01-06-2021, 07:23 PM
(01-06-2021, 06:51 PM)satyakam Wrote: এই বছরের শুরুতেও আমি ভাবতে পারি নি আমি লেখক হবো। চিন্তার বাইরে ছিল। দুই তিন মাস যেতে না যেতেই সবকিছু পরিবর্তন হতে শুরু করলো। তারপর লিখতে শুরু করলাম।![]()
আর আপনি বললেন আমি যেকোন দিন মেইনস্ট্রীম এর লেখকদের হারাতে পারবো। বুম্বাদা ধন্যবাদ এতো বড়ো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আপনিও কিন্তু মেইনস্ট্রীম এর সেরা একজন লেখক। আপনার উৎসাহে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে।![]()
Underrated লেখকদের জন্য সব সময় শুভকামনাই আছে। আর overrated দের মধ্যে কিছু লেখককে চিনেছি। তাই আর তাদের থ্রেডে যাই না।![]()
আর আমার গল্পের সব চরিত্রকে সুখী করার দায়িত্ব চিন্তা আমারও নেই । আমার গল্পেই আমি কাকে কাকে সুখী করতে পারবো জানি না।![]()
প্রতিশোধ শেষ হলে দেখি কি লেখা যায়। পড়বেন কিন্তু পরের গল্প।
অবশ্যই পড়বো
