10-06-2021, 02:04 PM
(09-06-2021, 09:30 PM)satyakam Wrote: সেই বিকালের অপেক্ষা করতে করতে পাঠক থেকে লেখক হয়ে গেলাম তবুও ধৈর্য্য ধরে বসে আছি। অপেক্ষা তো করতেই হবে। দেখি কবে সেই সোনালী বিকাল আসে?
বৌদিদের প্রতি দৃষ্টি তো বরাবরই আছে তবে কখনো পা বাড়ায়নি ওইদিকে। বাড়াবোও না। এই নিয়ে আমার এক দিদি বেশ ভালো করে বুঝিয়ে কথা শুনেয়েছিল
আর পরিচয়ের কথা যদি বলেন তবে বলবো এই গল্পটা ই আমাকে দু মাসের মধ্যে সিনিয়র মেম্বার করে দিল। আর কি চাই!!!
পরের আপডেট খুব শীঘ্রই দিয়ে দেব। তবে কবে দেবো সেটা বলতে পারছি না। খুবই আলস ছোকরা আমি।
এর পর কি ধরনের গল্প চান বলুন? লিখবো!
লেখক যখন হয়ে গেছেন আপনি কিন্তু নিজেই বুঝে যাবেন দাদা যে পাঠকরা কি চায় এবং কেমনভাবে চায়......