13-06-2021, 10:35 PM
(13-06-2021, 10:08 PM)Bumba_1 Wrote:চোখের মধ্যে শঙ্খচিল আর তুমি,নিখোঁজ হলে ফিরিয়ে এনো আমায় ।তোমার রাজ্যে অতিথি হয়ে আমি,কাঁদাবো হয়তো আবার আমি তোমায় ।
গঞ্জপুরে গ্রামের বাড়ি যাওয়ার পর আখতার এর মনের মধ্যের দোলাচল দারুণ ভাবে ফুটিয়ে তুলেছো। আর ববিতার চরিত্রবিন্যাস তো এক কথায় অসাধারণ।
একদম ঠিক সময় ঠিক জায়গায় সমাপ্ত হয়েছে কাহিনীটি। অনেক দিন মনে থাকবে গল্পটা।
বরাবরের মতোই লাইক এবং রেপু দিলাম ..
কবিতা টা কার লেখা?
আর ববিতার এই চরিত্র সৃষ্টি করতে গিয়ে হয়তো আমি নিজেরই সৃষ্টির প্রেমে পড়ছিলাম।
অনেক দিন মনে থাকবে কথাটা শুনে দিল গার্ডেন গার্ডেন হো গেয়া।