05-06-2021, 12:58 PM
দেবাংশু চরিত্রটার জন্য মুখিয়ে আছি দাদা। আমার মনে হচ্ছে ইনিই হবেন শ্রীতমার যোগ্য সহযোগী বা বিপদের বন্ধু। আর শ্রীতমার সাথে এমন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটবে, যা শ্রীতমাকে মানসিক ভাবে আরও শক্তিশালী করে তুলবে এবং সে দুষ্টের দমনে সিদ্ধহস্ত হবে। তবে সেটা কিভাবে হবে, সেটা কেবলই রহস্য। এসব বড় বড় ভিলেনদের বাগে আনতে অনেক কাঠ খড় পোড়াতে হবে নিশ্চয়ই। আর একটা কথা বলি দাদা, শ্রীতমা যৌনতা উপভোগ করলেও সে যেন বেশ্যাদের মত আচরণ না করে। তার মনে দ্বিধাদন্দ অবশ্যই রাখবেন।
শুধু যৌনতার জন্য নয়, গল্পের কাহিনীকে আরও উন্নত করার জন্য পরামর্শ প্রদান করি দাদা। গল্পে যৌনতাও থাকবে এবং ভালো একটা কাহিনীও থাকবে। তবে সবশেষে লিখবেন তো আপনিই। ভালো ও নিয়মিত লেখার জন্য লাইক ও রেপুটেশন।
শুধু যৌনতার জন্য নয়, গল্পের কাহিনীকে আরও উন্নত করার জন্য পরামর্শ প্রদান করি দাদা। গল্পে যৌনতাও থাকবে এবং ভালো একটা কাহিনীও থাকবে। তবে সবশেষে লিখবেন তো আপনিই। ভালো ও নিয়মিত লেখার জন্য লাইক ও রেপুটেশন।