29-05-2021, 07:03 PM
অমিতের আগমন (সপ্তম পর্ব )
সময় চলিয়া যায় নদীর জলের মতো কিন্তু আখতার যেটা ভেবেছিল সেটা হচ্ছে না । প্রতি রাতে একবার হলেও সম্ভোগ করার পর আখতারের বারবার মনে হতে লাগলো আর শেষ একবার। তারপর পালাবো । কিন্তু সেই শেষ একবার , আসে না কখনো । এক অদৃশ্য বন্ধনে যেন বাঁধা পড়েছে আখতারের মন । ববিতার শরীরের প্রেমে পড়েছে নাকি মনের প্রেমে পড়েছে সেটা immature আখতার বুঝতে পারে না । সে শুধু ববিতার শরীরটা কে চেয়েছিল তাহলে তার মন এখন কেন বিদ্রোহী হয়ে উঠছে ? ওর মন কি ববিতার শরীরের নেশায় মেতে উঠেছে ? নাকি মনের প্রেমে পড়েছে ?
একদিন দুপুর বেলা ত্রিয়াদি আর ববিতা গল্প করছিল । রাজকুমার তখন ঘুমিয়ে । ববিতা বেশ লাজুক মুখ করে বললো “ তুমি বলেছিলে না আখতার কে বেঁধে রাখার জন্য কিছু একটা করতে । „
“ হ্যাঁ , হ্যাঁ বলেছিলাম। তা কি করলি তুই ? „ ত্রিয়াদির উৎসাহ দেখার মতো বিষয়।
ববিতা বেশ লজ্জা পেয়ে চোখ নামিয়ে বললো “ আমি প্রেগন্যান্ট । „
“ আরে এতো খুবই সুখবর । „ বলে ববিতাকে জড়িয়ে ধরলো । “ আখতার কে জানিয়েছিস ? „
“ না । „
“ কখন জানাবি ? „
“ যখন জানানোর দরকার পড়বে ! „
ত্রিয়াদি বেশ ইয়ার্কির ছলে বললো “ বা !! অনেক বুদ্ধি খুলেছে তোর । „
শনিবার কলেজ হাফ ডে হয় । তাই আখতার আর রবি দুপুরেই বাড়ি চলে এলো । বাড়ি ফিরে স্নান করে খেয়ে দেয়ে যখন সবাই বসেছে । তখন দরজায় কলিং বেল বেজে উঠলো । ববিতা গিয়ে দরজা খুলতেই দেখে সামনে ত্রিয়াদি দাড়িয়ে আছে কোলে রাজকুমার ঘুমিয়ে আছে আর পাশে সূর্যও আছে ।
“ আরে তোমরা সবাই একসাথে । „ খুশি হয়ে বললো ববিতা ।
“ হ্যাঁ ! আসতে হলো । অনেক দিন ধরে সূর্যের ইচ্ছা ছিল আখতারের সাথে দেখা করার। তাই আজকে সুযোগ বুঝে চলে এলাম । „ বললো ত্রিয়াদি।
“ আরে বাইরে দাড়িয়েই কথা বলবে নাকি !!! এসো ভিতরে এসো । „
সূর্য জিজ্ঞেস করলো “ কেমন আছো মাসি ? „
“ আগের থেকে অনেক ভালো । সোফায় বসো তোমরা । আমি ওকে ডেকে দিচ্ছি । „ বলে রবির ঘরে চলে গেল।
সেখানে রবি আর আখতার খাটে শুয়ে ফোনে গেম খেলছে । “ এই শুনছো !! তোমার সাথে একজন দেখা করতে এসছে । বাইরে এসো । „
আখতার গেম বন্ধ করে বাইরে এলো “ কে আবার আমার সাথে দেখা করতে এলো এই সময়ে । „
বাইরে এসে দেখে সোফায় বসে আছে একজন চব্বিশ পঁচিশ বছরের সুদর্শন ক্লিন শেভড যুবক । “ আপনাকে তো ঠিক চিনলাম না !! „
“ আরে চেনার জন্যেই তো এলাম । বসো বসো । „ বলে মুচকি হেঁসে পাশে সোফার ফাঁকা অংশটা হাত দিয়ে দেখিয়ে দিল সূর্য ।
আখতার বসলো । দেখলো সামনে ত্রিয়াদিও বসে আছে । ত্রিয়াদির সাথে আগে দেখা হয়েছে আলাপও হয়েছে কিন্তু তেমন কথা হয়নি । ত্রিয়াদির শরীরের সৌন্দর্য অনেকটা ববিতার মতোই বা বলা চলে ববিতার থেকেও ভালো। কিন্তু ত্রিয়াদি কে দেখে আখতারের তেমন কোন উত্তেজনা হয়নি । বরং দিদি বলেই ডাকতে ইচ্ছা হয়েছে আখতারের । এমন ইচ্ছার কারন জানা নেই আখতারের ।
আখতার সোফায় বসতেই সূর্য কথোপকথন শুরু করলো । “ তোমার পুরো নাম কি ? „
“ আখতার হোসেন । আর আপনার ? „
“ আপনি না ! তুমি । আমায় তুমি বলে ডাকতে পারো । আমার নাম সূর্য পাল । আমি নিউটাউনের একটা IT sector এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর চাকরি করি । 10-6 PM এর চাকরি । „
ববিতা আর ত্রিয়া দি পাশাপাশি একটা সোফায় বসে আছে আর রাজকুমার ঘুমিয়ে আছে ত্রিয়াদির কোলে ।
কিছুক্ষণ পর সূর্য রাজকুমার ঘুমিয়ে আছে দেখে নিয়ে আবার বললো “ আমি মায়ের মুখে তোমার আর মাসির সম্পর্কের কথা শুনলাম । শুনে খুব খুশি হয়েছি যে , এতদিনে মাসির দুঃখ ঘুঁচেছে । তুমি হয়তো জানো না তোমার আসার আগে মাসির জীবন নরক ছিল বললে ভুল হবে না !!! „
“ আমি জানি সব । „ মাথা নিচু করে বললো আখতার । “ রবি আর ববিতা আমাকে বলেছে । „
ত্রিয়াদি ববিতা সূর্য সবাই চুপ। কিছুক্ষণ পর সূর্য বললো “ তুমি যদি সত্যি মাসিকে ভালোবেসে থাকো , তাহলে তোমাকে কিন্তু ভবিষ্যতে অনেক কঠিন পরিক্ষা দিতে হবে !!!! „
“ এই খোকা ! কি হচ্ছে এসব ? ও এখনো ক্লাস টেনে পড়ে আর তুই ওকে ভয় দেখাচ্ছিস । „ রেগে গিয়ে বললো ত্রিয়াদি ।
শান্ত গলায় সূর্য বললো “ মা আমি সত্যিটা বলছি। তুমি আর আমি ভালো করে জানি ভালোবাসা প্রেম এগুলো মানুষকে কোন না কোন এক সময় বড়ো পরিক্ষার সামনে দাঁড় করিয়ে দেয়। .......... „
কথাটা হয়তো শেষ হয়নি। হয়তো সূর্য আরো কিছু বলতো কিন্তু ঠিক সেই সময়ে ববিতার ফোন বেজে উঠলো তাই সূর্য চুপ করে গেল । ববিতা সূর্য আর আখতারের কথোপকথন শুনে বেশ উদাসীন মনমরা হয়ে পড়েছিল। তাই সে উদাসীন মুখেই ফোনটা দেখলো । ফোনে চোখ পড়তেই ববিতা চমকে ওঠে আর ওর হাত থেকে ফোনটা পড়ে যায় । ত্রিয়াদি ববিতার পাশেই বসেছিল তাই সে বেশ অবাক হলো ববিতার এই রকম হঠাৎ চমকে ওঠায় সে কিছুটা অবাক হয়ে নিচে পড়ে থাকা ফোনটা তুলে দেখলো । তখনও রিং হয়ে যাচ্ছে ত্রিয়াদি চোখ তুলে ভীত কন্ঠে বললো “ অমিত । „ তার মুখ ভীত ও সন্ত্রস্ত ।
নামটা শুনেই আখতারের চোখ বড়ো বড়ো হয়ে উঠলো সাথে একটু ভয়ও পেলো । সূর্য বুঝলো অমিত ফোন করেছে। “ মা তুমি ফোনটা রিসিভ করে স্পিকারে দাও আর মাসি তুমি ভয় না পেয়ে কথা বলো । „
ত্রিয়াদি তাই করলো ।
“ হ্যালো । „
“ হ্যালো !!! হ্যাঁ । আমি অমিত বলছি । „
“ হ্যাঁ । আমি ববিতা । তুমি কেমন আছো ? „
“ কালকে রবিবার । কালকে বাড়ি আসবো বলে ফোন করেছি। বেশ কয়েকদিন থাকবো । এখান কাজে ব্যাস্ত তাই ফোন রাখছি । „ বলে ফোনটা কেটে দিল ।
“ দেখলে জানোয়ারটাকে ! মাসি কেমন আছো জিজ্ঞেস করলো , কোন উত্তর দিল না। এমনকি মাসি রবি সুস্থ , ঠিকঠাক আছে কিনা সেটাও জিজ্ঞেস করলো না। „ বেশ বিরক্তিকর গলার সুরে বললো সূর্য।
সবাই চুপ। কিছুক্ষণ পর সূর্য শান্ত অথচ আপসোস এর কন্ঠে বললো “ মা তুমি কিছুক্ষণ আগে আমাকে থামতে বলছিলে না। দেখো এখন সত্যি সত্যি আখতারের পরিক্ষা শুরু হয়েছে। কালকে সেই পরিক্ষা। „
কথাটা সত্যি । তাই সবাই চুপ । কারোর মাথায় কিছু আসছে না । কিন্তু এটা সবাই বুঝতে পারছি সবাইকে এক হয়ে যা করার করতে হবে। কিন্তু কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। ঘরের ভিতর থেকে রবি সবকিছু শুনতে পাচ্ছিল । অমিতের নাম শুনেই রবি বাইরে বেরিয়ে এসেছিল ফোন ধরার আগে । রবি বললো “ আমি করবো যা করার । „
সবাই রবির দিকে অবাক দৃষ্টিতে তাকালো । সবাই এখন কোন এক অজানা ভয়ের আশঙ্কায় ভীত ।“ আমি বলবো বাবাকে ডিভোর্সের কথা। „
আখতার খুব ভয় পেতে লাগলো অমিতের আগমনের কথা চিন্তা করে । কিন্তু তাকেই যে এই নাট্যমঞ্চের নাটকের মূখ্য চরিত্রে অভিনয় করতে হবে । না , অভিনয় নয় । যুদ্ধ করতে হবে । যুদ্ধ জিতে , বন্দিনী ববিতাকে উদ্ধার করতে হবে । কিন্তু বাঁ কাঁধের ত্রিশূল ধারী শয়তানটা বারবার বলতে লাগলো , পালা এখান থেকে । এসব প্রেম ভালোবাসা মিথ্যে। নিজের জীবন বাঁচা । পালা এখান থেকে ।
“ দেখো। আমি একা কিছু করতে পারবো না । যদি আমি একা বাবাকে ডিভোর্সের কথা বলি তাহলে বাবা আমাকে ফের হসপিটালাইজড করে দেবে। তাই তোমাদের সবার সাহায্য দরকার। „ সবাই রবির কথা মন দিয়ে শুনলো ।
