07-06-2021, 03:34 PM
(07-06-2021, 01:55 PM)modhon Wrote: পাঠকের একটু প্রশংসামূলক সমালোচনা আশা করি এত ভাল একটা গল্পের গতি কমিয়ে দেবে না।
আমার কাছে রাজু মতিনের চরিত্রায়ন এই গল্পের তুলনামূলক দুর্বল অংশগুলোর মধ্যে একটি। রাজু মতিনের চরিত্রদুটো দেখলে মনে হয় যেন অনেকটা যৌন বিকারগ্রস্থ দুটো টিনএজ চরিত্র। যারা শয়নে স্বপনে জাগরণে শুধু যৌনকাতর হয়ে থাকে। তাদের সকল ভাবনা, সকল কর্ম, সকল আচরণ নিয়ন্ত্রিত হয় শুধু যৌনউদ্দেশ্য দ্বারা। যৌনতার বাইরে আর কোনো বিষয়ে আগ্রহ, অনুভূতি, ভালবাসা, মান অভিমান কোনো কিছু তাদের মধ্যে নেই। এগুলো শুধু অপুর একার হতে পারে না।
এছাড়া ফুপি-ভাতিজা (পিসি-ভাইপো) সম্পর্ক অত্যন্ত স্নেহ-মায়া-ভালবাসার সম্পর্ক হয়। এবং শৈশব কৈশোরে নানা (দাদু) বাড়িতে বেড়াতে গেলে মামাতো আর ফুপাতো (পিসতুতো) ভাই-বোনদের মধ্যে যে ঘনিষ্টতা এবং হরিহর আত্মার সম্পর্ক থাকে সেটার কোনো তুলনা নেই। এই বিষয়গুলোর ক্ষেত্রে গল্পে একটা উলটো চিত্র দেখা যায় যার কোনো কারণ নেই।
-------------
এই গল্পের প্রতি লেখকের ভাললাগা আগ্রহ উদ্যম ও উত্তেজনা পূর্ণরূপে ফিরে আসুক এই কামনা করি।
অবশ্যই , কখনো কখনো সমালোচনা মানুষের ভেতর থেকে সেরাটা বের করে নিয়ে আসে ।