09-06-2021, 08:57 PM
(09-06-2021, 06:16 PM)Bumba_1 Wrote: কি বিপদে পড়া গেল বলুন তো .. কিছুক্ষণ আগে একজন পাঠক নিজের মত প্রকাশ করে বললো আগারওয়ালের বাগানবাড়ির sex sequence যত তাড়াতাড়ি সম্ভব ছোট করে লিখে .. পরবর্তী অধ্যায়ে পদার্পণ করতে।
অর্থাৎ সে আমার গল্পে বেশি করে থ্রিল চাইছে, সেক্স নয়। তার অনুরোধ গল্পটির পরবর্তী পর্বগুলিতে ডিটেকটিভ উপন্যাসের দিকে নিয়ে যাওয়ার জন্য।
কিন্তু আমি তো কারো একজনের কথায় সিদ্ধান্ত নিতে পারিনা। আমি যা করি আমার পাঠক বন্ধুদের সঙ্গে আলোচনা করেই করি। অতীতেও করেছি ভবিষ্যতেও করবো। কারণ পাঠকরা আমার কাছে ভগবান। তাছাড়া এই প্রসঙ্গে আরেকটা কথা আছে .. কেউ নিশ্চয়ই চন্দননগরের সূর্য কুমার মোদক মিষ্টান্ন ভান্ডারে এসে জলভরা আর ক্ষীরপুলি সন্দেশের (ওখানকার বিখ্যাত মিষ্টান্ন) বদলে মৌচাক খেতে চাইবেন না। যে দোকানে যেটা বিখ্যাত সেই দোকানে সেটাই খাওয়া উচিত। অর্থাৎ এই সাইটে adultery ব্যাপার-স্যাপার বাদ দিয়ে দিলে লোকে কি আর আমার গল্প পড়বে?
যদিও গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারিনি। তবুও আপনাদের করোজোরে জিজ্ঞেস করছি .. sex sequence কি তাহলে এবার থেকে আর রাখবো না আমার গল্পে? পুরোপুরি থ্রিলারে চলে যাবো?
আপনারা দয়া করে আপনাদের মতামত জানান।
দুটোই একসাথে চলবে। তবে গল্পের কাহিনী আগে, সেক্স পরে। অনেক গল্পে অতিরিক্ত সেক্সের কারণে গল্পের কাহিনীটাই নষ্ট হয়ে যায়।