ত্রিয়াদি রবির কথা শোনার পর বললো “ মনে হচ্ছে তোর কোন প্ল্যান আছে । „
“ আছে তো মাসি। অবশ্যই আছে। বিগত এক মাস ধরে আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। একটা প্ল্যান আছে শোনো সবাই। „
তারপর সবার মধ্যে কিছুক্ষণ ধরে একটু গুজুর গুজুর করে কথা কাটাকাটি হলো । তারপর সবাই মিলে রবির প্ল্যান টাকে ফুল প্রুফ করে দিল ।
তারপর সবাই মিলে আড্ডা দিয়ে চা বিস্কুট খেয়ে যে যার কাজে চলে গেল ।
{ ( এখানে অমিতের চরিত্র সম্পর্কে বলা উচিত )
( ছোটবেলা থেকেই মেয়ে বাজী করে বড়ো হয়েছে অমিত। খুবই কিপ্টে দুশ্চরিত্র বদমেজাজি প্রকৃতির মানুষ। উচ্চতায় 5'5 । শ্যামলা গায়ের রং। চোখ সব সময়ই রক্তজবা। মুখের ভাষা খারাপ। বাবা মা ভেবেছিল বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তাই ববিতার সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ে করার পরেই কলকাতা চলে আসে অমিত। তারপর কনস্ট্রাকশন এর কাজ শুরু করে। এরাজ্য ও রাজ্য করে বেড়াতে লাগলো । সেখানে যতো বেশ্যা পাড়া আছে কল গার্ল আছে সবাই কে দিয়ে নিজের শরীরের ক্ষিদে মেটায়। যখনই ববিতার শরীরের কথা মনে পড়ে তখন সে এসে ববিতাকে ভোগ করে চলে যায়। সংসার করার, সন্তান লালনপালন করার কোন ইচ্ছা নেই অমিতের। যতোটা পরিমাণ টাকা না দিলেই নয় ততো পরিমানেই ববিতাকে পাঠায়। এতে খুব কষ্ট করে রবির পড়াশোনা আর খাওয়া দাওয়া চলে। ববিতার সাজগোজ শখ আহ্লাদ মেটে না। ) }
পরের দিন রবিবার। রবির প্ল্যান মতো আখতার ঘুম থেকে উঠেই নিজের সমস্ত জামা কাপড় টুথব্রাশ নিয়ে ত্রিয়াদির ফ্ল্যাটে চলে গেল। যেসব জিনিস আখতারের অস্তিত্ব প্রমাণ করে সেই সব কিছুই সে সাথে নিয়ে নিচে নেমে গেল ।
নিচে নেমে ত্রিয়াদির ফ্ল্যাটের ডোরবেল বাজালো আখতার। কয়েক সেকেন্ড পর সূর্য দরজা খুলে দিলো । “ এসো ভিতরে এসো । „
ফ্ল্যাটে ঢুকে লিভিং রুমের সোফায় বসলো আখতার। বসার পর দেখলো লিভিংরূমের দেওয়ালে একটা অঙ্কন চিত্র। ভালোভাবে দেখার জন্য কাছে গিয়ে দেখে দ্রোপদীর বস্ত্রহরণের মুহুর্তে যখন সেই মহিয়সী নারী কৌরব বংশের ধ্বংসের অভিশাপ দিচ্ছিল ঠিক সেই মুহুর্তের পেন্টিং। অস্ফুটে মুখ ফুটে বেরিয়ে যায় “ আরে এতো দিদির পেন্টিং । „
“ তুমি মাকে দিদি বলছো কেন ? মা তোমার থেকে বয়সে অনেক বড়ো হয় যে !!! „ সূর্য হাঁসতে হাঁসতে জিজ্ঞেস করলো । রাজকুমার তখনও ঘুমিয়ে।
আখতারও হাঁসতে হাঁসতে বললো “ দেখো ! যদি ববিতা সম্পর্কে আমার স্ত্রী এর মতো হয় আর আমার স্ত্রী যদি ত্রিয়াদি কে দিদি বলে ডাকে তাহলে তোমার মা সম্পর্কে আমার শালী হয়। „ কথা বন্ধ করে একটু হেঁসে নিল আখতার তারপর আবার বললো “ এবার বয়সে তোমার মা আমার থেকে অনেক বড়ো তাই শালীর জায়গায় দিদি বলাই ভালো । „
এইরকম যুক্তি শুনে সূর্য থ মেরে গেল আর রান্নাঘরে কাজ করতে থাকা ত্রিয়াদি আখতারের যুক্তি শুনে মুক্তোর মতো দাত নিয়ে হেসে ফেললো । “ ভালো যুক্তি দেখিয়েছিস তো। „
আখতার নিজের জামার কলারটা একটু ঠিক করে নেয় । এটা দেখে সূর্যও হেঁসে ফেলে । “ বসো তোমার সাথে অনেক কথা আছে । আর হ্যাঁ ওটা মায়েরই পেন্টিং আমি এঁকে ছিলাম। „
“ আঁকার হাত সুন্দর তোমার । „
“ ধন্যবাদ । তা এসো না মাঝে মাঝে আমাদের বাড়ি ছুটির দিনেয়। আড্ডা হবে জমিয়ে । মাঝে মাঝে শপিং করতে ঘুরতেও যেতে পারি । „
“ আড্ডা দিতে আমার খুব ভালো লাগে। কলকাতায় আছি তবে এখনো কলকাতা দেখা হয়নি। „
“ আমার শনি রবিবার পুরো ছুটি। ছুটির দিনেই যাওয়া ভালো আর সবাই মিলে ঘুরতে গেলে জমে ভালো। „
দুপুরে খাওয়ার জন্য ত্রিয়াদি রেঁধেছে মাংস ভাত। রবিবার দুপুরে বেশিরভাগ বাঙালী বাড়িতে এটাই রান্না হয় । হাত মুখ ধুয়ে খেতে বসে একটা অবাক জিনিস দেখলো আখতার । লোক চার জন কিন্তু খাবার প্লেট মাত্র দুইজন । সে কিছু বলতে পারলো না। জিজ্ঞাসাও করতে পারলো না যে বাকি দুজন খাবে না?
আখতারের জন্য ভাত বাড়া হয়ে গেলে ত্রিয়াদি আর একটা থালায় তিনজনের খাবার এর মতো ভাত নিল। আখতার শুধু দেখছে এই মহিলা কি করছে । ভাত বাড়া হয়ে গেলে ত্রিয়াদি ঘরে থাকা সূর্যের উদ্দেশ্যে ডাক দিল “ খোকা চলে আয়। „
সঙ্গে সঙ্গে সূর্য হাত মুখ ধুয়ে এসে ত্রিয়াদির পাশে বসলো । ত্রিয়াদি মাংস ভাত মেখে নিজে খেতে শুরু করলো এবং পাশে বসা চব্বিশ বছর বয়সের সূর্যকেও নিজে হাতে খাওয়াতে শুরু করলো।
আখতারের এই অবাক দৃষ্টি এবং কৌতূহল দেখে ত্রিয়াদি হেঁসে বললো “ ছোটবেলা থেকে খাইয়ে দিয়ে অভ্যাস খারাপ হয়ে গেছে। এখন ধেড়ে হয়ে গেছে তবুও না খাইয়ে দিলে খাবেই না। „
আখতার মুচকি হেঁসে বললো “ এসব ছোট ছোট জিনিসই তো প্রেম ভালোবাসার আসল প্রতীক । যখন মানুষের শরীর আর কাম চায় না তখন ওই ছোট ছোট জিনিস গুলোই মানুষের সুখের নীড়ে পরিনত হয় । „
“ বাব্বা তুমিতো বেশ শব্দের জাদু জানো। তা এই শব্দের বাণ চালিয়েই কি আমার শান্ত মিষ্টি স্বভাবের ভোলাভালা বোনটাকে সম্মোহন করে রেখেছো । „
আখতার লাজুক হেঁসে মাথা নিচু করে ভাত খেতে থাকে । আখতারের এই লাজুক ব্যবহার দেখে সূর্য ত্রিয়াদি দুজনেই মুচকি হাঁসতে লাগলো ।
সূর্য ও ত্রিয়াদির খাওয়া হয়ে গেলে। ত্রিয়াদি রাজকুমার কে ঘুম থেকে তুলে দিয়ে খাইয়ে দিতে লাগলো। কিন্তু তিন বছরের বাচ্চা এক জায়গায় বসে থাকবে কেন। সে এক গ্রাস মুখে নেয় আর এদিক ওদিক ছুটতে থাকে । শেষে রণে নামতে হলো সূর্যকে। সূর্য আর আখতার ক্রিকেট খেলা দেখছিল। সূর্য উঠে গিয়ে রাজকুমার কে ধরে কোলে নিয়ে সোফায় বসলো। আর ক্রিকেটের চ্যানেল পাল্টিয়ে ডোরেমন এর কার্টুন চালিয়ে দিল। ত্রিয়াদি সূর্যের পাশে বসে রাজকুমার কে খাইয়ে দিল। এইটুকু ভাত কিন্তু খেতে সময় নিল প্রায় এক ঘন্টার কাছাকাছি। আখতারকে দেখে ত্রিয়াদি ইয়ার্কি করে বললো “ তোমার আর ববিতার যখন সন্তান হবে তখন সামলাতে পারবে তো ? „
“ আগে সন্তান সুখ পাই তারপর সন্তানের দুষ্টুমির সুখও সহ্য করে নেবো। আমার অভ্যাস আছে। বাড়িতে চাচার এই কয়েক বছর আগে ছেলে হলো। রাজকুমারের বয়সী। তাকে কোলে নিয়ে অনেক বার সামলিয়েছি । „
“ কিন্তু ! ভাই আমার ! অন্যের সন্তান আর নিজের সন্তান যে সম্পূর্ণ আলাদা !! „
“ আগে সন্তান হোক তখন দেখা যাবে। তবে কুড়ির আগে আমি সন্তান চাই না। পড়াশোনা শেষ করবো তারপর সন্তান দেখভাল করবো। „
আখতারের কথা শুনে ত্রিয়াদি হাঁসে কিন্তু এই হাঁসির অর্থ কেবল মাত্র সূর্য ব্যাতীত আখতার বুঝতে পারে না।
রাজকুমারকে খাওয়ানো হয়ে গেলে তার এঁটো মুখ ধুয়ে দেওয়ার পরমুহুর্তেই সূর্যের ফোন বেজে উঠলো ।
“ হ্যালো । হ্যাঁ আমি রবি বলছি। „
“ হ্যাঁ বল ! „
“ বাবা চলে এসছে । বাথরুমে গেছে ফ্রেস হতে।এক্ষুনি বেরিয়ে আসবে। আমি এখন রাখছি। ঠিক সময় মত আবার ফোন করবো তখন তোমরা সবাই উপরে চলে এসো। „
“ হ্যাঁ ! সে ঠিক সময়ে চলে যাবো । সাবধানে থাক। „
সূর্যের মুখে অমিতের আগমন শুনে সবার মুখে একটা সন্ত্রস্ত ভাব দেখা গেল । কেউ কিছু বললো না । সবাই রাতের জন্য অপেক্ষা করতে লাগলো।
দুপুরে যখন অমিত এলো তারপর থেকে একবারও রবিকে কিংবা ববিতাকে জিজ্ঞাসা করেনি কেমন আছো ? সবকিছু ঠিকঠাক চলছে কিনা ।
