28-05-2021, 10:44 AM
(25-05-2021, 03:00 PM)Bumba_1 Wrote:
নমস্কার পাঠকবন্ধুরা .. গত সপ্তাহে Covid এ আমি আমার কাছের এক অত্যন্ত প্রিয় বন্ধুকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তাই Sarit11 কে অনুরোধ করে আমার থ্রেডটা বন্ধ রাখতে বলেছিলাম আমি ফিরে না আসা পর্যন্ত। এইমাত্র এই সাইটে এসে দেখলাম আমার থ্রেডটা আবার খুলে দেওয়া হয়েছে।
যাই হোক, আস্তে আস্তে নিজেকে boost up করার চেষ্টা করছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে আগামী ২৮ তারিখ পরবর্তী আপডেট আসবে।
খুব কস্ট হলো আপনার প্রিয় বন্ধুর কথা শুনে যে মহামারী Covid-19 এর জন্য বন্ধুকে হারাতে হলো,,,,আমাদের দেশ সহ পৃথিবীর প্রতিটি দেশের মানুষ তাদের কতই না প্রিয়জনদের হারাচ্ছে,,,তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা,,, আর ভালোবাসা,,, আপনি নিজেকে Boost-up করছেন শুনে ভালো লাগলো,,, বন্ধু হারিয়ে গিয়েছে অবশ্যই কস্টের তবে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে,,, ভালো থাকবেন,,,শুভ কামনা