09-06-2021, 10:00 AM
(09-06-2021, 09:50 AM)Bumba_1 Wrote:
don't be sorry বন্ধু .. Facebook এর মতো এটিও একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তাই এখানে লিখতে বসেছি বলে সমস্ত পাঠকেরা যে সব সময় আমার প্রশংসায় পঞ্চমুখ হবে তা হতে পারে না বা সেটা আশা করাও অন্যায়। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করে আমাকে সমালোচনার মুখে পড়তে হবে এটাও কাম্য।
তাই যা হয়েছে ভালো হয়েছে। আমার মন্তব্য শুনে হয়তো ভেতর ভেতর অনেকেই আমার প্রতি বিরূপ ধারণা করে বসেছিলেন। আমার explanation এ হয়তো কিছুটা মেঘ কেটেছে বলেই আমার ধারণা।
আর যদি এতেও না কেটে থাকে তাহলে বলবো তারা অপরিণত মস্তিষ্কের মানুষ। যারা এডাল্ট গল্প পড়ে সেই গল্পের নায়িকা কে নিজের স্বপ্নের কোনো আকাঙ্ক্ষিত নারীর সঙ্গে তুলনা করে বাথরুমে গিয়ে হস্তমৈথুন করে। গল্পের মধ্যে ;.,, গণ;.,, ডবল পেনেট্রেশন, গ্যাংব্যাং .. এইসব পড়তে চাওয়ার দাবি তুলে আব্দার করে লেখকের কাছে।
অথচ বাস্তব ক্ষেত্রে ;.,ের কথা উঠতেই নিজেদের চিরাচরিত ধারণা থেকে বেরিয়ে আসতে পারে না। ;., শুধু খবরের কাগজের খবরগুলোই নয়। সমাজের বহু ক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত হয়ে চলেছে এই ঘটনা। শুধুমাত্র ''কম্প্রোমাইজ" এই শব্দটির জন্য ঢাকা পড়ে যায় ঘটনাগুলি।
ছেড়ে দিলাম। আমি আর এইসব কমেন্টের উত্তর দেবো না।
ভালো থাকবেন আপনি ( মদনদা ) ।
আশেপাশের সবাইকে খুশিতে রাখবেন।