রাত ঠিক দশটার কিছু আগে যখন অমিত টিভি দেখছিল । আর ববিতা দুপুরের রান্না গরম করে ডাইনিং টেবিলে রাখছিল। তখন রবি এসে পাশে বসলো। অমিত রবির দিকে তাকালো কিন্তু কিছু বললো না । রবি খুবই সাবধানে নিজের ফোনটাকে সাইলেন্ট করে দিয়ে সূর্যকে ফোন করলো। সূর্য সেটা রিসিভ করলো দেখে রবি বললো “ বাবা তোমার সাথে কিছু ছিল । „
" বল । „
“ আমি আর মা দুজনেই এই পরিস্থিতি থেকে মুক্তি চাই । „
“ কোন পরিস্থিতি। এই বাড়িতে আর থাকতে চাইছিস না তোরা । তোদের থাকার জন্য কি আমি তাজমহল বানিয়ে দেবো । „ ক্রুর হাঁসি হেঁসে বললো অমিত। আর অমিতের কথা শুনে ববিতা ভয়ে কেঁপে উঠলো ।
“ না বাবা । আমি বাড়ি বদলানোর কথা বলছি না। আমরা তোমার হাত থেকে থেকে মুক্তির কথা বলছি। „ ভয়ে ভয়ে কাঁপা গলায় বললো রবি।
রবির বাবা মারমুখী হয়ে ওঠার ঠিক আগেই দরজায় কলিংবেল বেজে উঠলো । ববিতা গিয়ে দরজা খুলতেই আখতার , ত্রিয়াদি আর সূর্য ঢুকলো। সবার মুখেই তখন ভীত সন্ত্রস্ত ভাব। কেউ জানে না কি হবে।
“ তোমরা এতো রাতে এখানে। আর এই ছোকরটি কে ? „ অমিত গর্জে উঠলো।
“ বাবা এর নাম আখতার। মাকে খুব ভালোবাসে। তাই আমি তোমাদের ডিভোর্সের কথা বলছি। „ রবির গলা আরো কাঁপছে
“ জানোয়ারের বাচ্চা ! বাবা মায়ের ডিভোর্স করাবি তুই। „ বলে রবিকে মারতে উদ্ধত হয় অমিত ।
“ না তুমি এটা করতে পারো না । „ কঠিন দৃঢ় কন্ঠে বলে উঠলো ত্রিয়াদি । “ তুমি যদি ওর গায় হাত তোলো তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। „
“ আমার ছেলের গায় আমি হাত দেবো তুই কেরে মাগী কথা বলার । „ অমিত গর্জে উঠলো।
“ খবরদার আর একটি বার যদি মাকে নিয়ে কিছু বলো তাহলে তোমার গলার টুটি আমি ছিঁড়ে ফেলবো । „ সূর্য চোখ বড়ো বড়ো করে রেগে গিয়ে বললো। গলায় তার ক্রুদ্ধতার স্বর স্পষ্ট।
“ হয় তুমি এদেরকে পুরোপুরি মেরে ফেলো , নাহলে এদের স্বাধীন ভাবে বাঁচতে দাও। এইভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো। „ ত্রিয়াদি আবার দৃঢ় কন্ঠে আদেশের সুরে বললো ।
“ হ্যাঁ ঠিক বলেছিস। মেরে ফেলবো আমি এই মাগীকে। „ বলে ববিতার দিকে এগিয়ে যেতে থাকে ।
“ না । আমায় গায় দাত দিও না। আমি প্রেগন্যান্ট !!!! „ ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ে ববিতা।
এই মহিলা , বিচক্ষণ মহিলা । যখন যুদ্ধ সমাপ্ত হতে যায় কিন্তু জেতার কোন লক্ষন দেখা যায় না , তখন ব্রহ্মাস্ত্র চালাতে হয় । ঠিক তেমনি ব্রহ্মাস্ত্র চালালো ববিতা । এই প্রেগন্যান্সির খবর শুনে ঘরে দুইজন ব্যাক্তির দুইরকম অভিব্যাক্তি হলো । আখতারের চোখ খুশিতে জলজল করে উঠলো। আর অমিতের চোখে ক্রুদ্ধ ও নিষ্ঠুরতার ছাপ স্পষ্ট । “ তবে রে নষ্টা বেশ্যা মাগী । স্বামীর পিছন পিছন পেট বাঁধিয়ে বসে আছিস। „ বলে এগিয়ে গেলো ববিতাকে মারার জন্য ।
“ না !!!! „ ভয় আর রাগ একসাথে বেরিয়ে আসে আখতারের গলা থেকে । আখতার দৌড়িয়ে গিয়ে অমিতকে কিছু বুঝতে দেওয়ার আগেই , আখতার তার ডান কাঁধ দিয়ে অমিতের পেটে গুঁতো মারলো। ( WWE এর ভাষায় একে বলে spear ) এই আকষ্মিক ঘটনায় সবাই হতবাক। এমন কোন ঘটনা ঘটবে সেটা কেউ ভাবতেই পারেনি। সবাই আরো বেশি ভীত সন্ত্রস্ত।
আখতারের মার খেয়ে অমিত ব্যাথায় কঁকিয়ে উঠে “ আহহহহঃ „ আওয়াজ করে পরে গেল মেঝেতে। তারপর আখতার আরো দুটো ঘুষি বসিয়ে দিল অমিতের গালে। অমিত কাতরাতে লাগলো ব্যাথায়। সে আখতার কে একটা সজোড়ে লাথি মেরে সরিয়ে দিল । আখতারকে মারার ইচ্ছা হচ্ছিল খুব কিন্তু ততক্ষণে সূর্য এগিয়ে আসছে দেখতে পেল। তাই ভাবলো “ এখন না পরে , এরা সব দলবেঁধে এসেছে । এদেরকে দেখে নেবে। „
অমিত উঠে বাইরে ফ্ল্যাটের বাইরে যেতে যেতে বললো “ শুয়োরের বাচ্চা গুলো তোদের দেখে নেবো আমি। সবকটাকে দেখে নেবো আমি। কাউকে ছাড়বো না । জ্যান্ত জ্বালিয়ে দেবো সবকটাকে। „ একটা ক্রুঢ় নিষ্ঠুর পৈশাচিক হাঁসি হেঁসে চলে গেল।
কয়েক মিনিটের মধ্যে এতকিছু হয়ে যাবে সেটা কেউ ভাবতে পারেনি। প্রায় তিন চার মিনিট পর সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এলো । ববিতা একটু স্বাভাবিক হতেই কেঁদে ফেললো। চোখ দিয়ে বার হলো অজস্র বারিধারা। আখতার সান্ত্বনা দেওয়ার জন্য ববিতার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলো । ত্রিয়াদি আর সূর্য ববিতাকে সান্ত্বনা দিয়ে বললো “ দেখ ববিতা ! রাত যতই অন্ধকার হোক না কেন , ভোরের আলো ঠিক অন্ধকার দূর করে দেয়। এখন যেটা হলো সেটার পর একটা সমাপ্তি আসবেই। সমাপ্তিটা খারাপ হবে কি সুখের হবে , সেটা জানি না । তবে আমরা সবাই একসাথে লড়বো। কাঁদিস না বোন আমার। সব ঠিক হয়ে যাবে। „
কিছুক্ষণ তারা ববিতাকে সান্ত্বনা দেওয়ার পর সূর্য বললো “ মা ! রাজকুমার একা ঘুমিয়ে আছে , জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। „
“ আমরা আসি ববিতা । „ বলে ববিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে ত্রিয়াদি ও সূর্য চলে গেল।
রাতে আখতারকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুয়ে আরো কাঁদলো ববিতা “ আমার খুব ভয় করছে জানো ও যদি কোন ক্ষতি করার চেষ্টা করে। „
“ তোমার আর আমার সন্তানের কোন ক্ষতি আমি হতে দেবো না। তুমি আমাকে বলোনি কেন তুমি প্রেগন্যান্ট ? „
“ আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। „
মুক্তি ( অষ্টম পর্ব )
অমিতের চলে যাওয়ার তিন দিন পর দুপুরে সবাই লাঞ্চ করছে। কলেজ ছুটি। কোন এক মনীষীর জন্মদিন। মনীষীর জন্মদিনে কলেজ ছুটি হয় কিন্তু অফিস ছুটি হয় না। সূর্য অফিসে চলে গেছে । আর তাই কারোর কোন তাড়াহুড়ো নেই। ত্রিয়াদিও এসছে একসাথে লাঞ্চ করবে বলে।
লাঞ্চ খাওয়া শুরু হওয়ার কিছুক্ষণ পর ববিতার ফোন বেজে ওঠে। একটা অচেনা নাম্বার। ফোনটা ধরতেই ওপার থেকে গম্ভীর ভারী কন্ঠে হিন্দি ভাষায় প্রশ্ন আসে ( এখানে বাংলায় বলছি ) “ আপনি কি মিসেস ববিতা ? অমিতের গুপ্তের স্ত্রী ? „
অমিতের নাম শুনতেই মুখ রক্ত শূন্য হয়ে যায় ববিতার। একটা ঠোক গিলে বলে “ হ্যাঁ বলছি । „
“ আমি উত্তরপ্রদেশের অমুক থানা বলছি আমার নাম ইন্সপেক্টর যাদব । আপনার স্বামীর মৃত্যু হয়েছে আজ। উনি যে বিল্ডিং এ কন্সট্রাকশন এর কাজ করছিলেন তার নীচে লাশ পাওয়া যায়। „
“ কি ! কি করে হলো ? „ বিষ্ময় ঝড়ে পড়ে ববিতার গলা থেকে।
“ দেখুন সেটা এখনো তদন্তাধীন। তদন্ত করার পর বলতে পারবো । দেখে মনে হচ্ছে আত্মহত্যা। আমরা পোসমর্টেম করে আপনাদের লোকাল থানায় পাঠিয়ে দেওয়া হবে । আপনি কালেক্ট করে নেবেন। „
“ হ্যালো ! হ্যাঁ ! হ্যালো ! বলছি ! „ ববিতার কথা শেষ হবার আগেই ফোনটা কেটে যায়। অন্য প্রান্তে ব্যাক্তির কোন জবাব আসেনা।
ফোনটা রাখতেই ত্রিয়াদির প্রশ্ন “ কার ফোন ছিল রে ? হিন্দিতে কথা বলছিলি । „
“ অমিত মারা গেছে । „ শান্ত গলায় বললো ববিতা।
এই প্রথম কোন ব্যাক্তির মৃত্যুতে সবাই খুশি হলো । “ নিজের পাপের সাজা পেলো । কি করে হলো ? „ ত্রিয়াদি জিজ্ঞেস করলো।
“ বলছে তো, বিল্ডিংয়ের নীচে লাশ পাওয়া যায়। দেখে মনে হচ্ছে আত্মহত্যা। পুলিশ তো তাই বললো । „
