14-06-2021, 08:01 AM
(13-06-2021, 11:27 PM)a-man Wrote: শেষ হল গল্প, হল একটা সুন্দর সমাপ্তিও.
ববিতার চরিত্রে এক ভালোবাসার কাঙাল নারী ফুটে উঠেছে, আর আখতার নিজের সিদ্ধান্তের দোলাচলে দুললেও সে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে ববিতাকে এবং সন্তানের পিতৃত্বের ব্যাপারেও সে রাজি! তো দাদা এর বেশি আর কি বলবো? আগের সব কমেন্টেই তো এই গল্পের ব্যাপারে আমার মতামত জানিয়ে দিয়েছি আর আরেকটা ব্যাপার হল দাদা যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছেনা যে এটা আপনার প্রথম লেখা! মনে হচ্ছে যে আপনি মনে ছদ্মবেশে আরো লিখেছেন কোথাও না কোথাও.
প্রথম হোক আর নাই বা হোক, পাঠক অবশ্যই আপনার পরবর্তী কোনো লেখার জন্যে অধীর অপেক্ষায় বসে আছে সেটা মনে হয় আপনার আর অজানা থাকার কথা নয়.
আর গল্পের শেষে সাসপেন্সও রেখে দিলেন একটা!!
খুব ভালো বলেছেন। চরিত্র গুলো আমার মাথায় যেমন এসছে আমি তাদের কে তেমন বানিয়েছি।
আর দাদা এটাই আমার প্রথম সমাপ্ত উপন্যাস। গল্প আগে লিখলেও সেগুলো অপ্রকাশিত অসমাপ্ত। তাই বলবো এটাই আমার প্রথম লেখা।
পাঠক কোথায় আমার? যারা পড়ে যেমন আপনি cuck son da , bumba da , baban da এরা এখন আমার বন্ধু। তাই পাঠক রইলো এক দুই জন। তাই লিখতে মন চাইছে না। ছুটি টা একটু বেশি লম্বা হবে মনে হচ্ছে।
সাসপেন্স তো রাখবোই। গল্প তো এখনও শেষ হয়নি।