02-06-2021, 04:35 PM
(31-05-2021, 09:36 AM)X men Wrote: দাদা আপনি ফিরে এসেছেন,
সেটাই অনেক।
আশা করি এখন থেকে নিয়মিত আপডেট পাব।
দাদা একটু বড় করে আপডেট দেয়ার চেষ্টা করুন।
আর গল্পের প্রধান আকর্ষণ আপুর মা, সে কিন্তু এখনো তেমম কোন
মাখামাখি কিছুতে বা যৌনতাতে জড়ায়নি বা গল্পে তা দেখিনি।
আশা করি অচিরেই তা দেখতে পাব।
এবং আমার একটাই চাওয়া গল্পের সাস্পেন্স বরাবরের মতো বজায় থাকবে।
ধন্যবাদ ভাই , "একটু বড় করে আপডেট" এই এখানে আমার একটু ঘটতি আছে । রুনার যৌনতায় জরানোর ব্যাপারে বলছি । গল্পটা শুরু হয়েছে তার পর কিন্তু খুব বেশি সময় অতিবাহিত হয় নি । মাস পাঁচেক এর মতো হয়েছে । তাই এতো দ্রুত অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়ার মতো মেয়ে রুনা নয় । সে বেশ সেন্সেটিভ একজন মানুষ । তা ছাড়া ভালোবাসা বেতিত একটা ওয়ান নাইট স্টান্ড এর জন্যও রুনা মানসিক ভাবে প্রস্তুত নয় । হয়তবা সামনে হবে । তবে সামনে যে মা ছেলের সম্পর্কের টান পোরান আসছে সেটা সামলাতে হবে যে ।