“ অমিত আর যাই করুক আত্মহত্যা করবে না । „ অমিতের মৃত্যুর খবর শুনে খুশি হলেও আত্মহত্যার কথা মেনে নিতে পারছে না ত্রিয়াদি।
খবরটা শুনে সবথেকে বেশি খুশি হলো আখতার । অমিত কে মারার পর তার মধ্যে একটা ভয় কাজ করছিল। সেই ভয় থেকে এখন মুক্তি পেলো। সবাই এখন বেশ খুশি অমিতের মৃত্যুতে । রাতে ববিতা আখতারের বুকে মাথা রেখে খুব কাঁদলো । এই কান্না ছিল মুক্তির কান্না। তারপর থেকে বেশ ভালোই ঘুম হয় ববিতার ।
তিন দিন পর শনিবার লোকাল থানা থেকে ফোন এলো। কিছু কাগজে সই করে মর্গ থেকে লাশ কালেক্ট করার জন্য।
সূর্য আখতার আর রবি গেল থানায় । সূর্য গিয়ে সেখানকার বড়ো বাবুর সাথে কথা বললো । “ কি হয়েছিল বলুন তো ? „
“ দেখুন আমরা বেশি জানি না। আমাদেরকে তদন্তের যতটুকু জানানো হয়েছে আমরা সেটাই বলতে পারি। „
“ সেটাই বলুন। আমরা এই কয়দিন খুব চিন্তায় আছি। হলো টা কি। মেসো কিন্তু আত্মহত্যা করার মত লোক ছিলেন না। „
“ তাহলে শুরু থেকেই বলছি। সকালে যখন সবাই ঘুম থেকে ওঠে তখন একজন লেবার প্রথম দেখতে পায় লাশটাকে । সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় কয়েকদিন ধরেই নাকি অমিতের মেজাজ চড়ে ছিল। সবার সাথেই খারাপ ব্যাবহার করছিল। একজনের সাথে ঝামেলাও হয় নাম মনে নেই। সেই ব্যাক্তিকে খুনের হুমকি পর্যন্ত দেয় অমিত। তার পরের দিনেই এই মৃত্যু। এতোটাই আমাদের জানানো হয়েছে। „ বললেন থানার বড় বাবু।
“ বুঝলাম। তা কারোর সাজা হবে না। „
“ আরে মশাই সাজা তো তখন হবে যখন তদন্ত হবে। ওই জায়গাটা এমনই একটা মৃত্যুর দুই ঘন্টা পরে আর একটা লাশ পাওয়া যায়। ফলে পুরানোটা ফাইলে চাপা পড়ে। আপনি যদি তদন্ত করাতে চান তাহলে সমস্যা তো হবেই। কারন ওটা আলাদা রাজ্য। „
“ আমরা তদন্ত চাই না। পারিবারিক অনেক সমস্যা আছে। „
“ এইতো তাহলে চেপে যান আপনারা। সুখে থাকুন আর পরিবারের কেউ থাকলে এখানে একটা সই করে মর্গে চলে যান। „ অপ্রাপ্তবয়স্ক রবি একটা সই করে চলে এলো থানা থেকে।
তারপর শরীর নিয়ে গঙ্গায় গেল তিন মূর্তি । সেখানে অমিতের মুখাগ্নি করলো রবি। গঙ্গাস্নান করে নেঁড়া মাথা নিয়ে ফিরলো রবি সাথে আখতার আর সূর্য। অমিতের মড়া মুখ দর্শন করেনি ববিতা।
এর কিছুদিন পরের ঘটনা ........
কয়েকদিন ধরে সূর্যের বেশ খাটাখাটনি চলছে। ব্যাঙ্কে যাওয়া, উকিলের সাথে কথা বলা দলিল ঘাটা , আসানসোল যাওয়া। এসব একটা ঝামেলা। সব ঝামেলা যেদিন মোটামুটি মিটলো সেদিন বাড়ি ফিরে দেখে ঘরে তালা মারা। তার মানে মা গেছে মাসির কাছে ।
সূর্য উপরে চলে গেল। দরজায় বেল বাজাতেই রবি দরজা খুললো। আর সঙ্গে সঙ্গে রাজকুমার এসে জড়িয়ে ধরলো। সূর্য রাজকুমার কে নিয়ে সোফায় এসে বসে বসলো “ খুকি একতু জল দাও । „ বাচ্চা সুলভ ইয়ার্কি করে বললো রাজকুমার । রাজকুমার এখনো কয়েকটা বর্ণ বলতে গিয়ে তোতলায় ।
সূর্য হো হো করে হেঁসে উঠলো। ত্রিয়াদি জল আনলো। সেটা সূর্য কে দিয়ে রাজকুমার কে কোলে নিয়ে বললো “ তুমি খুব দুষ্টু হয়েছো । কতবার বলেছি বড়ো দের নাম ধরবে না। এবার নাম ধরলে মারবো। „ বলে চোখ বড়ো বড়ো রাগী মুখ করে একটা হাতের তালু দেখালো ত্রিয়াদি।
রাজকুমার মুখ কাচুমাচু করে নিচে নামিয়ে নিল। ত্রিয়াদি সেটা দেখে একটু হেঁসে রাজকুমার এর গালে একটা চুমু খেলো। রাজকুমার হেঁসে উঠলো।
সূর্য সবাইকে আসতে বললো আর রবিকে বললো রাজকুমার কে নিয়ে যেতে। রবি তাই করলো। ববিতা ত্রিয়াদি আর আখতার সূর্যের আশেপাশে বসলো।
“ মাসি অমিতের পৈতৃক বাড়ি কোথায় জানো ? „
“ আসানসোল। ওখানেই আমাদের বিয়ে হয়েছিল অবশ্য তারপর এখানে চলে আসি আর আসানসোল যাওয়া হয়নি। „
“ এটা জানো দেখছি। কিন্তু এটা জানো যে অমিতের পৈতৃক সম্পত্তি কত আছে ? „
“ না । জানি না । কখনো এই নিয়ে কথা হয়ি নি আমাদের মধ্যে । „
“ তাহলে এখন জানো মাসি। অমিতের এক কাকাতো ভাই আছে। নাম গনেশ গুপ্ত। তার কাছে গিয়েই সব দলিল দেখে কথা বলে এলাম । ওই কাকাতো ভাই এতদিন সম্পত্তি দেখছিল। তাকে গিয়ে রবির অধিকারের কথা বলতেই সে বললো..... দাদার সম্পত্তি ও নিতে চায় না। এটা নাকি পাপের সম্পত্তি। „
“ তা অমিতের এই পৈতৃক সম্পত্তি মিলিয়ে প্রায় 30-35 লাখ টাকার জমি আছে। আর ব্যাঙ্ক ব্যালেন্স মিলিয়ে আরো পাঁচ লাখ। এতকিছু থাকতেও ও তোমাদের ভিখারির মতো রাখতো। থাক যা হওয়ার হয়ে গেছে। আমি সবকিছু ঠিক করে এলাম । রবি প্রাপ্ত বয়স্ক হলেই সব সম্পত্তি ও পাবে তার আগে মাসি দেখবে ।
কথাটা শুনেই ববিতার চোখ ঝাপসা হয়ে এলো। এক ফোঁটা জলও দেখা দিল বোধ হয়।
( অমিতের মৃত্যু রহস্য ...... যেটা কেউ কখনো জানবে না। )
বড়ো বড়ো কনস্ট্রাকশন কোম্পানি যখন কোন বিল্ডিং বানাতো তখন সেখানে লেবার জোগাড় দেওয়া ছিল অমিতের কাজ। বাংলায় বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার পর আর কোন কোম্পানি তাকে কাজে নিত না। সব জায়গায় গোলমাল বাঁধাতো অমিত। তাই সে কিছু বছর হলো বিহার উত্তরপ্রদেশ চলে গেছে কাজের জন্য। সাথে মেয়ের নেশা তো ছিলোই। বর্তমানে উত্তরপ্রদেশের অমুক স্থানে একটা চার তলা বিল্ডিং বানানোর দায়িত্বে ছিল অমিত। ছাদ, পিলার , সিড়ি বানানো হয়ে গেছিল। শুধু চারিদিকে দেওয়াল দেওয়া বাকি। ইট আসতে এক সপ্তাহ লাগবে, এই সুযোগে সে এসছিল ববিতার শরীর ভোগ করতে।
আখতারের কাছে মার খেয়ে আর ত্রিয়াদির কাছে পুলিশের শাসানি হুমকি শুনে অমিত খুব রেগে ছিল। মনে মনে ভাবছিল এই শুয়োরের বাচ্চা গুলোকে কিভাবে শায়েস্তা করা যায়। ভাবতে ভাবতে সে নিজের কর্মস্থান অমুক যায়গায় চলে যায়। সেখানে ত্রিপাঠী নামের একজন ছিল। সে লেবার বা রাজমিস্ত্রীদের পছন্দের একজন। অমিতের পরেই ত্রিপাঠীর স্থান। ত্রিপাঠীর সাথে টাকা নিয়ে ঝামেলা হয় । মালিক যতো টাকা দিচ্ছিল লেবারদের । সেই পরিমাণ টাকা লেবাররা পাচ্ছিলনা। অমিত মাঝখানে টাকা সরিয়ে রাখছিল।
এই টাকা নিয়েই ত্রিপাঠী কে প্রাণে মারার হুমকি দেয় অমিত। রাতে একজন দেহব্যবসায়ীর সাথে শুয়ে এসে , মদ খেয়ে ঘুমিয়ে পরে অমিত। মাঝরাতে পেশাব পায় অমিতের। অমিত উঠে গিয়ে তিনতালার রেলিং এর পাশে দাঁড়িয়ে পেশাব করতে থাকে। এই সুযোগে ছিল ত্রিপাঠী। সে আস্তে আস্তে এসে অমিতের পিছনে একটা লাথি মারে । অমিত টাল সামলাতে না পেরে পড়ে যায়। নিচে স্টনচিপ ছিল , তাতে লেগে মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় অমিত। যদি হসপিটালে নিয়ে যাওয়া হতো তাহলে বেঁচে যেত। কিন্তু সেই সুযোগটাও পায়না অমিত। ভোর রাতের দিকে প্রাণ ত্যাগ করে অমিত।
সময় চলিয়া যায় নদীর জলের মতো কিন্তু আখতার যেটা ভেবেছিল সেটা হচ্ছে না । প্রতি রাতে একবার হলেও সম্ভোগ করার পর আখতারের বারবার মনে হতে লাগলো আর শেষ একবার। তারপর পালাবো । কিন্তু সেই শেষ একবার , আসে না কখনো । এক অদৃশ্য বন্ধনে যেন বাঁধা পড়েছে আখতারের মন । ববিতার শরীরের প্রেমে পড়েছে নাকি মনের প্রেমে পড়েছে সেটা immature আখতার বুঝতে পারে না । সে শুধু ববিতার শরীরটা কে চেয়েছিল তাহলে তার মন এখন কেন বিদ্রোহী হয়ে উঠছে ? ওর মন কি ববিতার শরীরের নেশায় মেতে উঠেছে ? নাকি মনের প্রেমে পড়েছে ?
