07-06-2021, 08:08 PM
(07-06-2021, 08:56 AM)Bumba_1 Wrote: এই ৩৬ বছর বয়সে এসে এখন হয়তো সাধুপুরুষ হয়েছি বা হওয়ার চেষ্টা করে সবাইকে অযাচিতভাবে জ্ঞান দিয়ে বেড়াই।
কিন্তু কিশোর বয়সে আমারও পদস্খলন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বেশ কয়েকবার। যদিও এর পেছনে শুধুমাত্র আমার হাত ছিল তা নয়, আমার বিপরীতে যাঁরা ছিলেন তাদের ভূমিকাও আমার থেকে বেশি বৈ কম নয়। দেখতে-শুনতে তো খুব একটা খারাপ ছিলাম না ..
সেই সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো, আর কি ..
দাদা আপনার বয়স 36 । আর আমি ভেবেছিলাম 24-26 । সেই ভেবেই কথা বলতাম ।
আপনি আর কাউকে অযাচিত জ্ঞান দেবেন কি না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কিন্তু আপনার এই অযাচিত জ্ঞান খুব দরকার। আমাকে জ্ঞান দেওয়া কখনো থামাবেন না কিন্তু।
আপনার পদস্খলন হওয়ার সম্ভাবনা ছিল, হয়নি। এটাই অনেক। আর পারিপার্শ্বিক পরিবেশ চরিত্র এমন অনেক কিছুই করে ফেলে সেখান আর কি করা যায় বলুন তো ।
আপনার যুবা বয়সে মুখ আমি দেখি নি। এখনকার মুখও আমি দেখতে পাচ্ছি না। তবে এটা অবশ্যই বলবো আপনি একজন অসাধারণ মনের ব্যাক্তি।
আপনার পুরানো স্মৃতি ফিরিয়ে দিয়ে বা মনে করিয়ে দিয়ে পেরে আমার লেখক জীবনের শুরু তে একটা সাফল্য হিসেবে ধরছি।