09-06-2021, 09:50 AM
(This post was last modified: 09-06-2021, 03:19 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(09-06-2021, 08:23 AM)satyakam Wrote:
এতক্ষণ পর একটা যোগ্য উত্তর পেলো মনে হয়!
সত্যকামের এক পাড়াতুতো দাদু আছে। যে যুবা বয়সে প্রতিদিন ওই এখনকার সোনাগাছী তে যেত।
মজার বিষয় হলো উনি শুধু সেক্স করতে যেতেন না। যেতেন ওদের গল্প শুনতে। জীবনের গল্প। এক একজনের এক একরকম।
একজন টাকার জন্য করছে। তো কেউ ভালো লাগায়। তো কাউকে জোড় করে করানো হচ্ছে। মজার বিষয় হলো ---- এরা সবাই কিন্তু প্রতিদিন কাষ্টমারের অত্যাচারের সুখি হতো না।
সত্যের ওই পাড়াতুতো দাদুই ওদের কাছে গল্প শুনতো। তাই ওনাকে সবকিছু বলে দিত।
বেশিরভাগই কিছু করার নেই। টাকা দিয়েছে কাষ্টমার সেক্স করবেই। তাই সেই মুহুর্তে সহযোগিতা করা ছাড়া তাদের কোন উপায় নেই। তাই তারা কিছু বলেনা। কিন্তু পরে আবশ্যই গালাগালি দেয়।
(09-06-2021, 08:46 AM)satyakam Wrote: দাদা আমিই এই বিষয়টা তুলেছিলাম। তারপর আপনাকে এই বিকারগ্রস্ত শুনতে হলো
আমি এর জন্য মন থেকে ক্ষমা চাইছি আপনার কাছ থেকে।
don't be sorry বন্ধু .. Facebook এর মতো এটিও একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তাই এখানে লিখতে বসেছি বলে সমস্ত পাঠকেরা যে সব সময় আমার প্রশংসায় পঞ্চমুখ হবে তা হতে পারে না বা সেটা আশা করাও অন্যায়। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করে আমাকে সমালোচনার মুখে পড়তে হবে এটাও কাম্য।
তাই যা হয়েছে ভালো হয়েছে। আমার মন্তব্য শুনে হয়তো ভেতর ভেতর অনেকেই আমার প্রতি বিরূপ ধারণা করে বসেছিলেন। আমার explanation এ হয়তো কিছুটা মেঘ কেটেছে বলেই আমার ধারণা।
আর যদি এতেও না কেটে থাকে তাহলে বলবো তারা অপরিণত মস্তিষ্কের মানুষ। যারা এডাল্ট গল্প পড়ে সেই গল্পের নায়িকা কে নিজের স্বপ্নের কোনো কাঙ্ক্ষিত নারীর সঙ্গে তুলনা করে বাথরুমে গিয়ে হস্তমৈথুন করে। গল্পের মধ্যে ;.,, গণ;.,, ডবল পেনেট্রেশন, গ্যাংব্যাং .. এইসব পড়তে চাওয়ার দাবি তুলে আব্দার করে লেখকের কাছে।
অথচ বাস্তব ক্ষেত্রে ;.,ের কথা উঠতেই নিজেদের চিরাচরিত ধারণা থেকে বেরিয়ে আসতে পারে না। ;., শুধু খবরের কাগজের খবরগুলোই নয়। সমাজের বহু ক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত হয়ে চলেছে এই ঘটনা। শুধুমাত্র ''কম্প্রোমাইজ" এই শব্দটির জন্য ঢাকা পড়ে যায় ঘটনাগুলি।