27-05-2021, 05:14 PM
(26-05-2021, 07:42 PM)modhon Wrote: শুরুতে "রুনার কথা"' বলে কেউ কমপ্লেন করেছে জেনে অদ্ভুত লাগল। গল্পে অপু আর অপুর মায়ের চাওয়া পাওয়া না পাওয়ার উত্তেজনা, কষ্ট আর সংগ্রামগুলো তাহলে তিনি ধরতে পারেননি। "অপুর কথা' গল্পটি মাকে নিয়ে একটি ছেলের যৌনাত্মকথা। যৌন উন্মেষ ঘটছে এমন অল্প বয়সি একটি ছেলে যার প্রায় সবটুকু স্বত্তা জুড়ে আছে তার আম্মু কিন্তু আবার একইসাথে তার আম্মুকে ঘিরে একটি ইচ্ছের জন্ম নেয়ার মানসিক টানপোড়েনে সে ভুগছে কারণ ছোট অপুর জানামতে এটি অদ্ভুত নোংরা অশ্লীল ঘৃণ্য অসামাজিক। অবধারিতভাবেই অপুর আম্মুর কথা এখানে মুখ্য হয়ে বারবার উঠে আসবে। কিন্তু সেটা শুধু রুনার কথা না। সেটি অপু এবং তার আম্মু দুজনের কথা। সেটি আসলে অপুরই যৌনাত্মকথা।
আমার নিজের গল্পকে আমি নিজেও এতো ভালো করে বর্ণনা করতে পারতাম না ।