09-06-2021, 03:58 PM
বুম্বাদা, প্লিজ লেখা বন্ধ করবেন না। সেটা খুব বড় অন্যায় হবে। আপনার অনুচিত একটা মন্তব্য নিয়ে সমালোচনা, ফাঁটা রেকর্ড বাজানো, লেবু কচকানো হয়েছে, হবে। আমি যা সমালোচনা করেছি সেটা আমার কাছে অবশ্যই করণীয়। অন্য কোনো থ্রেডে এরকম মন্তব্য দেখলে ঠিক একইভাবে আমি প্রতিবাদ করব। যেটির যা প্রাপ্য সেটি তাকে কোনো না কোনো ভাবে পেতে হবে।
কিন্তু আপনার গল্প নিয়ে তো কথা হয়নি। শ্রীতমা তো কোনো দোষ করেনি। যে নারীটি বিধবা হয়ে স্বামি হন্তারকদের সাথে রমণ করে আজ প্রতিশোধ নেয়ার জন্য চোয়ালবদ্ধ সেই নারী তো কোনো দোষ করেনি। তারা কেন বিচার পাবে না? আর শত শত পাঠক কেন শাস্তি পাবে? কোনোভাবেই এটা কাম্য না।
প্লিজ গল্প বন্ধ করবেন না। একটু সময় নিন। মাথা ঠান্ডা করুন।
কিন্তু আপনার গল্প নিয়ে তো কথা হয়নি। শ্রীতমা তো কোনো দোষ করেনি। যে নারীটি বিধবা হয়ে স্বামি হন্তারকদের সাথে রমণ করে আজ প্রতিশোধ নেয়ার জন্য চোয়ালবদ্ধ সেই নারী তো কোনো দোষ করেনি। তারা কেন বিচার পাবে না? আর শত শত পাঠক কেন শাস্তি পাবে? কোনোভাবেই এটা কাম্য না।
প্লিজ গল্প বন্ধ করবেন না। একটু সময় নিন। মাথা ঠান্ডা করুন।