ম্যানেজার একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, আমি হেসে বললাম, ভায়া বাঙালি ভ্রমন পাগল জাতি, একা হোক দোকা হোক, ভ্রমণের ইচ্ছে মাথায় চাগা দিলে, না বেড়িয়ে পরা পর্যন্ত শান্ত হয় না।
হোটেল ঠিক ইংরাজি “L” আকারের, আমার রুম ছিল তিনতলায়। রুমের সামনে খোলা বারান্দা, সেটাও “এল” আকারের এবং বেশ বড়। সেই বারান্দায় অনেক গুলো চেয়ার রাখা, সব চেয়ার ফোরটের দিকে মুখ করা। সামনে ফোরট, তারপরে একটা বড় ঝিল, সেই ঝিলের তীরেই আমাদের হোটেল। ডিনার সারার পরে, বয়কে বলে সোডা আর গ্লাস আনিয়ে নিলাম। রুমের চেয়ে ওই বড় বারান্দায় রাতে বসে মদ খাওয়ার মজাই আলাদা। মাথার ওপরে কালো আকাশ, সেদিন দশমী তাই সারা উদয়পুর ফোরট আলোয় আলোকিত, ঝিলে সেই আলোর প্রতিফলন চকমক করছে। আমি রুমের দরজা গুলোর দিকে একবার তাকালাম, বেশির ভাগ দরজায় তালা মারা, মানে কেউ নেই। বেশ কয়েকটা দরজায় তালা নেই, বোঝা গেল যে ওই রুম গুলোতে মানুষ আছে। আমি অন্ধকার এক কোনায় একটা চেয়ার নিয়ে বসে পড়লাম মদ্য সেবন করতে। ইচ্ছে করেই অন্ধকারে বসেছিলাম যাতে হটাত যদি কেউ বেড়িয়ে আসে তাহলে যেন আমাকে দেখতে না পায়। সামনের ঝিল থেকে ঠাণ্ডা হাওয়া বয়ে আসছে, বাতাসে একটা ঠাণ্ডার আমেজ ছড়িয়ে। প্রেমের এক মনোরম পরিবেশ। একটা গ্লাসে হুইস্কি ঢেলে বেশ আয়েশ করে একটা চুমুক দিলাম। প্রানটা যেন জুরিয়ে গেল, বাড়িতে থাকলে হুইস্কি খাওয়া যেত না, শুধু একটা ... যাক তার উপায় যখন একেবারে নেই তাহলে তার কথা চিন্তা করে লাভ নেই। আমি চুপচাপ নিজের হুইস্কি সেবনে মনোনিবেশ করলাম।
সন 1995, আমি তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। আমার “পরী” তখন আমার জীবনে আসেনি। আমার একা একা ঘুরে বেড়াতে বেশি ভালো লাগে, তাই সেই বছর পুজোর ছুটিতে বাবা মাকে বলে রাজস্থান বেড়াতে বেড়িয়ে পরি। দিল্লী আর জয়পুরে পুজো কাটিয়ে, দশমীর রাতে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ইন্ডিয়ান এয়ারলাইন্সের গভীর রাতের ফ্লাইট, দিল্লী থেকে হপিং ফ্লাইট আসতে দেরি করার জন্য, উদয়পুরের ফ্লাইট আরও দেরি হয়ে যায়। যখন প্লেন উদয়পুর পৌঁছায় তখন ঘড়িতে বাজে রাত এগারোটা। শরতের ঋতু, হাওয়ায় বেশ মিষ্টি ঠাণ্ডা আমেজ, ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য প্রকৃত সময়। প্লেনে বেশ কয়েকজন নব বিবাহিত দম্পতি দেখলাম, পাশা পাশি বসে একে ওপরে সাথে প্রেমের খেলা খেলে চলেছে। উদয়পুরের এয়ারপোর্ট, শহর থেকে বেশ দুরে, যাতায়াতের জন্য একমাত্র সাধন ট্যাক্সি। তাই একটা ট্যাক্সি নিয়ে বেড়িয়ে পড়লাম। ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভায়া মদ কোথায় পাওয়া যাবে? ড্রাইভার শহরে ঢুকে আমাকে একটা দোকানে নিয়ে গেল আর আমি এক বোতল হুইস্কি কিনে নিলাম। রাতে ডিনারের পরে একা বসে একটু মদ্যপান করা যাবে। বেশ কয়েকটা হোটেল ঘুরে, উদয়পুর ফোরটের ঠিক পেছনে একটা বড় হোটেলে জায়গা পেলাম। একা এক ছেলেকে দেখে ম্যানেজার একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, আমি হেসে বললাম, ভায়া বাঙালি ভ্রমন পাগল জাতি, একা হোক দোকা হোক, ভ্রমণের ইচ্ছে মাথায় চাগা দিলে, না বেড়িয়ে পরা পর্যন্ত শান্ত হয় না।
হোটেল ঠিক ইংরাজি “L” আকারের, আমার রুম ছিল তিনতলায়। রুমের সামনে খোলা বারান্দা, সেটাও “এল” আকারের এবং বেশ বড়। সেই বারান্দায় অনেক গুলো চেয়ার রাখা, সব চেয়ার ফোরটের দিকে মুখ করা। সামনে ফোরট, তারপরে একটা বড় ঝিল, সেই ঝিলের তীরেই আমাদের হোটেল। ডিনার সারার পরে, বয়কে বলে সোডা আর গ্লাস আনিয়ে নিলাম। রুমের চেয়ে ওই বড় বারান্দায় রাতে বসে মদ খাওয়ার মজাই আলাদা। মাথার ওপরে কালো আকাশ, সেদিন দশমী তাই সারা উদয়পুর ফোরট আলোয় আলোকিত, ঝিলে সেই আলোর প্রতিফলন চকমক করছে। আমি রুমের দরজা গুলোর দিকে একবার তাকালাম, বেশির ভাগ দরজায় তালা মারা, মানে কেউ নেই। বেশ কয়েকটা দরজায় তালা নেই, বোঝা গেল যে ওই রুম গুলোতে মানুষ আছে। আমি অন্ধকার এক কোনায় একটা চেয়ার নিয়ে বসে পড়লাম মদ্য সেবন করতে। ইচ্ছে করেই অন্ধকারে বসেছিলাম যাতে হটাত যদি কেউ বেড়িয়ে আসে তাহলে যেন আমাকে দেখতে না পায়। সামনের ঝিল থেকে ঠাণ্ডা হাওয়া বয়ে আসছে, বাতাসে একটা ঠাণ্ডার আমেজ ছড়িয়ে। প্রেমের এক মনোরম পরিবেশ। একটা গ্লাসে হুইস্কি ঢেলে বেশ আয়েশ করে একটা চুমুক দিলাম। প্রানটা যেন জুরিয়ে গেল, বাড়িতে থাকলে হুইস্কি খাওয়া যেত না, শুধু একটা ... যাক তার উপায় যখন একেবারে নেই তাহলে তার কথা চিন্তা করে লাভ নেই। আমি চুপচাপ নিজের হুইস্কি সেবনে মনোনিবেশ করলাম।