02-06-2021, 07:55 PM
(02-06-2021, 07:47 PM)satyakam Wrote:
( এনারা নিজেদের শরীর আরো ভালো ভাবে ব্যবহার করেছে। পয়সা কামাচ্ছে , মজা নিচ্ছে ও দিচ্ছে । ) কথাটা কেমন একটা হয়ে গেল না। শরীর ব্যবহার করে টাকা কামাচ্ছে ?????
কথাটা জঘন্য। শুনতেও জঘন্য। বলতেও জঘন্য।
একজন adult story লেখকের মুখে এটা শুনে অবাক লাগলেও, আমি কখনোই এইধরনের ওয়েব সিরিজ আমার বান্ধবীদের করতে দেবো না।
ভবিষ্যতে কি লেখা আছে কেউ জানে না। মনের সুখ শান্তিটা আসল। ওটা পেলেই হলো।
তুমি এই কথা বলছো? অথচ শুনলে অবাক হবে সুচরিতার যে বয়ফ্রেন্ড শুনেছি সেই তাকে ভারতীয় পর্নোগ্রাফির জগতে নিয়ে এসেছিল। আবার এখন স্নেহার যে বর্তমান বয়ফ্রেন্ড সেই ফটোশুট এবং ভিডিও করে প্রকাশ করেছে তার প্রেমিকার অর্ধনগ্ন শরীরের সৌন্দর্য।
তবে এখন যে স্নেহা পর্নোগ্রাফির দুনিয়ায় পা বাড়িয়েছে এর পেছনে কার হাত আছে আমি জানি না।
তবে আমি মনে করি ব্যক্তি স্বাধীনতার অধিকার সবার আছে। যার যেভাবে খুশি অর্থ রোজগার করার অধিকার আছে। শুধুু চুরি, ডাকাতি আর খুন না করলেই হলো।