09-04-2019, 11:00 PM
আমি গল্প লেখা ছেড়েছি মূলত একটাই কারনে, বিনাপয়সায় গল্প লিখে কোন লাভ নেই, পাঠকেরা সময়ের মূল্য দেয় না। অনেক দিন ধরেই গল্প লিখে এটা আমি হাড়ে হাড়ে বুঝেছি যে বিনাপয়সায় লিখলে এই হয়। তাই এইবারে ঠিক করেছি যে আর বিনাপয়সায় গল্প লেখা নয়, যাদের সত্যি ইচ্ছে আছে আমার গল্প পড়ার তাদের জন্য সাবস্ক্রিপ্সান মডেলের একটা সাইটে গল্প লিখব। সাইটে গিয়ে তারা টাকা দিয়ে সাবস্ক্রাইব করে গল্প পড়তে পারে। এতে লেখক এবং পাঠক দুইজনের মধ্যেই এক দায় বদ্ধতা থাকে।
যাদের ইচ্ছে গল্প পড়তে তারা আমাকে মেসেজ করে জানাতে পারেন, আমি তাদের সেই সাইটের লিঙ্ক দিয়ে দেব।
ইতি পিনুরাম।
উপরের কথা গুলো আমাদের সিনিয়র লেখক পিনুরাম দাদা ফেইসবুক গ্রুপ লিখেছেন। আমি ভাবছি বিপুল দাদাও কি কিছু দিন বাদে এরকম কথা বলেন কিনা? কারণ বিপুল দাদার লেখাটা হচ্ছে পেশা। আর এখানে লিখেন নেশার টানে। নেশা আবার পেশার কাছে হেরে না যায় দাদার কাছে পিনুরাম দাদার মতো।
যাদের ইচ্ছে গল্প পড়তে তারা আমাকে মেসেজ করে জানাতে পারেন, আমি তাদের সেই সাইটের লিঙ্ক দিয়ে দেব।
ইতি পিনুরাম।
উপরের কথা গুলো আমাদের সিনিয়র লেখক পিনুরাম দাদা ফেইসবুক গ্রুপ লিখেছেন। আমি ভাবছি বিপুল দাদাও কি কিছু দিন বাদে এরকম কথা বলেন কিনা? কারণ বিপুল দাদার লেখাটা হচ্ছে পেশা। আর এখানে লিখেন নেশার টানে। নেশা আবার পেশার কাছে হেরে না যায় দাদার কাছে পিনুরাম দাদার মতো।