10-06-2021, 02:01 PM
(10-06-2021, 11:42 AM)Baban Wrote:সেই ফেরিওয়ালা কি একবার পুরোনো রাস্তাটায় আরেকবার এসে দেখবেনা তার জন্য কত জন আজও অপেক্ষায়. প্রত্যেকবার কেউ না কেউ এসে খোঁজে ওই ফেরিওয়ালাকে.
অনেকদিন পরে তোমায় ফিরে পেয়েছিলাম. তোমার মতো লেখক যার লেখা পড়ে অন্য জগতে হারিয়ে যায় মানুষ সেই তুমি যখন আবার লেখা শুরু করলে আমি ও আমরা সকলেই কি পরিমান আনন্দ পেয়েছিলাম তা বলার কথা নয়..... তোমার মতো লেখক আমার গল্পের পাঠক হয়েছে বার বার. তা সে বন্ধু হোক, দূরত্ব হোক, অচেনা অতিথি হোক...... তোমার কমেন্ট পেয়েছি সবকটায়. এটা যে কতবরো প্রাপ্তি তা আমি বলে বোঝাতে পারবোনা. তারপরও আরও কয়েকটা গল্প লিখেছিলাম. সেখানে অনেকেরই মতামত পেয়েছি কিন্তু তোমার মতামতের জায়গাটা শুন্য থেকে গেছে. আর তোমার এই গল্পটাও নিজের লেখককে খুঁজছে.... আশা করি একদিন আবার এই কাহিনী ও তোমার পাঠকরা তোমার খোঁজ পাবে.দেখা হবে তোমার আমার অন্য কোনো ভোরে
গাইতে ইচ্ছে করে একটা গান "আবার জমবে মেলা বটতলা হাটখোলা". হয়তো গাইবো কোনোদিন যেদিন উনি আবার ফিরে আসবেন এই মেলায়