01-06-2021, 07:23 PM
(01-06-2021, 06:51 PM)satyakam Wrote: এই বছরের শুরুতেও আমি ভাবতে পারি নি আমি লেখক হবো। চিন্তার বাইরে ছিল। দুই তিন মাস যেতে না যেতেই সবকিছু পরিবর্তন হতে শুরু করলো। তারপর লিখতে শুরু করলাম।
আর আপনি বললেন আমি যেকোন দিন মেইনস্ট্রীম এর লেখকদের হারাতে পারবো। বুম্বাদা ধন্যবাদ এতো বড়ো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আপনিও কিন্তু মেইনস্ট্রীম এর সেরা একজন লেখক। আপনার উৎসাহে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে।
Underrated লেখকদের জন্য সব সময় শুভকামনাই আছে। আর overrated দের মধ্যে কিছু লেখককে চিনেছি। তাই আর তাদের থ্রেডে যাই না।
আর আমার গল্পের সব চরিত্রকে সুখী করার দায়িত্ব চিন্তা আমারও নেই । আমার গল্পেই আমি কাকে কাকে সুখী করতে পারবো জানি না।
প্রতিশোধ শেষ হলে দেখি কি লেখা যায়। পড়বেন কিন্তু পরের গল্প।
অবশ্যই পড়বো