09-06-2021, 11:53 AM
(09-06-2021, 02:29 AM)Shoumen Wrote: মনটা কেমন ভেঙে গেল,,,, খুব চমৎকার একটা দুরন্তপনায় ভরা তিতাস খেলে বেরাচ্ছিলো,,, মজা করছিলো,,, আর অলিভিয়াও মেয়েকে নিয়ে সর্বক্ষণ ব্যস্ত,,, এই শাসন,,, এই চিন্তা,,, কিন্তু হঠাৎ কি হয়ে গেল!!! অলিভিয়া হারিয়ে গেল!!! মেনে নেয়া যাচ্ছে না সত্যি,,,, খুব কস্ট লাগছে,,, এরকম একটা মোড় আশাতীত,,, কি হয়ে গেল তিতাসের সাথে!!! সে মা হারা... খুব খারাপ লাগলো,, এক্সিডেন্ট টা কিভাবে হলো,,, কিসের তাড়াহুড়ো করে চলে যাওয়া সেটা জানার অপেক্ষায় আছি... ভালো থাকবেন
বাস্তব... এটাই তো বাস্তব ভাই... আমরা যা ভাবি তার কোন কিছুই বিধাতা আমাদের অদৃষ্টে লেখে না... আর যা লেখে, তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না... তাই তো জীবনের সারমর্মই হল অপ্রত্যাশা... জীবনে সমস্ত কিছুই অনির্দেশ্য... এই ভাবেই তো আমাদের জীবনে কত কিছুই না অনিশ্চিত ঘটনা ঘটে যায়... শুধু স্মৃতিটুকু বয়ে বেড়াতে হয় বুকের মধ্যে নিয়ে...