30-05-2021, 01:38 PM
এ আমার বউ না
এক মহিলা একদিন তার স্বামীকে এসে বলল, ” জানো, আমার এত বছর ধরে যে মাথাব্যথাটা ছিল, তা সেরে গেছে।”
স্বামী বলল,” তাই নাকি? কিভাবে?”
“আমি এক সম্মোহনবিদের কাছে গেছিলাম, সে আমাকে এক কায়দা দেখিয়ে দিল। আমি আয়নার সামনে দাঁড়ালাম আর নিজেকে খুব জোর দিয়ে বললাম,
আমার কোন মাথাব্যথা নেই
আমার কোন মাথাব্যথা নেই
আমার কোন মাথাব্যথা নেই।
অমনি আমার মাথাব্যথা গায়েব!”
স্বামী বলল,” বাহ! বেশ”
বউ বলে,” ইয়ে দেখ, তুমিও ত বেশ কিছুদিন বিছানায় কেমন ঠান্ডা মেরে গেছ। বলি কি, উনার কাছে একবার যাও, যদি কোন ফল হয়।”
স্বামী গেল সম্মোহনবিদের কাছে। ফিরে এসেই সে স্ত্রীকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। সব খুলে বউকে বলে,
“আমি দুই মিনিটের জন্য আসছি।”
এই বলে বাথরুমে চলে গেল। ঠিক দুই মিনিট পরে এসেই বউকে এক উত্তাল আনন্দে ভাসিয়ে দিল।
বউ হাঁফাচ্ছে, স্বামী বলে,” আমি দুই মিনিটের জন্য আসছি”
এই বলে আবার বাথরুমে দৌড়। দুই মিনিট পরে এসে আবার এক উদ্দাম পার্ফরমেন্স, বউ হাঁসফাস করে উঠল। তার মাথা ঘুরপাক খাচ্ছে, এমন উথাল পাথাল আবেশ ত বিয়ের শুরুতেও ছিল না!
সামলে উঠতে না উঠতেই স্বামী আবার বলে,” আমি দুই মিনিটের জন্য আসছি”
এবার বউয়ের কৌতূহল হল, কি করে সে দুই মিনিটে? সে চুপচাপ পিছু নিল।
বাথরুমের দরজায় উঁকি মেরে দেখে, তার স্বামী আয়নার সামনে দাঁড়ানো। বলে চলেছে,
“এ আমার বউ না
এ আমার বউ না
এ আমার বউ না….”
এক মহিলা একদিন তার স্বামীকে এসে বলল, ” জানো, আমার এত বছর ধরে যে মাথাব্যথাটা ছিল, তা সেরে গেছে।”
স্বামী বলল,” তাই নাকি? কিভাবে?”
“আমি এক সম্মোহনবিদের কাছে গেছিলাম, সে আমাকে এক কায়দা দেখিয়ে দিল। আমি আয়নার সামনে দাঁড়ালাম আর নিজেকে খুব জোর দিয়ে বললাম,
আমার কোন মাথাব্যথা নেই
আমার কোন মাথাব্যথা নেই
আমার কোন মাথাব্যথা নেই।
অমনি আমার মাথাব্যথা গায়েব!”
স্বামী বলল,” বাহ! বেশ”
বউ বলে,” ইয়ে দেখ, তুমিও ত বেশ কিছুদিন বিছানায় কেমন ঠান্ডা মেরে গেছ। বলি কি, উনার কাছে একবার যাও, যদি কোন ফল হয়।”
স্বামী গেল সম্মোহনবিদের কাছে। ফিরে এসেই সে স্ত্রীকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। সব খুলে বউকে বলে,
“আমি দুই মিনিটের জন্য আসছি।”
এই বলে বাথরুমে চলে গেল। ঠিক দুই মিনিট পরে এসেই বউকে এক উত্তাল আনন্দে ভাসিয়ে দিল।
বউ হাঁফাচ্ছে, স্বামী বলে,” আমি দুই মিনিটের জন্য আসছি”
এই বলে আবার বাথরুমে দৌড়। দুই মিনিট পরে এসে আবার এক উদ্দাম পার্ফরমেন্স, বউ হাঁসফাস করে উঠল। তার মাথা ঘুরপাক খাচ্ছে, এমন উথাল পাথাল আবেশ ত বিয়ের শুরুতেও ছিল না!
সামলে উঠতে না উঠতেই স্বামী আবার বলে,” আমি দুই মিনিটের জন্য আসছি”
এবার বউয়ের কৌতূহল হল, কি করে সে দুই মিনিটে? সে চুপচাপ পিছু নিল।
বাথরুমের দরজায় উঁকি মেরে দেখে, তার স্বামী আয়নার সামনে দাঁড়ানো। বলে চলেছে,
“এ আমার বউ না
এ আমার বউ না
এ আমার বউ না….”