13-06-2021, 10:41 PM
(This post was last modified: 13-06-2021, 10:41 PM by Bichitro. Edited 1 time in total. Edited 1 time in total.)
(13-06-2021, 10:32 PM)Baban Wrote: এই লেখক বলে কিনা আমি ঠিক করে লিখতেই পারিনা.......!!
এটাকে যদি অসাধারণ না বলে তবে অসাধারণ কি? শুরুতে ব্যাপারটা তাড়াতাড়ি হলেও যত গল্প এগিয়েছে ততো গল্পের মান বৃদ্ধি পেয়েছে. আর এই শেষ পর্ব নিয়ে কি বলবো......
প্রতিটা চরিত্র, তাদের পরিস্থিতি তাদের অনুভূতি তাদের উপলব্ধি সব ওই মগনলালের কথায় - নাজুক.. নাজুক. !!
আবার মার্ভেলের মতো পোস্টক্রেডিট সিন্ও আছে!! Kya baat!!
আর এইসব বলে লজ্জা দেবেন না। গল্পের মান বেড়েছে কিনা জানি না তবে আমার নাম বেড়েছে খুব।
এ শরবতে বিষ নাই কিন্তু আখতারকে ভবিষ্যতে হয়তো বিষ পান করতে হবে।
আর আমি তো মার্ভেলের ভক্ত। তাই ওইরকম কিছু দেওয়ার কথা মাথায় এসছিল। কি মনে হলো পোস্টক্রেডিট লেখাটা পড়ে? কাকে নিয়ে গল্প হবে এবার?