10-06-2021, 06:32 PM
(10-06-2021, 06:26 PM)Suntzu Wrote: ফোরামের থ্রিলার গল্প গুলোর প্রতি আলাদা একটা আর্কষন কাজ করতো। বাইনোকুলার গল্পটা পড়ার সময় "মিকি মাউসের" নাম শোনা। কিন্তু পড়া হয়নি। অন্যদের মুখে গল্প আর লেখক উভয়ের প্রশংসা শুনেছি। যদি আপনার কাছে পূরনো গল্পগুলো সম্পূর্ন থাকে আপনার আইডি থেকে পোস্ট করবেন।
মিকি মাউস, কেউটে , স্বস্তিকার অস্বস্তি, ঘোড়ার আড়াই চাল। এই চারটে লেখার মধ্য স্বস্তিকার গল্পটা বাদে তিনটেই থ্রিলার আর বড় লেখা, এই চারটে শেষ করেছিলাম। এক যে ছিল রাজা চলছিল তখন ধারাবাহিক হিসাবে, কিন্তু তারপরে ফোরাম বন্ধ হয়ে গেল, এত বছর পরে এই ফোরাম খুঁজে পেয়ে মনে হচ্ছে নিজের বাড়ি ফিরলাম। মিকি মাউস আমার কাছে আছে সবটা, পোস্ট করবো আগে স্বস্তিকার অস্বস্তি শেষ করি, তারপরে । আর হ্যাঁ নতুন লেখাও আসবে আগামী দিনে। সঙ্গে থাকুন, ভালো থাকুব
ধৃতরাষ্ট্র - দা বস !