05-06-2021, 08:27 PM
(05-06-2021, 08:16 PM)Bumba_1 Wrote: এখানকার কোনো গল্প নিয়ে আর যাই হোক কোনো পাঠকের মনে খারাপ প্রভাব পড়ে না বা তার মন খারাপ হয় না। বরং কোনো চরিত্রের নাম বা ঘটনাশৈলী যদি সেই পাঠকের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে যায় তাহলে সে অধিক পরিমাণে উত্তেজিত হয়।
এইরকম কথা আমাকে বেশ কিছু পাঠক pm করে বলেছে। এমনকি আমার গল্পের চরিত্রের নাম পাল্টে দিতে বাধ্য হয়েছি তাদের অবিরত অনুরোধে। তাদের পছন্দের চরিত্রের নাম দিয়ে আমাকে গল্প লিখতে হয়েছে।
তাই আমার মতে, যাদের লেখা মনের কল্পনা থেকে তারা অবশ্যই লিখতে পারে "সব চরিত্র কাল্পনিক"
দুঃখের বিষয় হলো, আমাকেও এরকম মেসেজ করেছে অনেক জন। একজন তার মায়ের নামে গল্প লিখতে বলছে। প্রতিশোধ শেষ করে সেটাই ধরবো।
তবুও কার মনে কি আছে কিছুই বলা যায় না। হাজারের বেশি পাঠক আছে। কিন্তু কমেন্ট করে পাঁচ ছয় জন।
দেখা যাক আমার প্রয়াস কতদূর সফল হয়।