10-04-2019, 09:36 PM
সেদিনের পর থেকে মেসেঞ্জারে অনুরাধার সাথে শহীদুলের আলাপচারিতা চলতে থাকে। দু'জন এখন বেশ ভাল বন্ধুত্ব সৃষ্টি করেছে। অন্যদিকে দীনেশের সাথে অনুরাধার নিয়মিত মনোমালিন্য চলতে থাকে। এটি নিয়ে অনুরাধার মনে বেশ কষ্ট জমা ছিলো।বিয়ের দু'বছর হয়ে গেলেও আজ পর্যন্ত দীনেশ তাকে নারীত্বের সুখ দিতে পারেনি। অনুরাধা অবশ্য চেষ্টার কমতি রাখেনি। একজন পুরুষকে যৌনতার দিকে আকর্ষণ করার ক্ষেত্রে একজন নারী যা যা করতে পারে অনুরাধা তার সবই করেছে। ওর মতন একজন আগুনে শরীরের মেয়ের জন্য বেমানান হলেও,অনুরাধা দীনেশকে ভালবাসার চেষ্টায় কোন কমতি রাখে নি। কিন্তু,দীনেশ তার ডাকে সাড়া দেয়নি।
সেদিন দুপুরবেলা কলেজ থেকে এসে স্নান করে পূজো শেষ করে মাত্র রান্নাঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অনুরাধা। এরই মধ্যে জানলা দিয়ে ছোট্ট একটি প্যাকেট এসে ওদের বাসার সোফার উপর পড়লো। অনুরাধা দৌড়ে গিয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করলো কে এই কাজটি করলো?? কিন্তু,কাউকে দেখতে পেল না। ফিরে এসে প্যাকেটটি খুলে বেশ আশ্চর্যান্বিত হয় অনুরাধা। একটি ৪ জিবি'র পেনড্রাইভ!! এটি আবার কে দিলো?? কেন দিলো?? ভাবে সে। এরপর আগ্রহ মেটানোর জন্য কম্পিউটারে পেনড্রাইভ ওপেন করে। একটি ভিডিও ফাইল। অনুরাধা চালায়। ভিডিও শুরু হওয়ার সাথে সাথে অনুরাধার সমস্ত কেঁপে উঠে।
ভিডিওতে দেখা যাচ্ছে,তার স্বামী দীনেশ অন্য এক পুরুষের লিঙ্গ চুষে দিচ্ছে। অনুরাধা নিজেকে আর সামলাতে পারে না। কান্নায় ভেঙে পড়ে। এতদিন ধরে সে যে পুরুষকে ভালবাসার চেষ্টা করে আসছে,সে কি না একজন সমকামী!!!
অন্যদিকে, শহিদুলের মনে তখন প্রচুর আনন্দ। অনেক সোর্স ব্যবহার করে সে জানতে পেরেছে দীনেশ সমকামী। সে এই টোপ ব্যবহার করে,দীনেশের সুন্দরী সেক্সি স্ত্রীকে নিজের করে নিতে চায়। এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সে আজ শেষ করলো। এখন শুধু ঠিক সময়ের অপেক্ষা।