24-05-2021, 01:11 PM
(24-05-2021, 10:56 AM)Baban Wrote: ও তাই নাকি? বাহ্
Everything aside, আপনার গল্পের শুরু আর বিল্ডাপ অসাধারণ হয়েছে, তবে গল্পের সার্থকতার জন্য গল্পের প্রোগ্রেশান র শেষটাকেও অনবদ্য হতে হয়। গল্পের নাম "লোভে পাপ" হওয়ায় নায়িকা সুপ্রিয়া(ও যেহেতু নায়িকা) কীভাবে লোভ করল আর সেখান থেকে পাপ হল সেটা এখনও দেখার, তবে গল্পের নামে যেহেতু "পাপে মৃত্যু" নেই তাই গল্পশেষে কিভাবে গল্পটা একটা তাৎপর্য্যপূর্ণ পরিসমাপ্তি পেল সেটাও কৌতুহলের। গল্পটা কি উপন্যাস "অভিশপ্ত সেই বাড়িটার" মতো না ছোটোগল্প "পার্ভাট"/"কাম ও ভালোবাসা"র মতো সেটা জানার জন্যেও কৌতুহল হচ্ছে। তবে মনে হচ্ছে আপনার সেট করা ল্যান্ডমার্ক "অভিশপ্ত সেই বাড়িটা"কেও গল্পটি অতিক্রম করতে পারে। অনেক শুভেচ্ছা রইল।