একদিন দুপুর বেলা ত্রিয়াদি আর ববিতা গল্প করছিল । রাজকুমার তখন ঘুমিয়ে । ববিতা বেশ লাজুক মুখ করে বললো “ তুমি বলেছিলে না আখতার কে বেঁধে রাখার জন্য কিছু একটা করতে । „
“ হ্যাঁ , হ্যাঁ বলেছিলাম। তা কি করলি তুই ? „ ত্রিয়াদির উৎসাহ দেখার মতো বিষয়।
ববিতা বেশ লজ্জা পেয়ে চোখ নামিয়ে বললো “ আমি প্রেগন্যান্ট । „
“ আরে এতো খুবই সুখবর । „ বলে ববিতাকে জড়িয়ে ধরলো । “ আখতার কে জানিয়েছিস ? „
“ না । „
“ কখন জানাবি ? „
“ যখন জানানোর দরকার পড়বে ! „
ত্রিয়াদি বেশ ইয়ার্কির ছলে বললো “ বা !! অনেক বুদ্ধি খুলেছে তোর । „
শনিবার কলেজ হাফ ডে হয় । তাই আখতার আর রবি দুপুরেই বাড়ি চলে এলো । বাড়ি ফিরে স্নান করে খেয়ে দেয়ে যখন সবাই বসেছে । তখন দরজায় কলিং বেল বেজে উঠলো । ববিতা গিয়ে দরজা খুলতেই দেখে সামনে ত্রিয়াদি দাড়িয়ে আছে কোলে রাজকুমার ঘুমিয়ে আছে আর পাশে সূর্যও আছে ।
“ আরে তোমরা সবাই একসাথে । „ খুশি হয়ে বললো ববিতা ।
“ হ্যাঁ ! আসতে হলো । অনেক দিন ধরে সূর্যের ইচ্ছা ছিল আখতারের সাথে দেখা করার। তাই আজকে সুযোগ বুঝে চলে এলাম । „ বললো ত্রিয়াদি।
“ আরে বাইরে দাড়িয়েই কথা বলবে নাকি !!! এসো ভিতরে এসো । „
সূর্য জিজ্ঞেস করলো “ কেমন আছো মাসি ? „
“ আগের থেকে অনেক ভালো । সোফায় বসো তোমরা । আমি ওকে ডেকে দিচ্ছি । „ বলে রবির ঘরে চলে গেল।
সেখানে রবি আর আখতার খাটে শুয়ে ফোনে গেম খেলছে । “ এই শুনছো !! তোমার সাথে একজন দেখা করতে এসছে । বাইরে এসো । „
আখতার গেম বন্ধ করে বাইরে এলো “ কে আবার আমার সাথে দেখা করতে এলো এই সময়ে । „
বাইরে এসে দেখে সোফায় বসে আছে একজন চব্বিশ পঁচিশ বছরের সুদর্শন ক্লিন শেভড যুবক । “ আপনাকে তো ঠিক চিনলাম না !! „
“ আরে চেনার জন্যেই তো এলাম । বসো বসো । „ বলে মুচকি হেঁসে পাশে সোফার ফাঁকা অংশটা হাত দিয়ে দেখিয়ে দিল সূর্য ।
আখতার বসলো । দেখলো সামনে ত্রিয়াদিও বসে আছে । ত্রিয়াদির সাথে আগে দেখা হয়েছে আলাপও হয়েছে কিন্তু তেমন কথা হয়নি । ত্রিয়াদির শরীরের সৌন্দর্য অনেকটা ববিতার মতোই বা বলা চলে ববিতার থেকেও ভালো। কিন্তু ত্রিয়াদি কে দেখে আখতারের তেমন কোন উত্তেজনা হয়নি । বরং দিদি বলেই ডাকতে ইচ্ছা হয়েছে আখতারের । এমন ইচ্ছার কারন জানা নেই আখতারের ।
আখতার সোফায় বসতেই সূর্য কথোপকথন শুরু করলো । “ তোমার পুরো নাম কি ? „
“ আখতার হোসেন । আর আপনার ? „
“ আপনি না ! তুমি । আমায় তুমি বলে ডাকতে পারো । আমার নাম সূর্য পাল । আমি নিউটাউনের একটা IT sector এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর চাকরি করি । 10-6 PM এর চাকরি । „
ববিতা আর ত্রিয়া দি পাশাপাশি একটা সোফায় বসে আছে আর রাজকুমার ঘুমিয়ে আছে ত্রিয়াদির কোলে ।
কিছুক্ষণ পর সূর্য রাজকুমার ঘুমিয়ে আছে দেখে নিয়ে আবার বললো “ আমি মায়ের মুখে তোমার আর মাসির সম্পর্কের কথা শুনলাম । শুনে খুব খুশি হয়েছি যে , এতদিনে মাসির দুঃখ ঘুঁচেছে । তুমি হয়তো জানো না তোমার আসার আগে মাসির জীবন নরক ছিল বললে ভুল হবে না !!! „
“ আমি জানি সব । „ মাথা নিচু করে বললো আখতার । “ রবি আর ববিতা আমাকে বলেছে । „
ত্রিয়াদি ববিতা সূর্য সবাই চুপ। কিছুক্ষণ পর সূর্য বললো “ তুমি যদি সত্যি মাসিকে ভালোবেসে থাকো , তাহলে তোমাকে কিন্তু ভবিষ্যতে অনেক কঠিন পরিক্ষা দিতে হবে !!!! „
“ এই খোকা ! কি হচ্ছে এসব ? ও এখনো ক্লাস টেনে পড়ে আর তুই ওকে ভয় দেখাচ্ছিস । „ রেগে গিয়ে বললো ত্রিয়াদি ।
শান্ত গলায় সূর্য বললো “ মা আমি সত্যিটা বলছি। তুমি আর আমি ভালো করে জানি ভালোবাসা প্রেম এগুলো মানুষকে কোন না কোন এক সময় বড়ো পরিক্ষার সামনে দাঁড় করিয়ে দেয়। .......... „
কথাটা হয়তো শেষ হয়নি। হয়তো সূর্য আরো কিছু বলতো কিন্তু ঠিক সেই সময়ে ববিতার ফোন বেজে উঠলো তাই সূর্য চুপ করে গেল । ববিতা সূর্য আর আখতারের কথোপকথন শুনে বেশ উদাসীন মনমরা হয়ে পড়েছিল। তাই সে উদাসীন মুখেই ফোনটা দেখলো । ফোনে চোখ পড়তেই ববিতা চমকে ওঠে আর ওর হাত থেকে ফোনটা পড়ে যায় । ত্রিয়াদি ববিতার পাশেই বসেছিল তাই সে বেশ অবাক হলো ববিতার এই রকম হঠাৎ চমকে ওঠায় সে কিছুটা অবাক হয়ে নিচে পড়ে থাকা ফোনটা তুলে দেখলো । তখনও রিং হয়ে যাচ্ছে ত্রিয়াদি চোখ তুলে ভীত কন্ঠে বললো “ অমিত । „ তার মুখ ভীত ও সন্ত্রস্ত ।
নামটা শুনেই আখতারের চোখ বড়ো বড়ো হয়ে উঠলো সাথে একটু ভয়ও পেলো । সূর্য বুঝলো অমিত ফোন করেছে। “ মা তুমি ফোনটা রিসিভ করে স্পিকারে দাও আর মাসি তুমি ভয় না পেয়ে কথা বলো । „
ত্রিয়াদি তাই করলো ।
“ হ্যালো । „
“ হ্যালো !!! হ্যাঁ । আমি অমিত বলছি । „
“ হ্যাঁ । আমি ববিতা । তুমি কেমন আছো ? „
“ কালকে রবিবার । কালকে বাড়ি আসবো বলে ফোন করেছি। বেশ কয়েকদিন থাকবো । এখান কাজে ব্যাস্ত তাই ফোন রাখছি । „ বলে ফোনটা কেটে দিল ।
“ দেখলে জানোয়ারটাকে ! মাসি কেমন আছো জিজ্ঞেস করলো , কোন উত্তর দিল না। এমনকি মাসি রবি সুস্থ , ঠিকঠাক আছে কিনা সেটাও জিজ্ঞেস করলো না। „ বেশ বিরক্তিকর গলার সুরে বললো সূর্য।
সবাই চুপ। কিছুক্ষণ পর সূর্য শান্ত অথচ আপসোস এর কন্ঠে বললো “ মা তুমি কিছুক্ষণ আগে আমাকে থামতে বলছিলে না। দেখো এখন সত্যি সত্যি আখতারের পরিক্ষা শুরু হয়েছে। কালকে সেই পরিক্ষা। „
কথাটা সত্যি । তাই সবাই চুপ । কারোর মাথায় কিছু আসছে না । কিন্তু এটা সবাই বুঝতে পারছি সবাইকে এক হয়ে যা করার করতে হবে। কিন্তু কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। ঘরের ভিতর থেকে রবি সবকিছু শুনতে পাচ্ছিল । অমিতের নাম শুনেই রবি বাইরে বেরিয়ে এসেছিল ফোন ধরার আগে । রবি বললো “ আমি করবো যা করার । „
সবাই রবির দিকে অবাক দৃষ্টিতে তাকালো । সবাই এখন কোন এক অজানা ভয়ের আশঙ্কায় ভীত ।“ আমি বলবো বাবাকে ডিভোর্সের কথা। „
আখতার খুব ভয় পেতে লাগলো অমিতের আগমনের কথা চিন্তা করে । কিন্তু তাকেই যে এই নাট্যমঞ্চের নাটকের মূখ্য চরিত্রে অভিনয় করতে হবে । না , অভিনয় নয় । যুদ্ধ করতে হবে । যুদ্ধ জিতে , বন্দিনী ববিতাকে উদ্ধার করতে হবে । কিন্তু বাঁ কাঁধের ত্রিশূল ধারী শয়তানটা বারবার বলতে লাগলো , পালা এখান থেকে । এসব প্রেম ভালোবাসা মিথ্যে। নিজের জীবন বাঁচা । পালা এখান থেকে ।
“ দেখো। আমি একা কিছু করতে পারবো না । যদি আমি একা বাবাকে ডিভোর্সের কথা বলি তাহলে বাবা আমাকে ফের হসপিটালাইজড করে দেবে। তাই তোমাদের সবার সাহায্য দরকার। „ সবাই রবির কথা মন দিয়ে শুনলো ।
ত্রিয়াদি রবির কথা শোনার পর বললো “ মনে হচ্ছে তোর কোন প্ল্যান আছে । „
“ আছে তো মাসি। অবশ্যই আছে। বিগত এক মাস ধরে আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। একটা প্ল্যান আছে শোনো সবাই। „
