14-06-2021, 06:03 AM
এসব ভাবতে ভাবতে আমার মনে একটা খেয়াল এলো , আমার বয়সি কোন ছেলের মনে এমন খেয়াল আসা স্বাভাবিক কিনা আমি জানি না, তবে এসেছে । ঠিক খেয়াল বলা যাবে না অনেকটা থিওরির মতো । আমার রাগের উৎস আসলে আমার ইগো । রাজু কিনে দিয়েছে , আমি দিতে পারিনি , বা আমার মাথায় আসেনি এটা আমি মেনে নিতে পারিনি । এই ইগো আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি । খুব খারাপ জিনিস এটা । যেটা আমার চিন্তায় ও আসেনি , সেটা আর একজন করেছে সেটা আমি সহ্য করতে পারছি না ।বেশিরভাগ পুরুষ মানুষ এমনি হয় , এরা নিজেদের কাছের নারীদের নিজেদের সম্পদ মনে করে । মনে করে আমি যা দেবো তাতেই সন্তুষ্ট থাকতে হবে। মনে মনে আমি লজ্জিত হলাম ।
আমি বেশ কয়েকবার এটা feel করেছি। নিজেকে ছোট মনে হয় বড্ড। ভাবিনি আপনি এই সূক্ষ্ম Psychology টা গল্পের মধ্যে দেখবেন। Hats off
আমি বেশ কয়েকবার এটা feel করেছি। নিজেকে ছোট মনে হয় বড্ড। ভাবিনি আপনি এই সূক্ষ্ম Psychology টা গল্পের মধ্যে দেখবেন। Hats off