11-06-2021, 03:58 PM
সারা সপ্তাহটা উত্তেজনা আর প্রতীক্ষায় কেটে গেলো। অয়নদার কথা আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছিল। অয়নদা ফাঁকা আওয়াজ দেওয়ার লোক যে না সেদিনের পর সেটা বুঝে গেছি। শুধু এটা বুঝলাম না কার সাথে হতে চলেছে। অয়নদার মা? কিন্তু সেটা তো হতে পারে না। কারণ হস্টেলের রুমে আমাকে আসতে বলা হয়েছে। সেখানে তো কাকিমা আসতে পারে না আর তাছাড়া অয়নদাই বলেছে কাকিমাকে তুলতে গেলে লেবার দিতে হবে। আর কে হতে পারে? তাহলে অয়নদা কি আমাকে নিয়ে সোনাগাছি যাওয়ার প্ল্যান করছে? শুক্রবার সকাল থেকে উত্তেজনায় প্রায় জ্বর এসে গেলো। অয়নদার কথামত রাত দশটার পরে গুটি গুটি পায়ে হস্টেলের থার্ড ফ্লোরে অয়নদার রুমে গিয়ে কড়া নাড়লাম।
অয়নদার গম্ভীর গলা পাওয়া গেলো?
– “কে?”
– “আমি ,শুভ “
– “দাঁড়া খুলছি।“
কিছুক্ষণ পড়ে দরজাটা একটু খুলে গেলো। অয়নদার মুখটা দরজার ফাঁক দিয়ে বের হলও। অয়নদা ঠোঁটে সিগেরেট টা চেপে গলাটা একটু নামিয়ে বলল।
– “ কুল থাকবি। ভেতরে আয় ”
ভেতরে ঢুকে দেখলাম ঘরটা একটু অন্ধকার অন্ধকার । টিউব লাইট নেভানো। শুধু একটা ষাঠ পাওয়ারের বালব জ্বলছে। ঘরের মাঝে দেখলাম ড্রয়িং স্ট্যান্ড দাঁড় করানো। হঠাৎ বিছানার দিকে তাকিয়ে আমি হতচকিত হলাম। বিছানার ওপর অবন্তিকাদি আধশোয়া হয়ে বসে। গায়ে একটা বেডশিট জড়ানো।
অবন্তিকাদি অয়নদাদের ইয়ারমেট। কলেজে অপু বলেই সবাই চেনে। আমরা বলি অপুদি। সারা কলেজে অপুদি বিখ্যাত গানের জন্য। কলেজ ফেস্টে অপুদির গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হয়ে যায়নি এমন কাওকে পাওয়া দুষ্কর।
লম্বাটের গড়নের অপুদির গায়ের রঙ শ্যামলা। কিন্তু নাক মুখ খুব শার্প। স্লিম ফিগার। একটু মোটা ফ্রেমের কালো চশমায় অপুদিকে অত্যন্ত ব্যাক্তিত্বময়ি লাগে।
অয়নদা আমাকে দেখিয়ে বলল
– ওর নাম শুভ। ফার্স্ট ইয়ারে ঢুকেছে। আঁকার হাত বেশ ভাল।
অপুদি আমাকে হাই বলে একটু হাসল। আমি ও প্রত্যুত্তরে হাই বলে হাসলাম।
অয়নদা বলল
– শুভকে কদিন একটু কাজ শেখাচ্ছি । ও থাকলে তোর অসুবিধে নেই তো।
অপুদি বলল
– না, না। ও থাক না। অসুবিধে কেন হবে। ও তো পুরো আমার ভাই পাপাই এর মত। খুব বাচ্চা মনে হচ্ছে। এখনো আর্ট কলেজের ছাপ পড়েনি।
অয়নদা হেসে বলল
– হ্যাঁ, একদম দুগ্ধপোষ্য শিশু।
আমি কপট রেগে অয়নদার দিকে চোখ পাকালাম।
অয়নদা বলল,
– শুভ তুই একটু বস। আমি একটা আঁকার মাঝে আছি।
ড্রয়িং বোর্ডে দেখলাম, পাতা জুড়ে পা আঁকা। বুঝলাম লেগ অ্যানাটমি চলছে।
অয়নদার গম্ভীর গলা পাওয়া গেলো?
– “কে?”
– “আমি ,শুভ “
– “দাঁড়া খুলছি।“
কিছুক্ষণ পড়ে দরজাটা একটু খুলে গেলো। অয়নদার মুখটা দরজার ফাঁক দিয়ে বের হলও। অয়নদা ঠোঁটে সিগেরেট টা চেপে গলাটা একটু নামিয়ে বলল।
– “ কুল থাকবি। ভেতরে আয় ”
ভেতরে ঢুকে দেখলাম ঘরটা একটু অন্ধকার অন্ধকার । টিউব লাইট নেভানো। শুধু একটা ষাঠ পাওয়ারের বালব জ্বলছে। ঘরের মাঝে দেখলাম ড্রয়িং স্ট্যান্ড দাঁড় করানো। হঠাৎ বিছানার দিকে তাকিয়ে আমি হতচকিত হলাম। বিছানার ওপর অবন্তিকাদি আধশোয়া হয়ে বসে। গায়ে একটা বেডশিট জড়ানো।
অবন্তিকাদি অয়নদাদের ইয়ারমেট। কলেজে অপু বলেই সবাই চেনে। আমরা বলি অপুদি। সারা কলেজে অপুদি বিখ্যাত গানের জন্য। কলেজ ফেস্টে অপুদির গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হয়ে যায়নি এমন কাওকে পাওয়া দুষ্কর।
লম্বাটের গড়নের অপুদির গায়ের রঙ শ্যামলা। কিন্তু নাক মুখ খুব শার্প। স্লিম ফিগার। একটু মোটা ফ্রেমের কালো চশমায় অপুদিকে অত্যন্ত ব্যাক্তিত্বময়ি লাগে।
অয়নদা আমাকে দেখিয়ে বলল
– ওর নাম শুভ। ফার্স্ট ইয়ারে ঢুকেছে। আঁকার হাত বেশ ভাল।
অপুদি আমাকে হাই বলে একটু হাসল। আমি ও প্রত্যুত্তরে হাই বলে হাসলাম।
অয়নদা বলল
– শুভকে কদিন একটু কাজ শেখাচ্ছি । ও থাকলে তোর অসুবিধে নেই তো।
অপুদি বলল
– না, না। ও থাক না। অসুবিধে কেন হবে। ও তো পুরো আমার ভাই পাপাই এর মত। খুব বাচ্চা মনে হচ্ছে। এখনো আর্ট কলেজের ছাপ পড়েনি।
অয়নদা হেসে বলল
– হ্যাঁ, একদম দুগ্ধপোষ্য শিশু।
আমি কপট রেগে অয়নদার দিকে চোখ পাকালাম।
অয়নদা বলল,
– শুভ তুই একটু বস। আমি একটা আঁকার মাঝে আছি।
ড্রয়িং বোর্ডে দেখলাম, পাতা জুড়ে পা আঁকা। বুঝলাম লেগ অ্যানাটমি চলছে।