তারপর সবার মধ্যে কিছুক্ষণ ধরে একটু গুজুর গুজুর করে কথা কাটাকাটি হলো । তারপর সবাই মিলে রবির প্ল্যান টাকে ফুল প্রুফ করে দিল ।
তারপর সবাই মিলে আড্ডা দিয়ে চা বিস্কুট খেয়ে যে যার কাজে চলে গেল ।
{ ( এখানে অমিতের চরিত্র সম্পর্কে বলা উচিত )
( ছোটবেলা থেকেই মেয়ে বাজী করে বড়ো হয়েছে অমিত। খুবই কিপ্টে দুশ্চরিত্র বদমেজাজি প্রকৃতির মানুষ। উচ্চতায় 5'5 । শ্যামলা গায়ের রং। চোখ সব সময়ই রক্তজবা। মুখের ভাষা খারাপ। বাবা মা ভেবেছিল বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তাই ববিতার সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ে করার পরেই কলকাতা চলে আসে অমিত। তারপর কনস্ট্রাকশন এর কাজ শুরু করে। এরাজ্য ও রাজ্য করে বেড়াতে লাগলো । সেখানে যতো বেশ্যা পাড়া আছে কল গার্ল আছে সবাই কে দিয়ে নিজের শরীরের ক্ষিদে মেটায়। যখনই ববিতার শরীরের কথা মনে পড়ে তখন সে এসে ববিতাকে ভোগ করে চলে যায়। সংসার করার, সন্তান লালনপালন করার কোন ইচ্ছা নেই অমিতের। যতোটা পরিমাণ টাকা না দিলেই নয় ততো পরিমানেই ববিতাকে পাঠায়। এতে খুব কষ্ট করে রবির পড়াশোনা আর খাওয়া দাওয়া চলে। ববিতার সাজগোজ শখ আহ্লাদ মেটে না। ) }
পরের দিন রবিবার। রবির প্ল্যান মতো আখতার ঘুম থেকে উঠেই নিজের সমস্ত জামা কাপড় টুথব্রাশ নিয়ে ত্রিয়াদির ফ্ল্যাটে চলে গেল। যেসব জিনিস আখতারের অস্তিত্ব প্রমাণ করে সেই সব কিছুই সে সাথে নিয়ে নিচে নেমে গেল ।
নিচে নেমে ত্রিয়াদির ফ্ল্যাটের ডোরবেল বাজালো আখতার। কয়েক সেকেন্ড পর সূর্য দরজা খুলে দিলো । “ এসো ভিতরে এসো । „
ফ্ল্যাটে ঢুকে লিভিং রুমের সোফায় বসলো আখতার। বসার পর দেখলো লিভিংরূমের দেওয়ালে একটা অঙ্কন চিত্র। ভালোভাবে দেখার জন্য কাছে গিয়ে দেখে দ্রোপদীর বস্ত্রহরণের মুহুর্তে যখন সেই মহিয়সী নারী কৌরব বংশের ধ্বংসের অভিশাপ দিচ্ছিল ঠিক সেই মুহুর্তের পেন্টিং। অস্ফুটে মুখ ফুটে বেরিয়ে যায় “ আরে এতো দিদির পেন্টিং । „
“ তুমি মাকে দিদি বলছো কেন ? মা তোমার থেকে বয়সে অনেক বড়ো হয় যে !!! „ সূর্য হাঁসতে হাঁসতে জিজ্ঞেস করলো । রাজকুমার তখনও ঘুমিয়ে।
আখতারও হাঁসতে হাঁসতে বললো “ দেখো ! যদি ববিতা সম্পর্কে আমার স্ত্রী এর মতো হয় আর আমার স্ত্রী যদি ত্রিয়াদি কে দিদি বলে ডাকে তাহলে তোমার মা সম্পর্কে আমার শালী হয়। „ কথা বন্ধ করে একটু হেঁসে নিল আখতার তারপর আবার বললো “ এবার বয়সে তোমার মা আমার থেকে অনেক বড়ো তাই শালীর জায়গায় দিদি বলাই ভালো । „
এইরকম যুক্তি শুনে সূর্য থ মেরে গেল আর রান্নাঘরে কাজ করতে থাকা ত্রিয়াদি আখতারের যুক্তি শুনে মুক্তোর মতো দাত নিয়ে হেসে ফেললো । “ ভালো যুক্তি দেখিয়েছিস তো। „
আখতার নিজের জামার কলারটা একটু ঠিক করে নেয় । এটা দেখে সূর্যও হেঁসে ফেলে । “ বসো তোমার সাথে অনেক কথা আছে । আর হ্যাঁ ওটা মায়েরই পেন্টিং আমি এঁকে ছিলাম। „
“ আঁকার হাত সুন্দর তোমার । „
“ ধন্যবাদ । তা এসো না মাঝে মাঝে আমাদের বাড়ি ছুটির দিনেয়। আড্ডা হবে জমিয়ে । মাঝে মাঝে শপিং করতে ঘুরতেও যেতে পারি । „
“ আড্ডা দিতে আমার খুব ভালো লাগে। কলকাতায় আছি তবে এখনো কলকাতা দেখা হয়নি। „
“ আমার শনি রবিবার পুরো ছুটি। ছুটির দিনেই যাওয়া ভালো আর সবাই মিলে ঘুরতে গেলে জমে ভালো। „
দুপুরে খাওয়ার জন্য ত্রিয়াদি রেঁধেছে মাংস ভাত। রবিবার দুপুরে বেশিরভাগ বাঙালী বাড়িতে এটাই রান্না হয় । হাত মুখ ধুয়ে খেতে বসে একটা অবাক জিনিস দেখলো আখতার । লোক চার জন কিন্তু খাবার প্লেট মাত্র দুইজন । সে কিছু বলতে পারলো না। জিজ্ঞাসাও করতে পারলো না যে বাকি দুজন খাবে না?
আখতারের জন্য ভাত বাড়া হয়ে গেলে ত্রিয়াদি আর একটা থালায় তিনজনের খাবার এর মতো ভাত নিল। আখতার শুধু দেখছে এই মহিলা কি করছে । ভাত বাড়া হয়ে গেলে ত্রিয়াদি ঘরে থাকা সূর্যের উদ্দেশ্যে ডাক দিল “ খোকা চলে আয়। „
সঙ্গে সঙ্গে সূর্য হাত মুখ ধুয়ে এসে ত্রিয়াদির পাশে বসলো । ত্রিয়াদি মাংস ভাত মেখে নিজে খেতে শুরু করলো এবং পাশে বসা চব্বিশ বছর বয়সের সূর্যকেও নিজে হাতে খাওয়াতে শুরু করলো।
আখতারের এই অবাক দৃষ্টি এবং কৌতূহল দেখে ত্রিয়াদি হেঁসে বললো “ ছোটবেলা থেকে খাইয়ে দিয়ে অভ্যাস খারাপ হয়ে গেছে। এখন ধেড়ে হয়ে গেছে তবুও না খাইয়ে দিলে খাবেই না। „
আখতার মুচকি হেঁসে বললো “ এসব ছোট ছোট জিনিসই তো প্রেম ভালোবাসার আসল প্রতীক । যখন মানুষের শরীর আর কাম চায় না তখন ওই ছোট ছোট জিনিস গুলোই মানুষের সুখের নীড়ে পরিনত হয় । „
“ বাব্বা তুমিতো বেশ শব্দের জাদু জানো। তা এই শব্দের বাণ চালিয়েই কি আমার শান্ত মিষ্টি স্বভাবের ভোলাভালা বোনটাকে সম্মোহন করে রেখেছো । „
আখতার লাজুক হেঁসে মাথা নিচু করে ভাত খেতে থাকে । আখতারের এই লাজুক ব্যবহার দেখে সূর্য ত্রিয়াদি দুজনেই মুচকি হাঁসতে লাগলো ।
সূর্য ও ত্রিয়াদির খাওয়া হয়ে গেলে। ত্রিয়াদি রাজকুমার কে ঘুম থেকে তুলে দিয়ে খাইয়ে দিতে লাগলো। কিন্তু তিন বছরের বাচ্চা এক জায়গায় বসে থাকবে কেন। সে এক গ্রাস মুখে নেয় আর এদিক ওদিক ছুটতে থাকে । শেষে রণে নামতে হলো সূর্যকে। সূর্য আর আখতার ক্রিকেট খেলা দেখছিল। সূর্য উঠে গিয়ে রাজকুমার কে ধরে কোলে নিয়ে সোফায় বসলো। আর ক্রিকেটের চ্যানেল পাল্টিয়ে ডোরেমন এর কার্টুন চালিয়ে দিল। ত্রিয়াদি সূর্যের পাশে বসে রাজকুমার কে খাইয়ে দিল। এইটুকু ভাত কিন্তু খেতে সময় নিল প্রায় এক ঘন্টার কাছাকাছি। আখতারকে দেখে ত্রিয়াদি ইয়ার্কি করে বললো “ তোমার আর ববিতার যখন সন্তান হবে তখন সামলাতে পারবে তো ? „
“ আগে সন্তান সুখ পাই তারপর সন্তানের দুষ্টুমির সুখও সহ্য করে নেবো। আমার অভ্যাস আছে। বাড়িতে চাচার এই কয়েক বছর আগে ছেলে হলো। রাজকুমারের বয়সী। তাকে কোলে নিয়ে অনেক বার সামলিয়েছি । „
“ কিন্তু ! ভাই আমার ! অন্যের সন্তান আর নিজের সন্তান যে সম্পূর্ণ আলাদা !! „
“ আগে সন্তান হোক তখন দেখা যাবে। তবে কুড়ির আগে আমি সন্তান চাই না। পড়াশোনা শেষ করবো তারপর সন্তান দেখভাল করবো। „
আখতারের কথা শুনে ত্রিয়াদি হাঁসে কিন্তু এই হাঁসির অর্থ কেবল মাত্র সূর্য ব্যাতীত আখতার বুঝতে পারে না।
রাজকুমারকে খাওয়ানো হয়ে গেলে তার এঁটো মুখ ধুয়ে দেওয়ার পরমুহুর্তেই সূর্যের ফোন বেজে উঠলো ।
“ হ্যালো । হ্যাঁ আমি রবি বলছি। „
“ হ্যাঁ বল ! „
“ বাবা চলে এসছে । বাথরুমে গেছে ফ্রেস হতে।এক্ষুনি বেরিয়ে আসবে। আমি এখন রাখছি। ঠিক সময় মত আবার ফোন করবো তখন তোমরা সবাই উপরে চলে এসো। „
“ হ্যাঁ ! সে ঠিক সময়ে চলে যাবো । সাবধানে থাক। „
সূর্যের মুখে অমিতের আগমন শুনে সবার মুখে একটা সন্ত্রস্ত ভাব দেখা গেল । কেউ কিছু বললো না । সবাই রাতের জন্য অপেক্ষা করতে লাগলো।
দুপুরে যখন অমিত এলো তারপর থেকে একবারও রবিকে কিংবা ববিতাকে জিজ্ঞাসা করেনি কেমন আছো ? সবকিছু ঠিকঠাক চলছে কিনা ।
