02-06-2021, 08:31 AM
(01-06-2021, 11:26 AM)Bumba_1 Wrote: "সুখ" বলতে এখানে দুষ্টের দমন এবং শিষ্টের পালন হবে .. এটাই আশা রাখে সকলে।Sotto
বলাই বাহুল্য "দুঃখ" বলতে ঠিক তার উল্টোটা অর্থাৎ অপরাধী বা পাপী মানুষের জয় .. এটাই মনে করা হয়।
তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে .. জীবনের যুদ্ধক্ষেত্রে যখন তুমি/আমরা হেরে যাই সেই মুহূর্তে সমাজ আমাদের অপরাধী বলে গণ্য করে। অর্থাৎ পরাজিতরাই পাপী।
পাপ-পুণ্য সবকিছু নির্ভর করে সেই সময়কার পরিস্থিতি এবং মানসিকতার উপর .. দেখা যাক কি লেখা আছে আমার সৃষ্টি' চরিত্রগুলির ভাগ্যে। তবে এখনই পরিণতি নিয়ে কিছু ভাবছি না এইটুকু বলতে পারি .. সময় লাগবে আরও অনেকদিন।