11-06-2021, 12:44 PM
(10-06-2021, 12:37 AM)Shoumen Wrote: ভালোবাসা ব্যাপারটা সৃষ্টির সব প্রাণীই মনে হয় বোঝে,,, আমাদের নায়িকা চন্দ্রকান্তা তার মনের গভীর ভালোবাসা দিয়ে পাখিকে রাখতে চেয়েছে,,, সেই ভালোবাসার কথা পাখিটি বুঝেছে,,, তাই পাখিটি ফিরে এসেছে,,, এই ভালোবাসার টানে যদি হারানো মানুষও চলে আসতো!!! কি ভালোই না হতো,,, খুব ভালো লাগলো,,,
(10-06-2021, 12:39 AM)Shoumen Wrote: সত্যিই তাই,,, খুব ভালো বলেছেন,,, অনেক অনেক ধন্যবাদ,,, আপনি থ্রেডে ফিরে এসেছেন আবার থ্রেডটা জমে উঠেছে,,, খুব ভালো লাগলো,,, এভাবেই আবার আগের মতো আপডেট দিয়ে যান
আমার মনে হয় ভালোবাসা একটি অনুভূতি। যেই অনুভূতি মানুষকে ঈশ্বর লাভের আনন্দ দেয়ার সমতুল্য। তবে এই অনুভূতি খুব কম মানুষেরই হয়। কারণ বেশির ভাগ মানুষই দৈহিক ও মানসিক ভাবে চরম ভাবে পুলকিত হলে সেই অনুভূতিকেই ভালোবাসার নাম দিয়ে থাকেন। কিন্তু এ যে চরম বোকামি! আসলে ভালোবাসা হলো সবকিছু বা বিশেষ কোন ব্যাক্তির মধ্যে নিজেকে অনুভব করা। যখন সবকিছুর মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায় তখন ধরে নিতে হবে যে ঈশ্বরের কাছে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া হয়ে গিয়েছে অথবা বলতে পারা যায় ঈশ্বরের কৃপা লাভ করা হয়ে গিয়েছে। যাকে সত্যিই ভালোবাসা যায় তার মধ্যে নিজেকে খুজে পাওয়া সম্ভব এবং তার সবকিছুই তখন নিজের মনে হয়। তখন সে আর সে থাকে না, হয়ে যায় আমি+তুমি=আমরা♥। তখন সবকিছু আমরা হয়ে যাবে এবং সেখানে এক যে অপূর্ব প্রশান্তি থাকবে তা কোনো ভাষার কোনো অক্ষর কিংবা শব্দ দ্বারা বোঝানেো সম্ভব নয়।
ভালোবাসা অন্ধ হতে পারে কিন্তু অপবিত্র হয় না। এ যে তারই আশীর্বাদ।
বিঃদ্রঃ - একটু জ্ঞান দিয়ে ফেললাম কি? হে হে...