02-06-2021, 04:43 PM
(01-06-2021, 01:12 AM)sudipto-ray Wrote: আজ আপডেটটা পড়লাম। অপুর মা রুনার দেখা পেয়ে খুব ভাল লাগছে। গল্পের কাহিনীটা এখন এই গ্রাম অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। একটা অনুরোধ আপনাকে করব দাদা, এই গল্পটা আগে শেষ করে তারপর অন্যটা লিখবেন। এত দীর্ঘসূত্রিতার পরও অনেক কষ্টে আপনার এই গল্পের প্রতি আগ্রহ বজায় রেখেছি দাদা। আর চিন্তা করবেন না দাদা, লেখা চালু রাখলে পুরাতন পাঠকদেরও আপনি আস্তে আস্তে ফিরে পাবেন।
সবসময় আপনার পাশে আছি। লাইক ও রেপুটেশন দুটোই।
দীর্ঘসূত্রতার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত । তবে মাঝে মাঝে আটকে যাই তখন আর কিছুই করার থাকে না । এমন নয় যে সময় পাই না , কাজে বিজি , তেমন নয় । আমি একজন আজাইড়া বান্দা , সিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোন কাজ নেই । তবে এর পর কি হবে সেটা ভাবতেই সময় লাগে । আর অন্য গল্প লেখার কথা বলছেন , আমি যখন কোন গল্পের আপডেট দেই , এর পর দুই তিন দিন ওই গল্প লিখতে পারি না। চেষ্টা করলেও পারি না । তখন বসে বসে অন্য জিনিস লিখি । এটা কেন হয় জানি না , দাদা আমার আরও অন্তত ৩০ টা গল্প শুরু করা আছে , কোনটা ২-৩ হাজার শব্দ লিখে ফেলে রাখা আবার কোনটা ১০ হাজার শব্দ পর্যন্ত লেখা । এই সব গল্পের ভেতর হয়ত ১০-১২ টা আর কোনদিন লেখা হবে না । মাঝের ওই দুই তিন দিন আমি এই কাজ করি । আশা করি ছোট ভাই হিসেবে আমার এই খামতি আপনি মাফ করে দেবেন ।