09-06-2021, 11:51 AM
(06-06-2021, 10:42 AM)Nilpori Wrote: নিজের কাজের ব্যস্ততার কারণে অনেক দিন এখানে আসতে পারি নি।
আজ এসে পড়লাম সব গুলো।
শেষ এপিসোড টা পড়ার পরে আর যে কিছু বলব সেই ভাষা টাই খুঁজে পাচ্ছি না।
এক তো অলিভিয়ার মৃত্যু নাড়িয়ে দিয়ে গেল। আর তার পরে আপনার লেখা।
এ যে অসম্ভব সৃষ্টি। খুব কষ্ট হচ্ছে।
অনেক স্মৃতি ভীড় করে আসছে।![]()
![]()
![]()
![]()
(06-06-2021, 10:43 AM)Nilpori Wrote:
মিস করছিলাম... সত্যি বলছি... মিস করছিলাম আপনাকে, আর আপনার অসাধারণ সৃষ্টিকে... আপনার এই হেন অববদ্য পিক্টোগ্রাফিকে... এটা না হলে যেন আজকাল আমার গল্পের আপডেটের কোন মানে থাকে না আর... না পেলে যেন নুন বিহীন পদের মত মনে হয় আপডেটটাকে... এত দিনে যেন আবার স্বাদ ফিরে পেলো আমার গল্প...
স্নেহ বিহ্বল, করুণা ছলছল
শিয়রে জাগে কার আঁখিরে
মিটিল সব ক্ষুধা, সঞ্জীবণী সুধা
এনেছে অশরণ লাগিরে...
