11-06-2021, 03:23 PM
(This post was last modified: 11-06-2021, 03:27 PM by Bumba_1. Edited 3 times in total. Edited 3 times in total.)
(11-06-2021, 03:16 PM)satyakam Wrote: আগে দুপুরে খেয়েদেয়ে ঘুমাতাম । এখন এখানে চলে আসি আড্ডা দিতে।
আমার প্রথম প্রতিশোধ শেষ হতে যায়। এটা লিখতে লিখতে আমি কি কি ভুল করেছি সেটা বুঝলাম। সেগুলো আপনাদের কছে বলছি। ঠিক কি না বলবেন
1 আমি তাড়াহুড়ো করে ফেলি।
2 মেয়েদের সৌন্দর্যের ব্যাক্ষা বারবার দিই না।
3 বড়ো বড়ো আপডেট একসাথে দিয়ে দিই
4 সেক্সের বর্ণনা দিতে পারি না।
বড় আপডেট আর ছোট আপডেটে কিছু যায় আসে না। লেখার মান উচ্চ হলে চার লাইন লিখলেও লোকে পড়বে। এই গল্পেই একটা সময় আমি অনেকক্ষেত্রে পরপর দুটো আপডেট দিয়েছি। আসলে আপডেট দেওয়াটা নির্ভর করে কতটা আমি লিখতে পেরেছি তার উপর।
তবে একটা কথা বলছি আমার ব্যক্তিগত ধারণা থেকে। ভিন্নধারার বেশ কিছু গল্প লেখা হলেও এটি মূলত এখনো "পানু সাইট"। লোকজন এখানে নিজেদের মানসিক depression কাটাতে পানু গল্প পড়তে আসে।
তাই আমি মনে করি গল্পে সেক্সের বর্ণনা থাকা আবশ্যক।
আর তোমার সম্বন্ধে বলতে পারি তুমি একজন ভীষণ প্রতিভাবান লেখক। আশা রাখি ভবিষ্যতে আরও যেসব গল্প লিখবে তার মধ্যে তোমার প্রতিভার বিচ্ছুরণ খুব ভালোভাবেই ঘটবে।