12-06-2021, 11:35 AM
আজ আসছে ''স্বস্তিকার অস্বস্তি '' গল্পের চতুর্থ পার্ট " গোলাপি ফুটোর রহস্য '' । যে ফুটোর টানে সুপারস্টার জিৎ থেকে পরিচালক সৃজিত সবাই ভাদ্র মাসের পাগলা কুত্তা হয়ে উঠেছিল, সেই ফুটোর গভীরতা কি আজ যাকাভের মত সদ্য কিশোর খুঁজে পাবে ? জানার জন্য সঙ্গে থাকুন। আর হ্যাঁ অবশ্যই টিস্যু হাতে নিয়ে আসবেন পাঠক / পাঠিকা বন্ধুরা। তাই আজ বৃষ্টি ভেজা রাতে আসছে স্বস্তিকার গোলাপি ফুটোর রহস্য। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধৃতরাষ্ট্র - দা বস !