12-06-2021, 01:08 AM
(11-06-2021, 12:44 PM)bourses Wrote: আমার মনে হয় ভালোবাসা একটি অনুভূতি। যেই অনুভূতি মানুষকে ঈশ্বর লাভের আনন্দ দেয়ার সমতুল্য। তবে এই অনুভূতি খুব কম মানুষেরই হয়। কারণ বেশির ভাগ মানুষই দৈহিক ও মানসিক ভাবে চরম ভাবে পুলকিত হলে সেই অনুভূতিকেই ভালোবাসার নাম দিয়ে থাকেন। কিন্তু এ যে চরম বোকামি! আসলে ভালোবাসা হলো সবকিছু বা বিশেষ কোন ব্যাক্তির মধ্যে নিজেকে অনুভব করা। যখন সবকিছুর মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায় তখন ধরে নিতে হবে যে ঈশ্বরের কাছে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া হয়ে গিয়েছে অথবা বলতে পারা যায় ঈশ্বরের কৃপা লাভ করা হয়ে গিয়েছে। যাকে সত্যিই ভালোবাসা যায় তার মধ্যে নিজেকে খুজে পাওয়া সম্ভব এবং তার সবকিছুই তখন নিজের মনে হয়। তখন সে আর সে থাকে না, হয়ে যায় আমি+তুমি=আমরা♥। তখন সবকিছু আমরা হয়ে যাবে এবং সেখানে এক যে অপূর্ব প্রশান্তি থাকবে তা কোনো ভাষার কোনো অক্ষর কিংবা শব্দ দ্বারা বোঝানেো সম্ভব নয়।
ভালোবাসা অন্ধ হতে পারে কিন্তু অপবিত্র হয় না। এ যে তারই আশীর্বাদ।
বিঃদ্রঃ - একটু জ্ঞান দিয়ে ফেললাম কি? হে হে...
নাহ,,,মোটেও না,,,একদম পারফেক্ট,,, খুব ভালো বলেছেন,,, ভালোবাসা তো এভাবেই হওয়া উচিত,,, সম্পূর্ণ একমত