09-06-2021, 05:34 PM
(09-06-2021, 02:56 PM)satyakam Wrote: লেবু চটকে গেছে। এবার তেতো হয়ে গেছে।
আপনার ইচ্ছাকে সম্মান জানাচ্ছি।
আপনি লেখক আপনার সিদ্ধান্ত।
কেউ যদি বারবার আমাকে এইভাবে বলতো তাহলে আমিও হয়তো লেখা বন্ধ রাখতাম।
কি করবো বলো ভাই .. কেউ বিনা যুক্তিতে এঁড়ে তর্ক করলে ধৈর্যচ্যুতি হওয়া স্বাভাবিক।
(09-06-2021, 04:04 PM)Sudipto-ray Wrote: আপনি লেখক, যেটা ভাল বুঝবেন করবেন। আপনার লেখার উপর হস্তক্ষেপ করার কোন অধিকার আমার বা আমাদের নেই। তবে গল্পকে সবসময় গল্প হিসেবেই পড়ি। গল্প স্থগিত না রাখার অনুরোধটাই শুধু করতে পারি, বাকিটা আপনার বিষয়। কোন কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন দাদা।
না না .. আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি কিচ্ছু ভুল বলেননি। আপনি বরং খুব বুদ্ধিমান একজন পাঠক। ঠিক হলে মুক্তকণ্ঠে প্রশংসা করেন, ভুল হলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন।