05-06-2021, 11:40 PM
(05-06-2021, 11:23 PM)Warriorimperial Wrote: জানিনা, প্রশ্ন করাটা ঠিক হবে কিনা কিন্তু কৌতুহল রাখা যাচ্ছেনা...
এই গল্পটা কি উপন্যাস হবে "অভিশপ্ত সেই বাড়িটা"র মতো? নাকি মাঝারি আকারের হবে?
আমি এর উত্তরে এটাই বলবো যে আমি কোনো গল্পই টেনে হিচড়ে জোর করে লম্বা করার বিরোধী. আমার মনে হয় একটা গল্প তার প্লট অনুযায়ী যতটা হওয়া উচিত ততটাই লেখো. যেখানে শেষ করা উচিত সেখানেই সমাপ্তি টানবো. বেশি ভিউ পাবার লোভে অবান্তর জিনিস যোগ করলে গল্পের মান কমে যায়. তাই আমার কোনো গল্পই আমি খুব লম্বা করিনা. নইলে আজও কাম লালসাই লিখেছি যেতাম.অভিশপ্ত বাড়ি, পার্ভার্ট, নিশির ডাক, উপভোগ আর অন্যান্য রোমান্টিক ও নন- ইরোটিক গল্প গুলো লেখাই হতোনা. সঠিক জায়গায় ইতি টেনেছি বলেই তো এতগুলো গল্প লিখতে পারলাম. সেরকমই এটাও সঠিক জায়গায় ইতি টানবো.
একটা কথা জানবেন - একটা গল্পের মূল প্লটই তার দৈর্ঘ্য সাথে করে নিয়ে আসে. কেউ ১০০ পাতার হয়, কেউ ১ পর্বের.