25-05-2021, 05:40 AM
(24-05-2021, 10:55 AM)Baban Wrote: এই গল্পের এখন পর্যন্ত যে পর্ব গুলি লেখা হয়েছে সেগুলি একদিকে আর এই কালকের পর্বটা একদিকে রাখবো. অসাধারণ এই পর্বটা. বাস্তবের কঠিন রূপ যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটি অসাধারণ. পুরুষ ও নারীর দু পক্ষেরই সমস্যা তুলে ধরেছেন আপনি, তাছাড়া পুরুষেদের লোভ লালসার বর্ণনা তো আছেই. কাম লালসা ও অর্থের লোভ থেকে নিষ্কৃতি পাওয়া ততটাই সহজ যতটা হাসিমুখে জ্বলন্ত লাভার ওপর খালি পায়ে হেঁটে যাওয়া.
দাদা, আপনার মতো জনপ্রিয় এবং গুণী লেখকের কাছ থেকে এ ধরনের প্রশংসামূলক কনমেন্ট পেলে সত্যিই আনন্দে মনটা ভরে যায়।