রাত ঠিক দশটার কিছু আগে যখন অমিত টিভি দেখছিল । আর ববিতা দুপুরের রান্না গরম করে ডাইনিং টেবিলে রাখছিল। তখন রবি এসে পাশে বসলো। অমিত রবির দিকে তাকালো কিন্তু কিছু বললো না । রবি খুবই সাবধানে নিজের ফোনটাকে সাইলেন্ট করে দিয়ে সূর্যকে ফোন করলো। সূর্য সেটা রিসিভ করলো দেখে রবি বললো “ বাবা তোমার সাথে কিছু ছিল । „
" বল । „
“ আমি আর মা দুজনেই এই পরিস্থিতি থেকে মুক্তি চাই । „
“ কোন পরিস্থিতি। এই বাড়িতে আর থাকতে চাইছিস না তোরা । তোদের থাকার জন্য কি আমি তাজমহল বানিয়ে দেবো । „ ক্রুর হাঁসি হেঁসে বললো অমিত। আর অমিতের কথা শুনে ববিতা ভয়ে কেঁপে উঠলো ।
“ না বাবা । আমি বাড়ি বদলানোর কথা বলছি না। আমরা তোমার হাত থেকে থেকে মুক্তির কথা বলছি। „ ভয়ে ভয়ে কাঁপা গলায় বললো রবি।
রবির বাবা মারমুখী হয়ে ওঠার ঠিক আগেই দরজায় কলিংবেল বেজে উঠলো । ববিতা গিয়ে দরজা খুলতেই আখতার , ত্রিয়াদি আর সূর্য ঢুকলো। সবার মুখেই তখন ভীত সন্ত্রস্ত ভাব। কেউ জানে না কি হবে।
“ তোমরা এতো রাতে এখানে। আর এই ছোকরটি কে ? „ অমিত গর্জে উঠলো।
“ বাবা এর নাম আখতার। মাকে খুব ভালোবাসে। তাই আমি তোমাদের ডিভোর্সের কথা বলছি। „ রবির গলা আরো কাঁপছে
“ জানোয়ারের বাচ্চা ! বাবা মায়ের ডিভোর্স করাবি তুই। „ বলে রবিকে মারতে উদ্ধত হয় অমিত ।
“ না তুমি এটা করতে পারো না । „ কঠিন দৃঢ় কন্ঠে বলে উঠলো ত্রিয়াদি । “ তুমি যদি ওর গায় হাত তোলো তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। „
“ আমার ছেলের গায় আমি হাত দেবো তুই কেরে মাগী কথা বলার । „ অমিত গর্জে উঠলো।
“ খবরদার আর একটি বার যদি মাকে নিয়ে কিছু বলো তাহলে তোমার গলার টুটি আমি ছিঁড়ে ফেলবো । „ সূর্য চোখ বড়ো বড়ো করে রেগে গিয়ে বললো। গলায় তার ক্রুদ্ধতার স্বর স্পষ্ট।
“ হয় তুমি এদেরকে পুরোপুরি মেরে ফেলো , নাহলে এদের স্বাধীন ভাবে বাঁচতে দাও। এইভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো। „ ত্রিয়াদি আবার দৃঢ় কন্ঠে আদেশের সুরে বললো ।
“ হ্যাঁ ঠিক বলেছিস। মেরে ফেলবো আমি এই মাগীকে। „ বলে ববিতার দিকে এগিয়ে যেতে থাকে ।
“ না । আমায় গায় দাত দিও না। আমি প্রেগন্যান্ট !!!! „ ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ে ববিতা।
এই মহিলা , বিচক্ষণ মহিলা । যখন যুদ্ধ সমাপ্ত হতে যায় কিন্তু জেতার কোন লক্ষন দেখা যায় না , তখন ব্রহ্মাস্ত্র চালাতে হয় । ঠিক তেমনি ব্রহ্মাস্ত্র চালালো ববিতা । এই প্রেগন্যান্সির খবর শুনে ঘরে দুইজন ব্যাক্তির দুইরকম অভিব্যাক্তি হলো । আখতারের চোখ খুশিতে জলজল করে উঠলো। আর অমিতের চোখে ক্রুদ্ধ ও নিষ্ঠুরতার ছাপ স্পষ্ট । “ তবে রে নষ্টা বেশ্যা মাগী । স্বামীর পিছন পিছন পেট বাঁধিয়ে বসে আছিস। „ বলে এগিয়ে গেলো ববিতাকে মারার জন্য ।
“ না !!!! „ ভয় আর রাগ একসাথে বেরিয়ে আসে আখতারের গলা থেকে । আখতার দৌড়িয়ে গিয়ে অমিতকে কিছু বুঝতে দেওয়ার আগেই , আখতার তার ডান কাঁধ দিয়ে অমিতের পেটে গুঁতো মারলো। ( WWE এর ভাষায় একে বলে spear ) এই আকষ্মিক ঘটনায় সবাই হতবাক। এমন কোন ঘটনা ঘটবে সেটা কেউ ভাবতেই পারেনি। সবাই আরো বেশি ভীত সন্ত্রস্ত।
আখতারের মার খেয়ে অমিত ব্যাথায় কঁকিয়ে উঠে “ আহহহহঃ „ আওয়াজ করে পরে গেল মেঝেতে। তারপর আখতার আরো দুটো ঘুষি বসিয়ে দিল অমিতের গালে। অমিত কাতরাতে লাগলো ব্যাথায়। সে আখতার কে একটা সজোড়ে লাথি মেরে সরিয়ে দিল । আখতারকে মারার ইচ্ছা হচ্ছিল খুব কিন্তু ততক্ষণে সূর্য এগিয়ে আসছে দেখতে পেল। তাই ভাবলো “ এখন না পরে , এরা সব দলবেঁধে এসেছে । এদেরকে দেখে নেবে। „
অমিত উঠে বাইরে ফ্ল্যাটের বাইরে যেতে যেতে বললো “ শুয়োরের বাচ্চা গুলো তোদের দেখে নেবো আমি। সবকটাকে দেখে নেবো আমি। কাউকে ছাড়বো না । জ্যান্ত জ্বালিয়ে দেবো সবকটাকে। „ একটা ক্রুঢ় নিষ্ঠুর পৈশাচিক হাঁসি হেঁসে চলে গেল।
কয়েক মিনিটের মধ্যে এতকিছু হয়ে যাবে সেটা কেউ ভাবতে পারেনি। প্রায় তিন চার মিনিট পর সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এলো । ববিতা একটু স্বাভাবিক হতেই কেঁদে ফেললো। চোখ দিয়ে বার হলো অজস্র বারিধারা। আখতার সান্ত্বনা দেওয়ার জন্য ববিতার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলো । ত্রিয়াদি আর সূর্য ববিতাকে সান্ত্বনা দিয়ে বললো “ দেখ ববিতা ! রাত যতই অন্ধকার হোক না কেন , ভোরের আলো ঠিক অন্ধকার দূর করে দেয়। এখন যেটা হলো সেটার পর একটা সমাপ্তি আসবেই। সমাপ্তিটা খারাপ হবে কি সুখের হবে , সেটা জানি না । তবে আমরা সবাই একসাথে লড়বো। কাঁদিস না বোন আমার। সব ঠিক হয়ে যাবে। „
কিছুক্ষণ তারা ববিতাকে সান্ত্বনা দেওয়ার পর সূর্য বললো “ মা ! রাজকুমার একা ঘুমিয়ে আছে , জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। „
“ আমরা আসি ববিতা । „ বলে ববিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে ত্রিয়াদি ও সূর্য চলে গেল।
রাতে আখতারকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুয়ে আরো কাঁদলো ববিতা “ আমার খুব ভয় করছে জানো ও যদি কোন ক্ষতি করার চেষ্টা করে। „
“ তোমার আর আমার সন্তানের কোন ক্ষতি আমি হতে দেবো না। তুমি আমাকে বলোনি কেন তুমি প্রেগন্যান্ট ? „
“ আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। „
মুক্তি ( অষ্টম পর্ব )
অমিতের চলে যাওয়ার তিন দিন পর দুপুরে সবাই লাঞ্চ করছে। কলেজ ছুটি। কোন এক মনীষীর জন্মদিন। মনীষীর জন্মদিনে কলেজ ছুটি হয় কিন্তু অফিস ছুটি হয় না। সূর্য অফিসে চলে গেছে । আর তাই কারোর কোন তাড়াহুড়ো নেই। ত্রিয়াদিও এসছে একসাথে লাঞ্চ করবে বলে।
লাঞ্চ খাওয়া শুরু হওয়ার কিছুক্ষণ পর ববিতার ফোন বেজে ওঠে। একটা অচেনা নাম্বার। ফোনটা ধরতেই ওপার থেকে গম্ভীর ভারী কন্ঠে হিন্দি ভাষায় প্রশ্ন আসে ( এখানে বাংলায় বলছি ) “ আপনি কি মিসেস ববিতা ? অমিতের গুপ্তের স্ত্রী ? „
অমিতের নাম শুনতেই মুখ রক্ত শূন্য হয়ে যায় ববিতার। একটা ঠোক গিলে বলে “ হ্যাঁ বলছি । „
“ আমি উত্তরপ্রদেশের অমুক থানা বলছি আমার নাম ইন্সপেক্টর যাদব । আপনার স্বামীর মৃত্যু হয়েছে আজ। উনি যে বিল্ডিং এ কন্সট্রাকশন এর কাজ করছিলেন তার নীচে লাশ পাওয়া যায়। „
“ কি ! কি করে হলো ? „ বিষ্ময় ঝড়ে পড়ে ববিতার গলা থেকে।
“ দেখুন সেটা এখনো তদন্তাধীন। তদন্ত করার পর বলতে পারবো । দেখে মনে হচ্ছে আত্মহত্যা। আমরা পোসমর্টেম করে আপনাদের লোকাল থানায় পাঠিয়ে দেওয়া হবে । আপনি কালেক্ট করে নেবেন। „
“ হ্যালো ! হ্যাঁ ! হ্যালো ! বলছি ! „ ববিতার কথা শেষ হবার আগেই ফোনটা কেটে যায়। অন্য প্রান্তে ব্যাক্তির কোন জবাব আসেনা।
ফোনটা রাখতেই ত্রিয়াদির প্রশ্ন “ কার ফোন ছিল রে ? হিন্দিতে কথা বলছিলি । „
