23-05-2021, 09:08 AM
(23-05-2021, 08:06 AM)The Pervert Wrote: দাদা একটা বিষয় লক্ষ্য করছেন? আপনার এবং আমার গল্পের readers views এ কিন্তু প্রতিযোগিতা চলছে। আর সে প্রতিযোগিতায় আপনি ক্রমশই এগিয়ে যাচ্ছেন।
হাহাহাহা..... হ্যা লক্ষ করেছি. তবে সেটা নিয়ে চিন্তায় অবশ্য আমি বা আপনি কেউই পড়িনি. হ্যা লেখক হিসেবে অবশ্যই সবসময় চেয়ে এসেছি অনেক পাঠক আমার গল্প পড়ুক, আপনিও নিশ্চই তাই চান. কিন্তু পুরোটাই গল্পের মান আর ওপর নির্ভর করে. ভিউয়ের জন্য জোর করে টেনে কোনো গল্প লম্বা করার কোনো ইচ্ছা আমার নেই. যেখানে ইতি টানা প্রয়োজন মনে করবো সেখানেই শেষ করবো. হয়তো তখনো আপনার গল্পের অনেক কিছু বলা বাকি থাকবে. তখন আপনার ভিউ বেড়েই যাবে. আপনাকেও এটাই বলবো যে সঠিক জায়গায় ইতি টানবেন. শেষ অংশ তো আগেই লিখে ফেলেছেন, সেই পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা যেন খুব কঠিন না হয়ে যায়.