01-06-2021, 09:19 PM
অনেক অনেক কমেন্ট পেলাম , খুব ভালো লাগছে । আসলে কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে । মনে হয় কেউ পড়েছে আমার গল্প । অপুর কথা রুনার কথা দুটোই চলবে , তবে বর্তমানে অপুর মনের অবস্থা রুনা কে অপুর কাহ থেকে একটু দূরে সরিয়ে দিয়েছে এই যা । সময় মতো আবার সব ঠিক হয়ে যাবে । তবে বেশ কিছুদিন চলবে এই অবস্থা , অপু কে বেশ ঝালাই করে নিতে চাই , কারন ভবিষ্যতে যা আসতে চলেছে , যার জন্য অপু নিজেও কিছুটা দায়ী সেটার জন্য মা ছেলে দুজনকেই আরও কিছু পরিক্ষার মধ্য দিয়ে যেতে হবে । দুজনকেই তৈরি থাকতে হবে নয়তো অপুর কথা আর বেশি এগুবে না যে । মাঝ পথেই দুজনের পথ আলাদা হয়ে যাবে । সেটা আমি অন্তত চাই না ।