“ অমিত মারা গেছে । „ শান্ত গলায় বললো ববিতা।
এই প্রথম কোন ব্যাক্তির মৃত্যুতে সবাই খুশি হলো । “ নিজের পাপের সাজা পেলো । কি করে হলো ? „ ত্রিয়াদি জিজ্ঞেস করলো।
“ বলছে তো, বিল্ডিংয়ের নীচে লাশ পাওয়া যায়। দেখে মনে হচ্ছে আত্মহত্যা। পুলিশ তো তাই বললো । „
“ অমিত আর যাই করুক আত্মহত্যা করবে না । „ অমিতের মৃত্যুর খবর শুনে খুশি হলেও আত্মহত্যার কথা মেনে নিতে পারছে না ত্রিয়াদি।
খবরটা শুনে সবথেকে বেশি খুশি হলো আখতার । অমিত কে মারার পর তার মধ্যে একটা ভয় কাজ করছিল। সেই ভয় থেকে এখন মুক্তি পেলো। সবাই এখন বেশ খুশি অমিতের মৃত্যুতে । রাতে ববিতা আখতারের বুকে মাথা রেখে খুব কাঁদলো । এই কান্না ছিল মুক্তির কান্না। তারপর থেকে বেশ ভালোই ঘুম হয় ববিতার ।
তিন দিন পর শনিবার লোকাল থানা থেকে ফোন এলো। কিছু কাগজে সই করে মর্গ থেকে লাশ কালেক্ট করার জন্য।
সূর্য আখতার আর রবি গেল থানায় । সূর্য গিয়ে সেখানকার বড়ো বাবুর সাথে কথা বললো । “ কি হয়েছিল বলুন তো ? „
“ দেখুন আমরা বেশি জানি না। আমাদেরকে তদন্তের যতটুকু জানানো হয়েছে আমরা সেটাই বলতে পারি। „
“ সেটাই বলুন। আমরা এই কয়দিন খুব চিন্তায় আছি। হলো টা কি। মেসো কিন্তু আত্মহত্যা করার মত লোক ছিলেন না। „
“ তাহলে শুরু থেকেই বলছি। সকালে যখন সবাই ঘুম থেকে ওঠে তখন একজন লেবার প্রথম দেখতে পায় লাশটাকে । সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় কয়েকদিন ধরেই নাকি অমিতের মেজাজ চড়ে ছিল। সবার সাথেই খারাপ ব্যাবহার করছিল। একজনের সাথে ঝামেলাও হয় নাম মনে নেই। সেই ব্যাক্তিকে খুনের হুমকি পর্যন্ত দেয় অমিত। তার পরের দিনেই এই মৃত্যু। এতোটাই আমাদের জানানো হয়েছে। „ বললেন থানার বড় বাবু।
“ বুঝলাম। তা কারোর সাজা হবে না। „
“ আরে মশাই সাজা তো তখন হবে যখন তদন্ত হবে। ওই জায়গাটা এমনই একটা মৃত্যুর দুই ঘন্টা পরে আর একটা লাশ পাওয়া যায়। ফলে পুরানোটা ফাইলে চাপা পড়ে। আপনি যদি তদন্ত করাতে চান তাহলে সমস্যা তো হবেই। কারন ওটা আলাদা রাজ্য। „
“ আমরা তদন্ত চাই না। পারিবারিক অনেক সমস্যা আছে। „
“ এইতো তাহলে চেপে যান আপনারা। সুখে থাকুন আর পরিবারের কেউ থাকলে এখানে একটা সই করে মর্গে চলে যান। „ অপ্রাপ্তবয়স্ক রবি একটা সই করে চলে এলো থানা থেকে।
তারপর শরীর নিয়ে গঙ্গায় গেল তিন মূর্তি । সেখানে অমিতের মুখাগ্নি করলো রবি। গঙ্গাস্নান করে নেঁড়া মাথা নিয়ে ফিরলো রবি সাথে আখতার আর সূর্য। অমিতের মড়া মুখ দর্শন করেনি ববিতা।
এর কিছুদিন পরের ঘটনা ........
কয়েকদিন ধরে সূর্যের বেশ খাটাখাটনি চলছে। ব্যাঙ্কে যাওয়া, উকিলের সাথে কথা বলা দলিল ঘাটা , আসানসোল যাওয়া। এসব একটা ঝামেলা। সব ঝামেলা যেদিন মোটামুটি মিটলো সেদিন বাড়ি ফিরে দেখে ঘরে তালা মারা। তার মানে মা গেছে মাসির কাছে ।
সূর্য উপরে চলে গেল। দরজায় বেল বাজাতেই রবি দরজা খুললো। আর সঙ্গে সঙ্গে রাজকুমার এসে জড়িয়ে ধরলো। সূর্য রাজকুমার কে নিয়ে সোফায় এসে বসে বসলো “ খুকি একতু জল দাও । „ বাচ্চা সুলভ ইয়ার্কি করে বললো রাজকুমার । রাজকুমার এখনো কয়েকটা বর্ণ বলতে গিয়ে তোতলায় ।
সূর্য হো হো করে হেঁসে উঠলো। ত্রিয়াদি জল আনলো। সেটা সূর্য কে দিয়ে রাজকুমার কে কোলে নিয়ে বললো “ তুমি খুব দুষ্টু হয়েছো । কতবার বলেছি বড়ো দের নাম ধরবে না। এবার নাম ধরলে মারবো। „ বলে চোখ বড়ো বড়ো রাগী মুখ করে একটা হাতের তালু দেখালো ত্রিয়াদি।
রাজকুমার মুখ কাচুমাচু করে নিচে নামিয়ে নিল। ত্রিয়াদি সেটা দেখে একটু হেঁসে রাজকুমার এর গালে একটা চুমু খেলো। রাজকুমার হেঁসে উঠলো।
সূর্য সবাইকে আসতে বললো আর রবিকে বললো রাজকুমার কে নিয়ে যেতে। রবি তাই করলো। ববিতা ত্রিয়াদি আর আখতার সূর্যের আশেপাশে বসলো।
“ মাসি অমিতের পৈতৃক বাড়ি কোথায় জানো ? „
“ আসানসোল। ওখানেই আমাদের বিয়ে হয়েছিল অবশ্য তারপর এখানে চলে আসি আর আসানসোল যাওয়া হয়নি। „
“ এটা জানো দেখছি। কিন্তু এটা জানো যে অমিতের পৈতৃক সম্পত্তি কত আছে ? „
“ না । জানি না । কখনো এই নিয়ে কথা হয়ি নি আমাদের মধ্যে । „
“ তাহলে এখন জানো মাসি। অমিতের এক কাকাতো ভাই আছে। নাম গনেশ গুপ্ত। তার কাছে গিয়েই সব দলিল দেখে কথা বলে এলাম । ওই কাকাতো ভাই এতদিন সম্পত্তি দেখছিল। তাকে গিয়ে রবির অধিকারের কথা বলতেই সে বললো..... দাদার সম্পত্তি ও নিতে চায় না। এটা নাকি পাপের সম্পত্তি। „
“ তা অমিতের এই পৈতৃক সম্পত্তি মিলিয়ে প্রায় 30-35 লাখ টাকার জমি আছে। আর ব্যাঙ্ক ব্যালেন্স মিলিয়ে আরো পাঁচ লাখ। এতকিছু থাকতেও ও তোমাদের ভিখারির মতো রাখতো। থাক যা হওয়ার হয়ে গেছে। আমি সবকিছু ঠিক করে এলাম । রবি প্রাপ্ত বয়স্ক হলেই সব সম্পত্তি ও পাবে তার আগে মাসি দেখবে ।
কথাটা শুনেই ববিতার চোখ ঝাপসা হয়ে এলো। এক ফোঁটা জলও দেখা দিল বোধ হয়।
( অমিতের মৃত্যু রহস্য ...... যেটা কেউ কখনো জানবে না। )
বড়ো বড়ো কনস্ট্রাকশন কোম্পানি যখন কোন বিল্ডিং বানাতো তখন সেখানে লেবার জোগাড় দেওয়া ছিল অমিতের কাজ। বাংলায় বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার পর আর কোন কোম্পানি তাকে কাজে নিত না। সব জায়গায় গোলমাল বাঁধাতো অমিত। তাই সে কিছু বছর হলো বিহার উত্তরপ্রদেশ চলে গেছে কাজের জন্য। সাথে মেয়ের নেশা তো ছিলোই। বর্তমানে উত্তরপ্রদেশের অমুক স্থানে একটা চার তলা বিল্ডিং বানানোর দায়িত্বে ছিল অমিত। ছাদ, পিলার , সিড়ি বানানো হয়ে গেছিল। শুধু চারিদিকে দেওয়াল দেওয়া বাকি। ইট আসতে এক সপ্তাহ লাগবে, এই সুযোগে সে এসছিল ববিতার শরীর ভোগ করতে।
আখতারের কাছে মার খেয়ে আর ত্রিয়াদির কাছে পুলিশের শাসানি হুমকি শুনে অমিত খুব রেগে ছিল। মনে মনে ভাবছিল এই শুয়োরের বাচ্চা গুলোকে কিভাবে শায়েস্তা করা যায়। ভাবতে ভাবতে সে নিজের কর্মস্থান অমুক যায়গায় চলে যায়। সেখানে ত্রিপাঠী নামের একজন ছিল। সে লেবার বা রাজমিস্ত্রীদের পছন্দের একজন। অমিতের পরেই ত্রিপাঠীর স্থান। ত্রিপাঠীর সাথে টাকা নিয়ে ঝামেলা হয় । মালিক যতো টাকা দিচ্ছিল লেবারদের । সেই পরিমাণ টাকা লেবাররা পাচ্ছিলনা। অমিত মাঝখানে টাকা সরিয়ে রাখছিল।
এই টাকা নিয়েই ত্রিপাঠী কে প্রাণে মারার হুমকি দেয় অমিত। রাতে একজন দেহব্যবসায়ীর সাথে শুয়ে এসে , মদ খেয়ে ঘুমিয়ে পরে অমিত। মাঝরাতে পেশাব পায় অমিতের। অমিত উঠে গিয়ে তিনতালার রেলিং এর পাশে দাঁড়িয়ে পেশাব করতে থাকে। এই সুযোগে ছিল ত্রিপাঠী। সে আস্তে আস্তে এসে অমিতের পিছনে একটা লাথি মারে । অমিত টাল সামলাতে না পেরে পড়ে যায়। নিচে স্টনচিপ ছিল , তাতে লেগে মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় অমিত। যদি হসপিটালে নিয়ে যাওয়া হতো তাহলে বেঁচে যেত। কিন্তু সেই সুযোগটাও পায়না অমিত। ভোর রাতের দিকে প্রাণ ত্যাগ করে অমিত।